Discuss the Major Themes of the Novel “To The Lighthouse”’(বাংলায়)

Question: Discuss the major themes of the novel “To The Lighthouse.

“To The Lighthouse” এর থিমস গুলো হলো, 

Time and the Passage of Time: এই নোভেল তিনটা পার্টে বিভক্ত, যা কিনা সময়ের প্রবাহকে নির্দেশ করে।

Memory and Perception: এই নোভেলে ব্যক্তিগত অভিজ্ঞতা ও স্মৃতি গুরুত্বপূর্ণ একটা থিম। নোভেলের সব চরিত্রগুলো অতীতকে স্মরণ করে।

আরো পড়ুনঃhat are Mrs. Ramsay’s Views on Marriage? (বাংলায়)

Art and Creativity: লিলি ব্রিস্ক একজন আর্টিস্ট। এবং সে আর্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে।

Gender and Gender Roles: মিসেস রামসেকে একজন স্নেহময়ী মা হিসেবে দেখানো হয়েছে। আবার লিলি ব্রিস্ক নিজেকে একজন আর্টিস্ট হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে সামাজিক বিধি-নিষেধ দূরে ঠেলে।

Death and Loss: মৃত্যু অনেক গুরুত্বপূর্ণ একটা থিম। এই নোভেলে মিসেস রামসে এবং অন্য ক্যারেক্টারদের মৃত্যু হয়। যা কিনা অন্যান্য ক্যারেক্টারদের মনে ব্যাপক প্রভাব ফেলে।

আরো পড়ুনঃBriefly Discuss the Role of Mrs. Ramsay. (বাংলায়)

Nature and the Environment: এই নোভেলে প্রকৃতির সৌন্দর্যকে হাইলাইট করা হয়েছে। আবহাওয়া, লাইট হাউস ও সমুদ্র ক্যারেক্টারদের অভ্যন্তরীণ চিন্তাকে প্রভাবিত করে।

Communication and Miscommunication: এই থিম মূলত ক্যারেক্টারদের সম্পর্কের জটিলতা ও একে অন্যের মধ্যে গ্যাপ তুলে ধরে।

Share your love
Riya Akter
Riya Akter

Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

Articles: 747

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *