Hons 3rd Year Result 2024

Hons 3rd Year Result 2024

একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২২ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার চূড়ান্ত ফলাফল অদ্য ০৯/১০/২০২৪ তারিখ দুপুর ১২:০০ টায় প্রকাশ করা হবে। এ পরীক্ষায় সারা দেশে ৩৩৯ টি কেন্দ্রের ৮৮০ টি কলেজের ৩১ টি অনার্স বিষয়ে মোট ৩,৪৪,০৮০ (তিন লক্ষ চুয়াল্লিশ হাজার আশি) জন নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। গড় উত্তীর্ণের হার ৯৪.৯০%। 

ফলাফল দেখতে এখানে ক্লিক করুন

http://results.nu.ac.bd/

এ ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (BA & BSS Result: http://results.nu.ac.bd/ এবং B.Sc, BBA & B.Music Result: https://results.nubd.info/) এ পাওয়া যাবে। প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

প্রকাশিত ফলাফল সম্পর্কে কোন পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও কোন আপত্তি/অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের ০১ (এক) মাসের মধ্যে তা নিম্নস্বাক্ষরকারী বরাবর লিখিতভাবে জানাতে হবে। নির্ধারিত সময়ের পর কোন প্রকার আপত্তি/অভিযোগ গ্রহণ করা হবে না।

সি জি পি এ ক্যালকুলেট করতে এখানে ক্লিক করুন

Hons 3rd Year Result 2024
Share your love
Shihabur Rahman
Shihabur Rahman

Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

Articles: 927

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *