তো এই প্রশ্নের মূলত দুইটা কনসেপ্ট আপনারা দেখতে পাবেন যার মধ্যে একটা হচ্ছে জাস্টিফাই দা টাইটেল এবং আরেকটা হচ্ছে ওই সময়ে যে সামাজিক চিত্র সেটা দ্য ট্রি উইদাউট রুটস উপন্যাসে দেখানো হয়েছে। এক্ষেত্রে কয়েকটি পয়েন্ট আলোচনা করলেই এই প্রশ্নের উত্তর ভালোভাবে বোঝা যাবে।
Hypocrisy of Majeed
মজিদ মূলত এই উপন্যাসে এমন একটি চরিত্র যাকে কেন্দ্র করেই উপন্যাসটি লেখা হয়েছে এবং শিখর ছাড়া যে গাছের কথা এখানে উপন্যাসের টাইটেলে বর্ণনা করা হয়েছে তার দ্বারা মজিদকেই বোঝানো হয়েছে। তার হিপোক্রেসি বা ভন্ডামীর কথা তার কাজকর্ম এবং চরিত্রের মধ্যে দিয়ে উল্লেখ পায় যার মধ্যে মোদাচ্ছের পীরের কবরের কথা এবং তার স্বপ্নের কথা এই ভন্ডামীর ভূমিকা হিসেবে দেখা যায়। এছাড়াও রয়েছে চেয়ারম্যানের স্ত্রীর সন্তান হওয়ার উদ্দেশ্যে রোজা রাখা অবস্থায় সাত পাক দেওয়া, হাসপাতালে কম্পাউন্ডার কে ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে তাকে নিজের ভক্ত হিসেবে পরিচয় করিয়ে দেওয়া এবং আরো ছোটখাটো কিছু উপকার কাহিনী পড়লে আমরা দেখতে পাই যে মসজিদ কত বড় একজন ভন্ড এবং প্রতারক হিসেবে এই উপন্যাসে উপস্থাপিত হয়েছে।
More: Character of Rahima in The Tree Without Roots
Majeed himself holds the meaning of the title
মজিদ নিজেই এই নাটকের টাইটেলটা কে ধারণ করে। ট্রি উইদাউট রুট মানে হচ্ছে গাছের শিকড় ছাড়া একটি গাছ যার কোন ভিত্তি নাই এবং কোন শক্তি নাই। সে মূলত দাঁড়িয়ে আছে একেবারে নড়বড়ে অবস্থায় এবং যেকোনো মুহূর্তে সে ভেঙ্গে পড়ে যেতে পারে। এই উপন্যাসে মজিদের অবস্থাও ঠিক একই রকম। সে গ্রামে তার কর্তৃত্ব বজায় রেখেছে মূলত ভন্ডামির মাধ্যমে এবং সে নিজেও ভয়ে থাকে যে যে কোন মুহূর্তে তার মুখোশ খুলে গিয়ে তার কর্তৃত্ব নষ্ট হয়ে যেতে পারে। এজন্য তার অস্তিত্বের হুমকি স্বরূপ গ্রামে যখন ঐ যাকে দেখতে পেয়েছে তখন ওই তাকে নিশ্চিহ্ন করে দেওয়ার খেলায় মত্ত হয়ে পড়েছে। এদের মধ্যে সেই বৃদ্ধ লোক, আওয়ালপুরের পীর এবং আক্কাসের স্কুল নির্মাণ অন্যতম.।
The Mazar is associated with the title
কেন্দ্রীয় চরিত্র মজিদের পাশাপাশি এখানে যে মাজারের বর্ণনা দেওয়া হয়েছে সেটাও তৎকালীন চিত্রের একটা প্রতিফলন এবং উপন্যাসের টাইটেলকে ধারণ করে থাকে। এই মাজার টিকে আছে একটা ভাঁওতাবাজির উপরে যার পরিচালক হলো মজিদ। সুতরাং এটা বলাই যায় যে মাজার ও একটা শিকড় ছাড়া গাছের মতো।
More: Tree Without Roots
The logical connection of the title with the villagers
তাছাড়া গ্রামের মানুষজন ও সেইসময়ের চিত্র তুলে ধরে এবং গ্রামের মানুষজন মূলত বসবাস করছে অজ্ঞতা ও ভিত্তিহীন কিছু বিশ্বাসকে সঙ্গে নিয়ে। সেগুলোর মধ্যে মাজার পূজা ও ধর্মীয় কুসংস্কার গুলো অন্যতম হিসেবে দেখানো হয়েছে এই উপন্যাসে। এই সকল ভিত্তিহীন বিষয়বস্তুর ওপর বিশ্বাস করে গ্রামবাসী টিকে থাকলেও যে কোন সময় তাদের বিশ্বাসের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে যা উপন্যাসটির টাইটেল কে খুব সুন্দর ভাবে প্রতিফলিত করে।