Question: What is an allegory? Evaluate ‘Young Goodman Brown’ as an allegory. Or, Find out the allegorical elements of this short story.
Allegory হলো একটি লিটারারি ডিভাইস যার মাদ্ধমে একটি গল্প দিয়ে আরেকটিকে বুঝানো হয়. নাথানিয়েল হাওথ্রনে এর লেখা ‘Young Goodman Brown’ একটি allegorical story যেখানে লেখক ওই সময়ের মানুষের দ্বিচারিতামূলক স্বভাব ব্যাখ্যা করেছেন।
Allegorical Characters, Objects, and Settings: গল্পের চরিত্র এবং সেটিং সবকিছুই allegorical বা রূপক। আপাতত দৃষ্টি গুডম্যান ব্রাউন এবং তার স্ত্রী ভালো মনে হলেও আসলে তারা ভালো নন. মন্দের প্রতি তাদের একটি টান রয়েছে। তাছাড়া গল্পটির সেটিং ‘সালেম Village’ দেখতে ভালো মানুষদের বিচরণক্ষেত্র হলেও বাস্তবে এটি শয়তানের আড্ডা খানা।
আরো পড়ুনঃWhat Does “the Stuff” Symbolize in ‘Young Goodman Brown”?(বাংলায়)
Men’s Inherent Predilection to the Devil: এই গল্পে আমরা দেখতে পাই প্রতিটি চরিত্রের মধ্যে অজানা মন্দের প্রতি গভীর টান রয়েছে। গুডম্যান ব্রাউন, তার স্ত্রী, ধর্মীয় শিক্ষক গুডি ক্লোয়েস তাদের গ্রামের মন্ত্রী সকলেই শয়তনের আড্ডাখানায় উপস্থিত হয়. তাকাহারা গুডম্যান ব্রাউনের পূর্ব পুরুষেরও এমন ছিল.
Allegory of the Fight Against the Devil: Elder Bronw এর সাথে প্রথম দেখায় গুডম্যান ব্রাউন শয়তানের আড্ডাখানায় যেতে অস্বীকৃতি জানায়। কিন্তু এটি শয়তানের বিরুদ্ধে তার সংগ্রাম নয়. কারণ এর ভেতর লুকিয়ে আছে তার অন্য বাসনা। সবশেষে, তিনি তার দেওয়া লাঠি অনুসরণ করেই শয়তানের আড্ডা খানায় যুক্ত হন।
আরো পড়ুনঃDiscuss the Treatment of Supernatural Elements in ‘Beloved’.(বাংলায়)
Loss of Faith and Ultimate Submission to the Devil: হালকা বিশ্বাস কখন শয়তানের বিরুদ্ধে লড়ে জয়ী হতে পারে না. শয়তানের মিটিঙে যোগ দিয়ে সকল ভালো মানুষকে দেখে গুদমানের বিশ্বাস নষ্ট হয়ে যায়। অল্প কোথায় বলতে গেলে এই গল্পটি মানুষের মন্দের প্রতি আকাঙ্খার বিষয়টি তুলে ধরেছেন।