Describe the Conditions of the Chimney Sweepers (বাংলায়)

Question: Describe the conditions of the chimney sweepers.

earn money

দূরদর্শী কবি উইলিয়াম ব্লেক ১৮ শতকের শেষ দিকে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের চরম সময়ে “The Chimney Sweeper” কবিতাটি লেখেন। এই কবিতাটি সুইপারদের কঠিন জীবন এবং তাদেরকে যে অপব্যবহার এবং মিল ও কলকারখানাতে জোরপূর্বক কাজ করানো হয়েছে এগুলো সম্পর্কে আলোকপাত করেছে। এটি দারিদ্রতা এবং শিশুশ্রম সম্পর্কে একটি বিখ্যাত কবিতা।

Harsh Reality: এই কবিতাটি চিমনি সুইপারদের জীবনের কঠিন বাস্তবতা বর্ণনা করেছে। মূলত এই শিশুগুলোকে তাদের পিতারা বিক্রি করে দেন। তাদেরকে ভয়াবহ এবং যন্ত্রণাদায়ক অবস্থার মধ্যে কাজ করতে বাধ্য করা হয়। চিমনির ভেতরের ওয়ালগুলোতে যে আবর্জনা জমে যায় মূলত সেগুলোই তাদেরকে পরিষ্কার করতে হয়। 

“আমার মা যখন মারা যান, আমি খুব ছোট ছিলাম,

আর আমি ছোট  থাকা অবস্থায় আমার বাবা আমাকে বিক্রি করে দিয়েছেন।”

Cleaning Conditions in Chimneys: Chimney পরিষ্কার করতে গিয়ে সরু চিমনি বেয়ে উপরে উঠে কখনো তার মাঝে তারা আটকে যায়। কিছু কিছু সময় চিমনির কালি দিয়ে তাদের পুরো শরীর ঢেকে যায়। তাদের মাথাগুলো ন্যাড়া করে দেওয়া হয় যেন তাদের চুলে আগুন না লাগে। তারা অনেক সময় জ্বলন্ত আগুনে পোড়ে মরে যাওয়ার মত অবস্থাতেও পতিত হয়। দিনের একমাত্র খাবার অথবা ঘুমের জন্য ছোট্ট একটি জায়গার জন্য তাদেরকে এই কঠোর পরিশ্রম করতে হয়।

আরো পড়ুনঃ Bring Out the Symbolism in Kubla Khan (বাংলায়)

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


“কদাচিৎ কাঁদতে পারে” কাঁদো! ‘কাঁদো!’ কাঁদো!”

তাই তোমার চিমনি ঝাড়ু দিতে দিতে আমি ঘুমিয়ে পড়ি।

Chimney Sweeper কবিতাটি শিল্প বিপ্লবকালীন সময়ের ইংল্যান্ডে চিমনি সুইপারদের জীবনের কঠিন পরিস্থিতি বর্ণনা করে। এই কবিতাটি চিমনি সুইপাররা যে ঝুঁকিপূর্ণ এবং অস্বাস্থ্যকর অবস্থায় কাজ করতো তা চিত্রায়িত করেছে।

আরো পড়ুনঃBriefly State the Theme of “Don Juan Canto I.” (বাংলায়)

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক