বাংলাদেশে সামাজিক সমস্যার কারণ আলোচনা কর। 

সামাজিক সমস্যা কী? বাংলাদেশে সামাজিক সমস্যার কারণ আলোচনা কর। 

সামাজিক সমস্যা হলো এমন একটি অবস্থা, যা ব্যক্তি, সমাজ বা বৃহত্তর জনগোষ্ঠীর জীবনযাত্রাকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। প্রতিটি সমাজেই বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা বিদ্যমান, যা সামাজিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ দারিদ্র্য, বেকারত্ব, দুর্নীতি, নিরক্ষরতা, নারীর প্রতি সহিংসতা, এবং স্বাস্থ্যসেবার অভাবসহ নানান সামাজিক সমস্যায় জর্জরিত। এসব সমস্যা শুধু সমাজের স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে না, বরং একটি জাতির উন্নয়নের পথে বড় বাধা সৃষ্টি করে। তাই এ সমস্যাগুলোর কারণ চিহ্নিত করে কার্যকর সমাধানের উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি।

সামাজিক সমস্যাঃ সামাজিক সমস্যা হলো এমন এক ধরণের নেতিবাচক অবস্থা যা সমাজে বসবাসকারী মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টি করে এবং তাদের আর্থিক, মানসিক, সামাজিক ও আবেগীয় অগ্রগতিকে ব্যাহত করে। এটি একটি অবাঞ্ছিত বা অনভিপ্রেত পরিস্থিতি যা সমাজের রীতি-নীতি, মূল্যবোধ, এবং প্রতিষ্ঠিত কাঠামোর বিরুদ্ধে কাজ করে এবং মানুষের সামাজিক ভূমিকা পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

বাংলাদেশে সামাজিক সমস্যার কারণঃ বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক কারণে সামাজিক সমস্যাগুলোর সৃষ্টি হয়। এ সকল সমস্যার প্রধান কারণগুলো নিম্নে উল্লেখ করা হলো: 

১। দারিদ্র্যতাঃ দারিদ্র্যতা বাংলাদেশের অন্যতম বড় সামাজিক সমস্যা। দারিদ্র্যেতার কারণে মানুষ তার মৌলিক চাহিদা পূরণ করতে ব্যর্থ হয় যার ফলশ্রুতিতে অপরাধ প্রবণতা, নিরক্ষরতা এবং স্বাস্থ্য সমস্যার মতো সমস্যাগুলির সৃষ্টি হয়। 

২। শিক্ষার অভাবঃ নিম্নমানের শিক্ষা ব্যবস্থা, নিরক্ষরতা,অসচেতনতা ও কুসংস্কারের ফলে সমাজে নানা রকম সমস্যার সৃষ্টি হয়।  বিশেষ করে নারী শিক্ষার ব্যাপারে গ্রামীণ এলাকার মানুষের সংকীর্ণ মনোভাব নানা রকম সামাজিক সমস্যার সৃষ্টি করে।

৩। বেকারত্বঃ সমাজে বসবাসরত শিক্ষিত-অশিক্ষিত সকল শ্রেণীর মানুষের যোগ্যতা অনুযায়ী আত্ম-কর্মসংস্থানের সুযোগ কম থাকার ফলে তারা নানা রকম অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হয়। এছাড়া অর্থ এবং দক্ষতার অভাব তরুণ প্রজন্মকে হতাশাগ্রস্ত করে তুলে যা থেকে অপরাধ, মাদকাসক্তিসহ সামাজিক অস্থিরতার সৃষ্টি হয়। 

৪। অপর্যাপ্ত স্বাস্থ্যসেবাঃ দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীর জনগন সঠিক স্বাস্থ্যসেবা থেকে প্রতিনিয়ত বঞ্চিত হয়। এর ফলে নানা রোগবালাই বৃদ্ধি পায় বৃদ্ধি পায়। এই অপর্যাপ্ত স্বাস্থ্যসেবার  ফলে  সমাজে নানা রকম  সমস্যা ও অশান্তির পরিবেশ সৃষ্টি হয়।

৫। নারী নির্যাতন এবং লিঙ্গ বৈষম্যঃ নারী নির্যাতন, বাল্যবিবাহ এবং লিঙ্গ বৈষম্য বাংলাদেশের গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা। নারীরা প্রায়ই শিক্ষা, চাকরি এবং সম্পত্তির প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়। 

৬। মাদকাসক্তি এবং অপরাধ প্রবণতাঃ মাদকদ্রব্যের সহজলভ্যতা এবং এর প্রতি আসক্তি অন্যতম সামাজিক সমস্যা  যা তরুণদের ধ্বংস করছে। পাশাপাশি অপরাধ প্রবণতা সমাজে ভয় ও অস্থিরতা সৃষ্টি করে।

৭। রাজনৈতিক অস্থিরতাঃ বাংলাদেশে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারনে নানা ররকম সামাজিক সমস্যার  সৃষ্টি হয়।  

৮। কুসংস্কার এবং সামাজিক অজ্ঞতাঃ কুসংস্কার এবং সামাজিক অজ্ঞতা সমাজে অন্ধ বিশ্বাস এবং অসচেতনতার জন্ম দেয়। এর ফলে, আধুনিক উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধিতে বাধা্র সৃষ্টি  হয়।

৯। পরিবেশ দূষণঃ শিল্পায়ন ও নগরায়ণের ফলে বায়ু, পানি এবং মাটি দূষণ বাংলাদেশের জন্য একটি বড় সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পরিবেশ দূষণ জনস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে।

১০। আবাসন সংকটঃ শহরাঞ্চলে অভিবাসন ও  অতিরিক্ত জনসংখ্যার বৃদ্ধির কারণে বাসস্থানের অভাব, বস্তি গঠন এবং অপরাধপ্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এতে নতুন নতুন সামাজিক সমস্যা তৈরি হচ্ছে।  

১১। নিরাপত্তাহীনতা এবং সহিংসতাঃ আইন-শৃঙ্খলার অবনতি, ধর্ষণ, ছিনতাই এবং হত্যাকাণ্ডের মতো ঘটনা মানুষের জীবনে নিরাপত্তাহীনতা সৃষ্টি করে।

১২। জনসংখ্যা বৃদ্ধিঃ বাংলাদেশে অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে সীমিত সম্পদের ওপর চাপ বাড়ছে এতে দারিদ্র্যতা, শিক্ষা, স্বাস্থ্যসেবার মত সমস্যাগুলি আরও প্রকট হচ্ছে।

১৩। ভূমি দখল এবং সংঘর্ষঃ ভূমি সংক্রান্ত বিবাদ গ্রামীণ এলাকায় সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে।

১৪। প্রযুক্তির অপব্যবহারঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার এবং সাইবার অপরাধ সমাজে বিভ্রান্তি এবং নৈতিক অবক্ষয় সৃষ্টি করছে ফলে  নানারকম  সামাজিক সমস্যা বৃদ্ধি পাচ্ছে। 

১৫। পরিবার কাঠামোর দুর্বলতাঃ পারিবারিক বিচ্ছিন্নতা, মূল্যবোধের অবক্ষয় এবং পরিবারের মধ্যে সংঘাত সমাজের সামগ্রিক শৃঙ্খলাকে নষ্ট করে এবং নানা রকম সমস্যা সৃষ্টি করছে।

১৬। অপর্যাপ্ত আইন প্রয়োগঃ দুর্বল বিচার ব্যবস্থা এবং অপরাধীদের শাস্তি প্রদানে ব্যর্থতা সামাজিক অপরাধ বৃদ্ধিতে ইন্ধন যোগাচ্ছে।

১৭। বৈষম্য ও বৈশ্বিকীকরণের প্রভাবঃ সামাজিক শ্রেণি এবং অর্থনৈতিক বৈষম্য সমাজে অস্থিরতা বৃদ্ধি করে। পাশাপাশি বৈশ্বিকীকরণের কারণে স্থানীয় সংস্কৃতি ও জীবিকার ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। 

১৮। প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনঃ বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুতি এবং আর্থিক ক্ষতির ফলে দরিদ্র জনগোষ্ঠীর জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে এতে সামাজিক সমস্যার জন্ম হচ্ছে।

১৯। সামাজিক ন্যায়বিচারের অভাবঃ সমাজে ন্যায়বিচারের অভাব এবং সুবিধাভোগীদের প্রতি পক্ষপাতিত্ব সাধারণ জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে এবং সামাজিক সমস্যার জন্ম দেয়।

উপসংহারঃ পরিশেষে বলা যায়, দারিদ্র্য, নিরক্ষরতা, বেকারত্ব, কুসংস্কারসহ বিভিন্ন কারণে বাংলাদেশে সামাজিক সমস্যাগুলোর সৃষ্টি হয়। শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবার উন্নয়ন, আইনের সঠিক প্রয়োগ এবং সুশাসনের মাধ্যমে এই সমস্যাগুলো দূর করা সম্ভব। জাতির সার্বিক উন্নয়ন এবং একটি সুখী, সমৃদ্ধ ও স্থিতিশীল সমাজ গড়ে তোলার লক্ষ্যে সরকার, এনজিও এবং রাষ্ট্র সমাজের জনসাধারণকে সম্মিলিত প্রচেষ্টার অব্যাহত রাখতে হবে পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং তা বাস্তবায়নে বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

Share your love
Shihabur Rahman
Shihabur Rahman

Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

Articles: 927

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *