Discuss Robert Frost as a Modern Poet. (বাংলায়)

Question: In what way is Robert Frost a modern poet? Discuss. Or discuss Robert Frost as a modern poet.

Robert Frost একজন আধুনিক কবি. কিন্তু তার ধারণ অন্যদের চেয়ে আলাদা। আমরা অন্নান্ন আধুনিক কবিদের মঝে আধুনিকতার ছোয়া পেলেও তার মদ্ধে তা দেখতে পাই না. যে যে গুন্ থাকলে একজন কে আধুনিক কবি বলা যায় এখন আমরা তা রবার্ট ফ্রস্টের কবিতায় খুঁজে দেখবো।

Symbolism: সিম্বোলিজম হলো আধুনিক কবিদের লেখার অন্যতম বৈশিষ্ট। ফ্রস্ট তার কবিতায় প্রকৃতির বিভিন্ন বিষয়কে সিম্বল হিসেবে ব্যবহার করেছেন। এই যুগের কবিরা বিভিন্ন সিম্বল ব্যবহার করে সমসাময়িক বিষয়গুলোকে তুলে ধরতেন।

আরো পড়ুনঃAnalyze the Theme of the Poem “The Road Not Taken.”(বাংলায়)

Realistic Use of Nature: রোমান্টিক যুগের কবিরা প্রকৃতিকে শুধুমাত্র আনন্দের উৎস হিসেবে নিতো। কিন্তু ফ্রস্ট তা করেন নি. তিনি প্রকৃতির সাথে বাস্তবতাকে মিশিয়ে কবিতার রূপ দিয়েছেন।

Conflict of the Human Heart: বিংশ শতাব্দীর অন্নান্ন কবি যেমন ইলিয়ট এর মতো ফ্রস্ট ও মানবাত্মার অন্তর্নিহিত দণ্ড কে তুলে ধরেছেন তার কবিতায়। এই সময়ের মানুষেরা সিদ্ধান্ত হীনতায় ভুগতো।

Loneliness: এসময়ে মানুষ একাকিত্বে ভুগতো। আধুনিক যান্ত্রিক বিশ্বে মানুষ মানুষের সাথে যোগাযোগ হারিয়ে ফেলে যার ফলে তারা এক হয়ে পরে.”The Death of the Hired Man” কবিতায় আমরা এর কিছু নমুনা পাই.

আরো পড়ুনঃHow are the Rivers Mentioned in “The Negro Speaks of Rivers” Associated With the Negro Slavery? (বাংলায়)

From the Device Perspective of Literature: আধুনিক কবিরা বিভিন্ন সাহিত্যিক দেভিয়াসে ব্যবহার করতেন। তেমনি ফ্রস্ট ব্ল্যান্ক ভার্স এবং রিদমের আবিষ্কার করেছিলেন।

তাকাহারা ফ্রস্টের ব্যাখ্যা পদ্ধতি উপন্নাসিকদেরকেও ছাড়িয়ে যেত. মতের উপরে আধুনিক কবিদের সকল গুণাবলী ধারণ করার জন্য ফ্রস্ট একজন আধুনিক কবি.

Share your love
Riya Akter
Riya Akter

Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

Articles: 747

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *