The Definition of Love কবিতাটি Andrew Marvell এর একটি বিখ্যাত আধ্যাত্মিক প্রেমের কবিতা যেখানে তিনি শারীরিক প্রেমকে প্রাধান্য না দিয়ে আধ্যাত্মিক প্রেমকে (Soul to Soul Love) প্রাধান্য দিয়েছেন। তিনি তার ভালবাসাকে স্বর্গীয় ভালবাসা হিসেবে আখ্যা দিয়েছেন কারণ তার ভালোবাসায় শারীরিক মিলনের কোন স্থান নেই।
Bangla Summary
[সামারিটি মনে রাখার সুবিধার্থে কিছু পয়েন্টে ভাগ করে আলোচনা করা হয়েছে]
এক, ভালোবাসার ধরণ ও গভীরতা
এই কবিতার শুরুতেই কবি/স্পিকার তার ভালোবাসার সঙ্গা খুঁজেছেন, ভালবাসার ধরণ গভীরতা নিয়ে কথা বলেছেন। তিনি বলেন তার ভালোবাসা বেশ অদ্ভুত, ব্যাতিক্রমি, ও দুর্লভ ধরণের ভালবাসা, যা সাধারণ ভালোবাসাগুলো থেকে অনেক আলাদা।
কবি বলেন তার এই ভালবাসার জন্ম হতাশা থেকেই “begotten by despair”. তিনি দাবি জানান শুধু হতাশা থেকেই এমন পবিত্র ভালবাসার জন্ম হতে পারে, যেখানে শারীরিক চাহিদার স্থান নেই।
এখানে স্পিকার তার শারীরিক চাহিদাকে প্রাধান্য না দিয়ে আত্মিক চাহিদাকে প্রাধান্য দিয়েছেন।
দুই, কবির ভালোবাসায় নিয়তির ভূমিকা
কবি নিয়তি/ভাগ্য কে দোষারোপ করেছেন কারণ নিয়তি তাকে এবং তার প্রেমিকাকে মিলন হতে বাধা প্রদান করে। নিয়তি যেন তাদের দুইজনকে পৃথিবীর দুই মেরুতে রেখেছে। যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে ভূমিকম্পের সৃষ্টি না হবে, বা গ্রহ নক্ষত্র গুলো খসে খসে না পড়বে, সমস্ত পৃথিবী যতক্ষণ পর্যন্ত ধ্বংস হয়ে সমতল ভূমিতে পরিণত না হবে, ততক্ষন পর্যন্ত তাদের ভালবাসা এক হতে পারবে না।
যদিও কবি ও তার প্রেমিকার ভালবাসা ত্রুটিহীন, কবি এই ভালবাসাকে পাশাপাশি অবস্থিত দুইটি সমান্তরাল রেখার সাথে তুলনা করেছেন, যে রেখা দুইটি কখনো একত্র হতে পারবে না।
তিন, আত্মিক ভালবাসা
দৈহিক ভালোবাসা খুবই সস্তা প্রকৃতির ভালোবাসা যেগুলো পৃথিবীতে হর হামেশাই বিরাজ করছে। কিন্তু কবির ভালোবাসা অদ্বিতীয় কারণ তাদের ভালোবাসা পবিত্র। তাদের ভালোবাসা আত্মার ভালোবাসা। এক আত্মা আরেক আত্মার জন্য যেন অধীর আগ্রহে অপেক্ষমান। তাদের ভালোবাসায় কখনো শারীরিক মিলন সম্ভব নয়। আর কবি এভাবেই নিয়তির সাথে তাদের ভালোবাসার পবিত্রতা রক্ষা করেই চলবে।
Read Also: To His Coy Mistress Bangla Summary
It was helpful. Thanks a bunch!
Thanks for a wonderful explanatio.it was very helpful 😊
Thanks, it is always helpfull