Impersonal থিওরি অনুযায়ী কবি কবিতায় তার ইমোশন ও সাবজেক্টিভ ফিলিংস প্রকাশ করবে না। তো চলুন এই থিওরির উপরে কিছু পয়েন্ট রেখে নেওয়া যাক।
1.Subtraction and diminishing of a poet’s personalities and emotions.
তো কবির সাবজেক্টিভ ফিলিংস ও ইমোশন এখানে থাকবে না। যদি এগুলো দেখানো হয় তাহলে কবিতার সাথে মিথ্যা মিশ্রিত হবে। তখন কবিতাটি এর গুণ হারাবে। তাই এলিয়ট এর মতে এই সাবজেক্টেভ ফিলিংস ও ইমোশন কবি ব্যবহার করবে না।
আরোঃ Significance of The title of Shakespeare’s Sister
2. The objective relativity
সাবজেক্টিভিটি এর পরিবর্তে এলিয়ট অবজেক্টিভিটি দেখিয়েছেন। এলিওট বিশ্বাস করতেন ভাষার মাধ্যমে আবেগ প্রকাশ করা অসম্ভব। তাই তিনি এই অবজেক্টিভিটি ব্যবহার করেছেন। এর মাধ্যমে নির্দিষ্ট কোন বিষয়ে রিডারকে স্পষ্ট ধারণা দেওয়া সম্ভব। এটা মূলত ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নয় বরং ইন্টেলেকচুয়াল অ্যাপিয়ারেন্স।
3. The use of tradition:
এলিয়টের মতে কবিতার ক্ষেত্রে ট্রেডিশনকে আইসোলেটেড কাজ বলে গণ্য করা উচিত নয়। বরং এটি গুরুত্বপূর্ণ একটা থিম কবিতা লেখার ক্ষেত্রে।
4. The rejection of sentimentality:
এলিয়ট মনে করেন সেন্টিমেন্ট কবিতার জন্য খুবই মারাত্মক। কারণ সেন্টিমেন্ট হচ্ছে কবির পার্সোনাল ফিলিংস। এটা রিডারের সাথে তাকে কখনোই কানেক্টেড করবে না।
5.The fusion of past and present
এর অর্থ হচ্ছে অতীত বর্তমানের মধ্যে মিলবন্ধন দেখানো। ট্রেডিশন দ্বারা এলিয়ট সেকেলে কোন কিছু বোঝান নি , বর্তমানকেও বুঝিয়েছেন। ঠিক তেমনি কবিতাও অতীত ও বর্তমানের বিষয়বস্তুর সংমিশ্রনেই তৈরি।