Question: What farcical elements do you find in “Arms and the Man”?
১৮৯৪ সালে প্রকাশিত জর্জ বার্নার্ড শ এর “আর্মস এন্ড দ্যা ম্যান” একটি সমালোচনামূলক নাটক। নাটকটি এর প্রহসনমূলক বা হাস্যরসাত্মক ধরণের জন্য সুপরিচিত যেমন, হাস্যকর পরিস্থিতি, হিউমর, সামাজিক ভন্ডামি নিয়ে ঠাট্টা করা ইত্যাদি। নিচে নাটকটির হাস্যরসাত্মক উপাদানগুলো নিয়ে আলোচনা করা হলো।
Romanticized War: নাটকে শ যুদ্ধ সম্পর্কে মানুষের চমৎকার ধারণাগুলোর সমালোচনা করেছেন; শ যখন নাটকটি লিখেন, তখন মানুষ যুদ্ধকে মহৎ ও বীরত্বের বিষয় মনে করতো। নাটকে রায়না যুদ্ধকে মহৎ ও বীরত্বের বিষয় মনে করে। সে মনে করে যুদ্ধের ময়দানে যোদ্ধারা মরতে ভয় করে না, বিশেষ করে তার হবু-বর সার্জিয়াস।
আরো পড়ুনঃ How Does Baroka Seduce Sidi in “The Lion and the Jewel”? (বাংলায়)
“আমি জানি কিছু যোদ্ধা যুদ্ধে গিয়ে মরতে ভয় পায়”
এখানে রায়না সার্জিয়াস ও অন্য যোদ্ধাদের মধ্যে পার্থক্য করতে চেয়েছে।
The Chocolate Cream Soldier: নাটকের কেন্দ্রিয় চরিত্র ক্যাপ্টেন ব্লান্টসলি পালিয়ে রায়নার বেডরুমে আশ্রয় নেয়। রায়না তার নাম দেয় “চকলেট ক্রিম সোলজার”, এতে তাকে একটি হাসির চরিত্র বলে মনে হয়, যা ব্লান্টসলির বাস্তবিক জ্ঞান ও অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ বীপরতিধর্মী।
The Petkoff Family: পেটকফ ফ্যামিলি, বিশেষ করে রায়নার বাবা-মার কর্মকাণ্ডকে হাস্যকরভাবে সমালোচনা করা হয়েছে। রায়নার বাবা-মা অভিজাত শ্রেণির লোক দেখানো কর্মকান্ড ও বাস্তব জ্ঞানের অভাবের প্রতিনিধিত্ব করে। পরিবারের লোকদের মধ্যে হাস্যকর কথোপকথন নাটককে হাস্যরসাত্মক বা ফার্সিকাল করে তুলে।
Candid Commentary on War: শ হাস্যকর উপাদানের মাধ্যমে যুদ্ধ, যোদ্ধাদের বীরত্ব, এবং যুদ্ধ সম্পর্কে সামাজিক দৃষ্টিভঙ্গির সমালোচনা করেছেন। যেমন, সার্জিয়াস ঘোড়ায় চড়ে তার বাহিনী নিয়ে ভারি মেশিনগানের সম্মুখে হামলা করেছিল। সে নির্বোধ ছাড়া আর কিছুই নয়, কিন্তু সে বেঁচে যায় ও জিতে যায় কারণ শত্রুপক্ষের মেশিনগানে ভুল ধরণের গুলি ছিল, যা তারা ফায়ার করতে পারেনি। পরবর্তীতে সার্জিয়াস যোদ্ধাদের সম্পর্কে আসল সত্য প্রকাশিত করে।
“যোদ্ধারা… কাপুরুষের মত নির্দয় ভাবে হামলা করে যখন প্রতিপক্ষ দূর্বল হয়, আর বিপদ থেকে দূরে থাকে যখন নিজে দূর্বল হয়”
নাটকের হাস্যরস ও সমালোচনার মাধ্যমে নাট্যকার সিরিসাস বিষয়কে প্রহসনমূলকভাবে উপস্থাপন করেছেন।
Matchmaking: রায়নার হবু-বর সার্জিয়াস রায়নাদের সুন্দরী চাকরানী লকার সাথে ফ্লার্ট করে। অপরদিকে রায়না ব্লান্টসলির থেকে আসল ভালবাসার মানে বুঝতে পারে। পরিশেষে হাস্যকার ভাবে সার্জিয়াস-লকা ও রায়না-ব্লান্টসলি উভয় জুটি খুশি থাকে ও বিয়ে করে।
আরো পড়ুনঃ Why Does Bluntschli Compare Sergius to Don Quixote? (বাংলায়)
এই হাস্যরসাত্মক উপাদানগুলো “আর্মস এন্ড দ্যা ম্যান” নাটকটিকে একটি কমেডি ও সমালোচনামূলক নাটক হিসেবে সফল করে, ও নাট্যকারকে কিছু সামাজিক বিষয় নিয়ে সমালোচনা করার সু্যোগ দেয়।