Write a Critical Appreciation of the Poem “Crossing the Water”.(বাংলায়)

Question: Write a critical appreciation of the poem “Crossing the Water”.

“Crossing the Water” সিলভিয়া প্ল্যাথের একটি চমৎকার কবিতা। এ কবিতায় কিছু জটিল বিষয়বস্তু যেমন, মানুষের অনুভূতি, কষ্ট, ও আত্মার যাত্রা ইত্যাদি উঠে এসেছে। এ কবিতায় নৌকাযাত্রা হচ্ছে মেটাফোরিকাল, যাকে স্পিকারের ইমোশনাল বা অনুভূতির যাত্রা এবং প্রত্যাশা হিসেবে ব্যাখ্যা করা যায়।

In Summary: কবিতার শুরুতেই স্পিকার একটি যায়গা সম্পর্কে বলে, যেখানে চারিদিকে রয়েছে অন্ধকার, নৌকায় ও লেকের পানিতে রয়েছে অন্ধকার, যেখানে দুজন নৌকা চালিয়ে যাচ্ছে। সেখানে রয়েছে গাছের বিস্তর ছায়া। এ স্থানটি একটি প্রতীকি স্থান। বনের গাছপালাগুলো চায়না যে স্পিকার তাড়াহুড়ো করুক, এবং পানির ফুলগুলো থেকে আলো দেখা যায়। এই আলো হচ্ছে পানিতে পতিত তারার আলোর প্রতিফলন। যখন অন্ধকারে নিমজ্জিত স্পিকার আলো দেখতে পায়, সে ভাল অনুভব কর।

আরো পড়ুনঃhe Waste Land is a Sign of Vanished Glory of Past.-Explain(বাংলায়)

Metaphorical Journey: “Black lake, black boat, two black, cut-paper people.” – প্রথম লাইনের “black” চিত্রগুলো বোঝায় স্পিকারের যাত্রাটি হচ্ছে এক মনমরা ও রহস্যময় যাত্রা, যা জীবনের অনিশ্চয়তার মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া কে বোঝায়।

দ্বিতীয় স্তবকে, এত অন্ধকারের মাঝেও পানিতে থাকা ফুলগুলো থেকে “little light” দেখা যায়। এই আলো হচ্ছে কষ্টের যাত্রায় আশার আলোর প্রতীক।

স্পিকারের এই যাত্রা আরামদায়ক বা ঝামেলামুক্ত নয়, বরং এই যাত্রা অনিশ্চয়তা ও দুঃচিন্তার।

“They are round and flat and full of dark advice.” – কবিতায় বলা হয় পানিতে থাকা ফুলগুলো “dark” কালো উপদেশ দিচ্ছে। এই কালো উপদেশ ভয়ভীতিকে নির্দেশ করে। বিভিন্ন নতুন নতুন পরিস্থিতিতে মানুষের মাঝে ভীতি দেখা দেয়।

আরো পড়ুনঃExplain the Significance of the Title, The Love Alfred Prufrock. (বাংলায়)

কবিতার এই মেটাফোরিকাল যাত্রাকে জীবন থেকে মৃত্যুর দিকে যাত্রা, বা মৃত্যু থেকে জন্মের দিকে (দুঃখ থেকে মানব আত্মার সুখের সন্ধানে) যাত্রা হিসেবে ব্যাখ্যা করা যায়। প্ল্যাথ নিজেও তার জীবনে হতাশা ও ডিপ্রেশনে ভুগেছেন, এবং তার কবিতায় প্রায়শই মৃত্যুর থিম দেখা যায়।

Form and Structure: কবিতাটিতে চারটি স্তবক রয়েছে, যেগুলো তিন লাইন বিশিষ্ট। এ ধরণের কবিতায় রাইম স্কিম (ছন্দের ধারা) থাকে না।

Repetition: ‘Crossing the Water’ কবিতায় প্ল্যাথ Repetition বা পুনঃরাবৃত্তি ব্যবহার করেছেন। প্রথম স্তবকে “black” শব্দটি চার বার দেখা যায়, যা অন্ধকারের গভীরতা বা স্পিকারের অনুভূতীর অন্ধকারাচ্ছন্নতা প্রকাশ করে। এই “অন্ধকার” কবিতার থিম – যেমন আত্মার অন্ধকার এবং অন্ধকারের মাঝে আলোর সন্ধান, ইত্যাদির সাথেও সামঞ্জস্যপূর্ণ।

আরো পড়ুনঃWhy is ‘April’ Cruel to the Waste Landers? (বাংলায়)

পরিশেষে, “Crossing the Water” কবি সিলভিয়া প্ল্যাথের প্রতিভার একটি নিদর্শন। শক্তিশালী চিত্র এবং গভীর সুরের মাধ্যমে তিনি বেদনাদায়ক অনূভূতির মধ্য দিয়ে আত্মার যাত্রাকে দেখিয়েছেন। এই কবিতা পাঠকদের অনুভূতিকে আঘাত করে, এবং তাদেরকে জীবন নিয়ে ভাবতে বাধ্য করে।

Share your love
Riya Akter
Riya Akter

Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

Articles: 747

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *