Write a Short Note on Using Symbols in Hawthorne’s “The Scarlet Letter”.

Write a short note on using symbols in Hawthorne’s “The Scarlet Letter”. ✪✪✪

ন্যাথানিয়াল হথর্ন তার নোভেল দ্য স্কারলেট লেটার এ বেশি কিছু সিম্বোল ব্যবহার করেছেন। তার মধ্যে রোজ বুশ(গোলাপ ঝাড়), পার্ল, স্কারলেট লেটার “এ”, এবং উল্কাপিণ্ড উল্লেখযোগ্য সিম্বোল।

সিম্বোলের সংজ্ঞা এবং ব্যবহারের উদ্দেশ্যঃ সিম্বোল হচ্ছে একটি লিটারেরি ডিভাইস যেখানে একটি বস্তু অন্য একটি বস্তুর প্রতিনিধিত্ব করে। লিটারেচারে কোনো বস্তুর অভ্যন্তরীণ অর্থ প্রকাশ করতে সিম্বোল ব্যবহার করা হয়। সর্বোপরি, লেখকেরা তাদের লেখাকে প্রাঞ্জল করে তুলতে বিভিন্ন ধরনের সিম্বোল ব্যবহার করেন।

আরো পড়ুনঃ Consider Auden as an Anti-Romantic Poet

স্কারলেট লেটার  “এ”: দ্য স্কারলেট লেটার নোভেলে লেটার “এ” এর দুইটি রূপক অর্থ আছে। প্রথমত, এই লেটারটি প্রধান চরিত্র হেস্টারের ব্যভিচার এবং পাপকে তুলে ধরে। এরপর ধীরে ধীরে প্লট ডেভেলপমেন্টের মাধ্যমে এই একই অক্ষর হেস্টারের মনোবলে পরিণত হয়।

উল্কাঃ সাধারণত, উল্কা হচ্ছে মহাকাশের একটি অংশ যেটি পৃথিবীর বায়ুমন্ডলের সাথে ঘর্ষিত হয়ে  আলো সৃষ্টি করে। কিন্তু এই নোভেলে উল্কা একটি আলাদা অর্থ বহন করে। এখানে উল্কাপিণ্ড ডিমসডেলের পাপ সকলের সামনে উন্মোচিত হওয়াকে ব্যক্ত করে। 

পার্লঃ পার্ল তার বাবা-মায়ের পাপ এবং ধৈর্য্যকে সিম্বোলাইজ করে। গল্পে বলা হয় যে, পার্ল সেই স্কারলেট লেটারের জীবন অস্তিত্ব। হেস্টারের কাছে তার মেয়ে সবচেয়ে মূল্যবান জিনিস। সে তার মেয়েকে আশীর্বাদ হিসেবে মনে করে। 

আরো পড়ুনঃ Discuss the Relationship Between Men and Women in Frost’s Poetry.

ডিমসডেলঃ ডিমসডেল নিজেই একটি সিম্বোলিক তাৎপর্য বহন করে। এই নোভেলে সে মূলত দূর্বল এবং আত্ম-কেন্দ্রিক চরিত্র। সে সত্যটা জানা সত্বেও সবার সামনে স্বীকার করার সাহস  পায় না  রাখেনা।

রোজ-বুশঃ এই নোভেলে রোজ-বুশ সৌন্দর্য, স্বাধীনতা, ক্ষমা, এবং দয়ার প্রতীক। গল্পে দুইবার রোজ-বুশের কথা উল্লেখ করা হয়েছে। যারা জেলে প্রবেশ করে এবং জেল থেকে বের হয় তাদের জন্য রোজ-বুশ সৌন্দর্য বিতরণ করা হয়। আরএটি কয়েদিদের জন্য আশা স্বরূপ। কঠিন পরিস্থিতিতে রোজ-বুশের টিকে থাকার ক্ষমতা হেস্টারের মনোবলকে তুলে ধরে।

স্ক্যাফোল্ডঃ নোভেলে তিনবার স্ক্যাফোল্ড দৃশ্য দেখানে হয়েছে। এই স্ক্যাফোল্ড লজ্জা, পাপের স্বীকার, এবং দোষকে সিম্বোলাইজ করে। এটি সেই জায়গা যেখানে হেস্টার তার পাপের শাস্তিস্বরূপ স্কারলেট লেটার “এ” পেয়েছিলো। ডিমসডেল এই মঞ্চে দাঁড়িয়েই নিজের পাপ অনুধাবন করতে পারেন এবং লজ্জিত হয়।

আরো পড়ুনঃ Frost Depicts Modern Life in a Pastoral Setting

সুতরাং উপরোক্ত আলোচনা থেকে বলতে পারি যে, ন্যাথানিয়াল হথর্নের দ্য স্কারলেট লেটার সিম্বোলিক তাৎপর্যে ভরপুর। সিম্বোলের যথার্থ ব্যবহার নোভেলটিকে অনন্য এবং প্রশংসনীয় করেছে।

Share your love
Riya Akter
Riya Akter

Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

Articles: 747

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *