Question: Write a note on the theme of salvation in the poem ‘The Waste Land.’
T.S. Eliot’s (1888-1965) landmark poem, ‘The Waste Land’ (1922), বিংশ শতাব্দীর বিরাণভূমিকে চিত্রায়িত করেছে। কবিতায় আলোচিত অনেক গুলি বিষয়ের মধ্যে স্যালভেশন একটি গুরুত্বপূর্ণ থিম. লেখক এখানে সুদু ওই সময়ের সামাজিক দূরবস্থাকেই তুলে ধরেন নি, বরং তা থেকে কিভাবে মুক্তি পথ যায় তাও দেখিয়েছেন।
The Wasteland as a Metaphor for Desolation: কবিতার টাইটেল আত্মিক মৃত অবস্থাকে symbolize করে. আর যেখানেই আমরা পাপ বা মন্ধ কিছু দেখতে পাই সেখানেই স্যালভেশন থিমের প্রয়োজনীয়তা রয়েছে।
আরো পড়ুনঃDiscuss the Significance of the Title “Heart of Darkness.”(বাংলায়)
Religious Imagery and Redemption: কবি salvation থিম দেখানোর জন্য বিভিন্ন ধর্মীয় রেফারেন্স দিয়েছেন। তিনি ফিশার কিংয়ের রেডমিশনের ঘটনাটিও ব্যাখ্যা করেছেন।
Spiritual Wasteland: পঁচে যাওয়া আত্তিকবস্থা এই কবিতায় আমরা দেখতে পাই.শুধু মাত্র ধর্মই পারে এই অবস্থার মুক্তি দিতে।
Water Imagery and Baptism: পানি এখানে দুইটি উপায়ে দৃশ্যমান হয়েছে। এটি ধংস এবং পুনর্জাগরণ উভয়ে ঘটাতে পারে। রাজপুত্র ধর্মের পক্ষে না থাকায় সে পানিতে ডুবে মারে যায়.
আরো পড়ুনঃWhat Does ‘Ivory’ Signify in Heart of Darkness? (বাংলায়)
The Fire Sermon: গৌতম বুদ্ধের রেফারেন্স দিয়ে কবি এখানে কামনাকে আগুনের সাথে তুলনা করেছেন। আগুন যেমন আমাদের পুড়িয়ে দেয় কামবাসনাও তেমন ধংস করে দেয়.
The Chapel Perilous: ফিশার কিং এবং তার সৈন্য বাহিনী সেখানকার মেয়েদের যৌননির্যাতন করেল তার রাজ্যে দুর্ভোগ নামেন আসে. রাজার একজন বিখ্যাত যোদ্ধা চাপেল পেরিলাস থেকে হলি grail নিয়ে আস্তে পারলে এই অবস্থার মুক্তি হবে.
References from the Upanishads: উপনিষদ থেকেও উদাহরণ দেওয়া হয়েছে। প্রাচীন ভারতে মানুষ দুর্ভিক্ষের সময় স্রষ্টাকে ডাকলে তিনি বজ্রপাতের কণ্ঠে সারা দেন এবং তাদের সাহায্য করেন।
আরো পড়ুনঃDiscuss the Father-son Relationship in “Sons and Lovers”.’(বাংলায়)
পরিশেষে আমরা বলতে পারি লেখক এই কবিতায় বিভিন্ন ঘটনা বর্ণনার মাদ্ধমে salvation থিম টি ব্যাখ্যা করেছেন। সহজ কোথায় যেখানেই অন্যায় আছে সেখানেই salvation থিম রয়েছে।