Describe Pearl’s Personality and Appearance

Describe Pearl’s personality and appearance. [2018]

earn money

Nathaniel Hawthorne বিরচিত দ্য স্কারলেট লেটার  নোভেলে পার্ল একটি গুরুত্বপূর্ণ চরিত্র। সে অ্যাডাল্ট চরিত্রগুলোকে অনুপ্রাণিত করার মাধ্যেমে  নোভেলের প্লট ডেভেলপমেন্টে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখে। 

হেস্টারের জন্য আশীর্বাদস্বরূপঃ  পার্ল হেস্টার এবং আর্থার ডিমসডেলের অবৈধ সম্পর্কের ফল। এখানে পার্লকে এল্ফ-চাইল্ড (পরীর সন্তান) হিসেবে উল্লেখ করা হয়। হেস্টারের বেঁচে থাকার একমাত্র কারণ হচ্ছে এই পার্ল। যদিও সেই সমাজে ব্যভিচার শাস্তিমূলক ছিলো, তবুও পার্ল হেস্টারের কাছে আশীর্বাদস্বরূপ।

আরো পড়ুনঃ Discuss the Relationship Between Men and Women in Frost’s Poetry.

হেস্টারের পথনির্দেশকঃ: পার্ল একজন বুদ্ধিমতি, সংকল্পবদ্ধ, এবং কল্পনাপ্রবণ মেয়ে। হেস্টার তার সাত বছরের কারাজীবন শেষ করে পার্লকে নিয়ে সমুদ্রের ধারে বাস করতে থাকে। তখন থেকেই সাত বছরের ছোট্ট মেয়ে তার মায়ের পথপ্রদর্শক হিসেবে ভূমিকা পালন করে। 

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


হেস্টারের পাপের স্মৃতিচিহ্নঃ  পার্ল হেস্টারের পাপের স্মৃতিচিহ্ন হিসেবে গণ্য হয়।  হেস্টার যে  একজন  ব্যভিচারী  মহিলা তার কৃত  কর্মের জীবন্ত অস্তিত্ব হল পার্ল । হেস্টার তার পাপের চিহ্ন হিসেবে রক্তিম বর্ণের “এ” কে ধারণ করে। যখন সে জঙ্গলে ডিমসডেলের সাথে দেখা করতে যায় তখন তার পরিহিত “এ” অক্ষরটি সে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু পার্ল সেটা কুঁড়ে এনে পুনরায় তার মাকে পরতে বলে। সে তার মায়ের কোনো পরিবর্তন পছন্দ করেনা। 

আরো পড়ুনঃ How has Heany Expressed his Concern About the Voice of the Silent and Oppressed?

ভালোবাসা এবং তীব্র আবেগের সিম্বলঃ এই নোভেলে পার্লকে হেস্টারের ভালোবাসা এবং তীব্র আবেগের সিম্বোল হিসেবে দেখানো হয়েছে। 

পরিশেষে  আমরা বলতে  পারি যে, পার্ল এই নোভেলের একটি তাৎপর্যপূর্ণ চরিত্র।  হেস্টারের  নিকট সে স্রষ্টার পক্ষ থেকে প্রাপ্ত অমূল্য উপহার এবং ডিমেসডেলের প্রতি তার ভালবাসার প্রতীক।

Riya Akter
Riya Akter
Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক