The Neo-Classical Period (1660 – 1785) in Bangla

The Neo-Classical Period (1660 – 1785) in Bangla 

নিউ-ক্লাসিক্যাল পিরিয়ড শুরু হয় ১৬৬০ সালে এবং শেষ হয় ১৭৮৫ সালে। নিউ-ক্লাসিক্যাল পিরিয়ড এর আরেক নাম হচ্ছে Pseudo Classical Age ।  এই পিরিয়ড মূলত তিনটি ভাগে ভাগ করা হয়েছে ।

  •  The Restoration Period (1660 – 1700)
  • The Augustan Age (1702 – 1754), ইতালির সম্রাট Augustus এর নামানুসারে। অনেক সময় এটিকে Age of Pope ও বলা হয়।
  • The Age of Sensibility (1745 – 1785), reason and Sensible Views এর জন্য। এটিকে Age of Johnson ও বলা হয়।

রেস্টোরেশন খুবই গুরুত্বপূর্ণ একটি সাব পিরিয়ড। এই পিরিয়ডকে রেস্টোরেশন বলার কারণ হচ্ছে ১৬৬০ সালে পুনরায় রাজতন্ত্র ফিরে আসে। কমনওয়েলথ যুগে চার্লস I-এর ছেলে চার্লস II ফ্রান্সে পালিয়ে যান। রিচার্ড ক্রমওয়েল মৃত্যুবরণ করলে ইংল্যান্ডের জনগণ ফ্রান্স থেকে তাকে নিয়ে এসে ইংল্যান্ডের রাজা বানান। ১৬৮৫ সালে যখন তিনি মারা যান।

এরপর তার ভাই জেমস II ক্ষমতায় বসেন কিন্তু তিনি ক্যাথলিক হওয়ায় ইংল্যান্ডের অনেক প্রটেস্ট্যান্টরা তাকে ক্ষমতাচ্যুত করার জন্য উঠেপরে লেগে যায়। ১৬৮৮ সালে তিনি (Glorious Revolution) রক্তপাতহীন বিপ্লবের শিকার হয়ে ফ্রান্সে পালিয়ে যান। ফ্রান্সের রাজা উইলিয়াম III ছিলেন জেমস II এর জামাতা। সেই সুবাদে ফ্রান্সের রাজা উইলিয়াম ইংল্যান্ড কে এবং ফ্রান্সকে ১৭০২ সাল পর্যন্ত শাসন করেন।

আরো পড়ুনঃ Romantic Period (1798 -1832) in Bangla 

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


এখান থেকে মূলত স্পষ্ট হয় যে খ্রিস্টানদের মধ্যে দুইটা দল ক্যাথলিক এবং প্রটেস্ট্যান্ট মুখোমুখি অবস্থান করে। এ যুগের মানুষরা Whig আর Tory নামের দুইটি পলিটিক্যাল পার্টিতে বিভক্ত হয়ে যায়। Whig এর সমর্থকরা প্রোটেস্ট্যান্ট আর Tory এর সমর্থকরা ক্যাথলিক। Whig দলের বর্তমান নাম Liberal Party আর Conservative Party হচ্ছে Tory দলের বর্তমান নাম।

নিউ-ক্লাসিক্যাল পিরিয়ডকে মূলত নিউ-ক্লাসিক্যাল বলার কারণ হচ্ছে এই সময় গ্রীক এবং ল্যাটিন সাহিত্যকর্মের ট্র্যাডিশনকে ফলো করেছেন এই যুগের রাইটাররা। এই যুগের লেখকেরা সবসময় মানুষদের বিহেভিয়ার নিয়ে লেখালেখি করেছেন। তারা নেচার কে অবহেলা করে এরিস্টক্রাটিক বিষয়কে উপস্থাপন করেছেন। এ যুগে সব সময় লেখাগুলো হতো উচ্চ শ্রেণীর মানুষদের জন্য। মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষদেরকে নিয়ে লেখালেখি হত না কারণ তারা মনে করতেন সাহিত্যকর্ম উচ্চ শ্রেণীর মানুষদের জন্য।

এইজন্য এই যুগের লেখা গুলো একটু কঠিন ভাষায় রচিত। সাধারণ ভাষায় মানুষ যেভাবে কথা বলে সেভাবে সাহিত্যকর্ম রচিত হয়নি। এই যুগের সাহিত্যকর্মে সেটিং গুলো হতো উচ্চ শ্রেণীর মানুষদের আনাগোনা যেখানে হয় সেই জায়গা।

এই যুগেই স্যার আইজ্যাক নিউটন এর মত বিজ্ঞানী উদ্ভাবন শক্তি দেখিয়েছেন। বিজ্ঞানের ব্যাপক প্রচারণা শুরু হয় এই যুগে। নিউ-ক্লাসিক্যাল পিরিয়ড এ ১৭৬৯ সালে বাষ্প ইঞ্জিন আবিষ্কৃত হয় জেমস ওয়াট এর হাত ধরে। জোনাথন সুইফট তার Gulliver’s Travels এ বিজ্ঞানের কিছু অসম্ভব জিনিসকে সম্ভব বানানোর চেষ্টা কে সমালোচনা করেছেন। বিভিন্ন ধরনের আবিষ্কৃত বিষয় নিয়ে তৈরি হয় শিল্প বিপ্লব যা সাহিত্যকে ব্যাপকভাবে প্রভাবিত করে।

আরো পড়ুনঃ Victorian Period (1832 – 1901) in Bangla

এই যুগেই নভেল লেখার প্রচলন শুরু হয় যা ব্যাপকতা লাভ করে ভিক্টোরিয়ান পিরিয়ডে। এই এই যুগে আমরা কয়েকটি লিটারারি টার্ম পেয়েছি যেমন রিস্টোরেশন ড্রামা বা রিস্টোরেশন লিটারেচার, লিটারারি ক্রিটিসিজম, কমেডি অব ম্যানার্স, সাটারিকাল ভার্স, ইত্যাদি। এছাড়াও কয়েকটি লিটারারি অ্যাসোসিয়েশন শুরু হয় যেমন: Scriblerus Club, Kit-cat Club, Spectator’s Club, Johnson’s Literary Club  ইত্যাদি।

এই ক্লাবগুলোতে পোপ, সুইফট, এডিসন, স্টীল, স্যামুয়েল জনসন, বার্ক, গোল্ডস্মিথ ইত্যাদি এর মত লেখকেরা ছিলেন। ১৭০২ সালে প্রথম ইংলিশ ডেইলি নিউজ পেপার “The Daily Courant” দেখা যায়। এই যুগে আমরা পেয়েছি জন মিল্টনের লেখা দুইটি বিখ্যাত এপিক। নিউ-ক্লাসিক্যাল পিরিয়ড এ ১৭৫৫ সালে ড. স্যামুয়েল জনসন এর হাত ধরে পাওয়া যায় ইংলিশ ডিকশনারি।

নিও-ক্লাসিক্যাল পিরিয়ডের বৈশিষ্ট্য

Objectivity and Imitation of Classical Models: নিওক্লাসিক্যাল লেখকরা প্রাচীন গ্রীক এবং রোমান লেখকদের কাজ থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন। তারা ক্লাসিক্যাল সাহিত্যের style এবং বিষয়বস্তু অনুকরণ করতে চেয়েছিল। তারা বিশ্বাস করত যে এটি artistic expression-এর সর্বোচ্চ রূপকে প্রতিনিধিত্ব করে। তারা composition and structure এর নিয়ম স্ট্রিক্টলি মেনে চলেছে। তারা প্রায়শই classical form যেমন: কবিতায় heroic couplet বা নাটকে three-act structure ব্যবহার করেছে।

Rationality and Reason: নিও-ক্লাসিক্যাল যুগে যুক্তিতর্কের শক্তির উপর জোর দেওয়া হয়েছিল। পণ্ডিত এবং বুদ্ধিজীবীরা রাজনীতি, সমাজ এবং সাহিত্য সহ জীবনের সমস্ত ক্ষেত্রে যুক্তিবাদী চিন্তাভাবনা প্রয়োগ করতে চেয়েছিলেন। যুক্তির উপর এই জোর বৈজ্ঞানিক পদ্ধতির বিকাশের দিকে পরিচালিত করে এবং অভিজ্ঞতামূলক পর্যবেক্ষণের উপর ফোকাস করে।

Satire and Social Criticism: নিওক্লাসিক্যাল যুগে ব্যঙ্গ ছিল একটি বিশিষ্ট ধারা। লেখকরা সামাজিক ত্রুটি, রাজনৈতিক দুর্নীতি এবং ভন্ডামীর সমালোচনা করার জন্য irony এবং wit ব্যবহার করেছেন।

Neglecting Nature:  এ যুগের লেখকরা প্রকৃতিকে তাদের থিম হিসেবে অবহেলা করেছেন। তারা প্রায়ই তাদের লেখার জন্য অভিজাত সেটিংস এবং থিম ব্যবহার করেছেন।

Neglecting Lower Class people: এই যুগের লেখকরা নিম্নবিত্তের মানুষ ও তাদের জীবনধারাকে অবহেলা করেছেন। তারা তাদের লেখাগুলোতে উচ্চবিত্ত মানুষের কথা লিখেছেন।

আরো পড়ুনঃ Victorian Period (1832 – 1901) in Bangla

Moral and Didactic Themes: নিওক্লাসিক্যাল সাহিত্য প্রায়শই নৈতিক এবং শিক্ষামূলক বার্তা প্রকাশ করে। লেখকরা তাদের কাজের মাধ্যমে সমাজকে শিক্ষিত এবং উন্নত করতে চেয়েছিলেন, সততা, ন্যায়পরায়ণতা এবং স্ব-শৃঙ্খলার মতো গুণাবলীর উপর জোর দিয়েছিলেন।

Classical Themes and Mythology: নিওক্লাসিক্যাল লেখকরা প্রায়শই তাদের রচনায় ক্লাসিক্যাল পৌরাণিক কাহিনী এবং থিমগুলিকে তুলে ধরেন।

Epic and Heroic Literature: নিওক্লাসিক্যাল যুগে epic এবং heroic literature এর পুনরুত্থান ঘটে। জন মিল্টন (প্যারাডাইস লস্ট) এবং আলেকজান্ডার পোপ (দ্য রেপ অফ দ্য লক) এর মতো লেখকরা বীরত্বপূর্ণ চরিত্র এবং উন্নত ভাষা দিয়ে দুর্দান্ত আখ্যান তৈরি করেছেন।

Enlightenment Influence: নিওক্লাসিক্যাল সময়টি আলোকিতকরণের সাথে মিলে যায়। এটি একটি বুদ্ধিবৃত্তিক আন্দোলন যা যুক্তি, বিজ্ঞান এবং অগ্রগতির উপর জোর দেয়। অনেক নিওক্ল্যাসিকাল লেখকরা আলোকিত আদর্শ গ্রহণ করেছেন, বৈজ্ঞানিক অনুসন্ধানের প্রচার করেছেন এবং সামাজিক ও রাজনৈতিক সংস্কারের পক্ষে কথা বলেছেন।

Major Writers of the Neo-Classical Period and Their Literary Works

John Milton (1608-74):

  • Paradise Lost (1667), the great epic in English
  • Paradise Regained (1671)
  • Samson Agonistes (1671) 
  • Samuel Butler (1612-80):
  • Hudibras (1663), a satire in verse

John Bunyan (1628-88):

  • The Pilgrim’s Progress (1678), the famous allegory in prose

John Dryden (1631-1700):

  • All for Love (1078)
  • The Indian Emperor (1665)
  • Aureng-Zebe (1675)
  • Absalom and Achitophel (1681)
  • Mac Flecknoe (1682)
  • The Essay of Dramatic Poesy (1668)

John Locke (1632-1704):

আরো পড়ুনঃ Post Modern Period (1939 – Present) in Bangla

  • An Essay Concerning Human Understanding (1690)

William Wycherley (1640-1715):

  • The Country Wife (1675)
  • The Plain Dealer (1676)

Aphra Behn (1640-1689):

  • The Rover (1677), a Restoration comedy
  • Oroonoko (1688), a prose fiction/Novel

William Congreve (1670-1729):

  • The Double Dealer (1693)
  • Love for Love (1695)
  • The Way of the World (1700

George Farquhar (1678-1707):

  • The Recruiting Officer (1706)
  • The Beaux’s Stratagem (1707)

Daniel Defoe (1659-1731):

  • Robinson Crusoe (1719)

Jonathan Swift (1667-1745):

  • The Battle of the Books (1704)
  • A Tale of a Tub (1704)
  • Gulliver’s Travels (1726)

Joseph Addison (1672-1719) and Sir Richard Steele (1672-1729):

  • The Tatler and The Spectator (1709-1712), a total of 555 essays in which Addison wrote 274 and Steele wrote the rest.

Alexander Pope (1688-1744):

  • The Rape of the Lock (1712)
  • Dunciad (1728)
  • Epistle to Dr. Arbuthnot (1735)
  • An Essay on Criticism (1711)

Samuel Richardson (1689-1761):

  • Pamela or Virtue Rewarded (1740), the first English novel

Henry Fielding (1707-54):

  • Joseph Andrews (1742), a novel
  • Tom Jones (1749)
  • Amelia (1751)

Dr. Samuel Johnson (1709-84):

  • Dictionary of the English Language (1755)
  • The History of Rasselas, Prince of Abyssinia (1759)
  • Preface to Shakespeare (1765)
  • The Lives of the Most Eminent English Poets (1779-81)

Thomas Gray (1716-71):

  • Elegy Written in a Country Churchyard (1751)

Oliver Goldsmith (1728-74):

  • The Citizen of the World (1759)
  • The Vicar of the Wakefield (1766)
  • She Stoops to Conquer (1773)

Edmund Burke (1729-97):

  • On American Taxation (1774)
  • Speech on Conciliation with America (1775)
  • Speech on Mr. Fox’s East India Bill (1783)

Edward Gibbon (1737-94):

  • The Decline and Fall of the Roman Empire (1776)
Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক