Acquainted With The Night Bangla Summary

Key Information

earn money
  • Title: “Acquainted With The Night”
  • Poet: Robert Frost (1874-1963)
  • Published: 1927

Theme: Isolation, Sorrow, and Despair.

Literary Device: Metaphor, Personification, Imagery, Repetition, Alliteration. 

Bangla Summary

“Acquainted With The Night” রবার্ট ফ্রস্টের একটি বিখ্যাত সনেট এটি ১৯২৭ সালে প্রকাশিত হয়। এই কবিতায় কবি একটু ভিন্নভাবে প্রকৃতির সৌন্দর্য তুলে ধরেছেন। রবার্ট ফ্রস্ট সাধারণত তার কবিতায় গ্রামীণ প্রকৃতিকে বেশি হাইলাইট করেন। তবে এই কবিতায় কবি শহরের প্রকৃতিকে চিত্রিত করেছেন। এখানে কবির একাকিত্ব ও দুঃখবোধের অনুভূতিগুলো প্রকাশ পেয়েছে।

প্রথমেই কবি জানান, এই রাতটির সাথে তার পরিচিতি আছে। তিনি হতাশাগ্রস্ত অবস্থায় রাতের বেলা শহরের মধ্য দিয়ে হাঁটতে শুরু করেন। হাঁটা শেষ হয়ে যাচ্ছে, তবুও বৃষ্টি যেন থামছেই না। কবি হাঁটতে হাঁটতে পুরো শহর চক্কর দিয়ে ফেলেন, কিন্তু কোথাও একটি স্বস্তির জায়গা খুঁজে পান না। অর্থাৎ তিনি পুরো শহর খুঁজেও শান্তির জায়গা খুঁজে পাননি। 

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


এরপর কবি নিরিবিলি রাস্তা ধরে হাঁটতে হাঁটতে একটি ওয়াচম্যানকে দেখতে পান। তিনি ওয়াচম্যানের দিকে না তাকিয়েই হাঁটতে থাকেন। কারণ কবি ওয়াচম্যানকে তার রাতে হাঁটার কারণ বলতে চান না। তিনি জানান যে তিনি যদি কারো সাথে কথা বলেন তাহলে তার এই বিষন্ন অনুভূতিগুলো তিনি প্রকাশ করে ফেলবেন, কিন্তু তার এই অনুভূতি কেউ-ই বুঝবে না। তাই তিনি অযথা ঝামেলায় না জড়িয়ে নিজের মত হাঁটতে থাকেন। 

কবি রাস্তার পাশে একটি বাড়ি থেকে মানুষের কান্নার শব্দ শুনতে পান। তবে তিনি সে আওয়াজ শুনে থামেন না। তিনি ভাবেন যে তার জন্য এভাবে কেউ কান্না করবে না। কারণ তার জীবনে এমন কেউ-ই নেই যে তার জন্য এভাবে কাঁদবে। এই লাইনগুলো দ্বারা কবির তীব্র হতাশা প্রকাশ পায়।

তারপর কবি হাঁটতে হাঁটতে চাঁদের দিকে তাকান। তার কাছে চাঁদটাকে ঘড়ির মত মনে হচ্ছিলো এবং স্মরণ করিয়ে দিচ্ছিলো যে কবির কাছে সময় কোনো অর্থ বহন করে না। অর্থাৎ তার এই বিষাদ সময়ের সাথে গায়েব হবে না, বরং এটা তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। এই বিষাদ, একাকিত্বের কোনো শেষ নেই। সবশেষে, এই রাতটিকে তিনি খুব ভালোভাবে চেনেন বলে কবিতা শেষ করেন।

Read Also: Tree at My Window Bangla Summary

Mr. Abdullah
Mr. Abdullah
This is Mr. Abdullah, a passionate lover and researcher of English Literature.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক