How Are the Lamb, the Child, and Christ Connected? (বাংলায়)

Question: How are the lamb, the child, and Christ connected?

earn money

ব্লেকের ১৭৮৯ সালে প্রকাশিত “Songs of Innocence” এ ল্যাম্ব (ভেড়ার বাচ্চা বা মেষ শাবক), শিশু, ও ক্রাইস্ট (যিশু খ্রিষ্ট) কে একে অপরের সাথে সম্পর্কযুক্ত প্রতীক হিসেবে দেখানো হয়েছে যেগুলো হচ্ছে ইনোসেন্স (কমলতা বা নিষ্পাপতা), শুদ্ধতা, ও ঐশ্বরিক ভালবাসার সিম্বল। ব্লেকের “Songs of Innocence” কাব্যগ্রন্থের “The Lamb” কবিতায় ল্যাম্ব, শিশু, ও ক্রাইস্ট এর মধ্যে সম্পর্ক উঠে আসে।

Symbol of Innocence, Purity, and Divine Love: “The Lamb” কবিতায় সবুজ তৃণভূমির চিত্র অঙ্কন করা হয়েছে যেখানে একটি কমল শিশু একটি মেষশাবকের সাথে কথা বলে। এখানে মেষশাবক হচ্ছে ক্রাইস্ট এর প্রতীকি রুপ, কারণ খ্রিস্টানধর্মে জিসাস ক্রাইস্টকে ঈশ্বরের মেষশাবক বলা হয়েছে। শিশুটি মেষশাবককে জিজ্ঞাসা করে যে কে তাকে সৃষ্টি করেছে।

আরো পড়ুনঃWhat Do You Know About Donne Inez’s Education? (বাংলায়)

“ছোট্ট ল্যাম্ব কে তোমাকে সৃষ্টি করলো

তুমি কে জানো কে

তোমাকে প্রাণ দিল ও আহারের ব্যবস্থা করে দিল”

ল্যাম্ব উত্তর দেয় যে তার সৃষ্টিকর্তা হচ্ছে ক্রাইস্ট এবং সে নিজেও নিজেকে মেষশাবক বলে।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


Natural World and Divinity: এই প্রতীকগুলো শিশু, ল্যাম্ব ও ক্রাইস্টের মধ্যে একটি সম্পর্ক তৈরি করে। এই সংযোগের মাধ্যেমে ব্লেক বিশ্লেষণ করে যে কমলতা ও বিশুদ্ধতা প্রকৃতি ও ঈশ্বর উভয়ের মধ্যেই রয়েছে। শিশুর নিষ্পাপ জিজ্ঞাসা ও ল্যাম্বের কমল প্রকৃতি সাধারণ ও নিষ্পাপতার থিমকে ফুটিয়ে তুলে।

আরো পড়ুনঃBring Out the Symbolism in Kubla Khan (বাংলায়)

পরিশেষে, “Songs of Innocence” এর কবিতাগুলোতে কবি পরস্পর সম্পর্কযুক্ত প্রতীক ব্যবহার করেছেন এবং বিশ্লেষণ করেছেন প্রকৃতি, ঈশ্বর ও কমল শিশুর মধ্যে সম্পর্ক।

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক