Hamlet’s Procrastination in Taking Revenge – বাংলায়

Hamlet’s Procrastination in Taking Revenge – বাংলায়

তো এই প্রশ্ন এই সম্পর্কে যে, বাবার হত্যার প্রতিশোধ নিতে হ্যামলেট কেন গড়িমসি /দেরি করছিল। তো এর পেছনে অনেক কারণ রয়েছে। তবে মূল কারণ মূলত দুইটা,

Internal causes- হ্যামলেট মনস্তাত্ত্বিকভাবে কিছু সিদ্ধান্তহীনতায় ভুগছিল। এখানে ইন্টার্নাল কি কি কারণ ছিল, তা তুলে ধরা হলোঃ

  • Religious outlook of Hamlet( হ্যামলেট ধর্মবিশ্বাসী ছিল। তাই একবারে নিশ্চিত না হয়ে কাউকে হত্যা করা একজন ধর্ম বিশ্বাসী ব্যক্তির জন্য সম্ভব ছিল না)
  • Sense of Morality ( নৈতিক দিক থেকে হ্যামলেট ছিল খুবই দুর্বল। সে কাউকে হত্যা করবে এমনটা কল্পনাও করতে পারে না। কিন্তু পরবর্তীতে পরিস্থিতি তাকে সেই দিকেই নিয়ে যায়)
  • Sense of Duty ( যেহেতু তার মা তার চাচাকে বিয়ে করে, তাই সে যদি তার বাবার মৃত্যুর আসল রহস্য তার মাকে জানায় এবং তার চাচাকে হত্যা করে, তাহলে তার মা আত্মহত্যা করবে। এজন্য সে গড়িমসি করছিল।
  • Unnatural melancholy ( সে তার বাবার মৃত্যুতে একটু বেশিই আবেগপ্রবণ হয়ে গেছিল। আর তার মায়ের কথা ভেবে সে তার চাচাকে হত্যা করতে পারেনি)

External Causes (এছাড়াও এক্সটার্নাল কিছু কারণ ছিল। এগুলোও সাব-পয়েন্ট আকারে দেওয়া হলো।

  • Strong protection of Claudius
  • Diplomacy of Claudius
  • Lack of strong proof. ( ক্লডিয়াস যে তার বাবার খুনি, এর শক্তপোক্ত প্রমাণ হ্যামলেট এর হাতে ছিল না।
  • Lack of public support (হ্যামলেট এর পক্ষে পাবলিক সাপোর্ট খুব বেশি ছিল না। কারণ সে এটা প্রমাণ করতে পারেনি যে, ক্লডিয়াস ওল্ড হ্যামলেট এর খুনি)

আরোঃ How far Gertrude and Ophelia prove the validity of Hamlet’s observation on the frailty of women? বাংলায়

এইসব সাব-পয়েন্টগুলো একটু আলোচনা করবেন।

আশা করি সম্পূর্ণ প্রশ্ন একদম ইজি ও বোধগম্য  হয়ে গেছে।

Share your love
Ruhul Amin
Ruhul Amin

Hey, This is Ruhul Amin, B.A & M.A in English Literature from National University. I am working on English literature and career planning.

Articles: 84

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *