Why does Robert Herrick Compare Human Life to that of the Daffodils? (বাংলায়)

Question: Why does Robert Herrick compare human life to that of the Daffodils? Or, How does Robert Herrick develop the theme of transitoriness in the poem “To Daffodils”?

earn money

সপ্তদশ শতকের অন্যতম কবি  Robert Herrick (1591-1674) তার বিখ্যাত কবিতা “To Daffodils” (1648) এ মানব জীবন কে Daffodil ফুলের সাথে তুলনা করেছেন। মানুষ এবং ড্যাফোডিল ফুলের জীবন ক্ষণস্থায়ী হওয়ায় তিনি এই তুলনা করেছেন। কবি বিভিন্ন শব্দশৈলী বিশেষ করে রূপক ব্যাবহারের মাদ্ধমে এই তুলনা কে ফুটিয়ে তুলেছেন।

ক্ষণস্থায়ী জিবনঃ Herrick এর তুলনার পেছনে প্রথম ও প্রধান কারন হল মানব জীবন এবং ড্যাফোডিল ফুল উভয়ের জীবন ই ক্ষণস্থায়ী। বসন্ত কালে সুন্দর ড্যাফোডিল ফুলগুলো সকালে প্রস্ফুটিত হয়ে বিকেলেই ঝরে যায়। তেমনিকরে, মানুষও তাদের কাঙ্খিত সময়ের পূর্বে মৃত্যু বরণ করেন। কবি নিম্নক্ত লাইনগুলোতে বেঁছে থাকার এই পৃথিবীতে মানুষ এবং ড্যাফোডিল ফুলের দ্রুত প্রস্থানের বিষয়টি তুলে ধরেছেন।

“ আমরা মারা যাই 

যেমন করে তমাদের সময় চলে যায়

এবং তোমরা শুকিয়ে যাও।”

ড্যাফোডিল ফুলের প্রতীকতাঃ গভীর সোনালি রঙের ড্যাফোডিল ফুল যৌবনের সৌন্দর্য এবং শক্তির প্রতিনিধিত্ব করে। মানব জিবনের পারম্ভিক সময়ের প্রয়োজনীয়তা এবং অনুরাগের সাথে তাদের রূপক তুলনা আঁকা হয়েছে। আর এই দিক থেকে, মানব জীবন কে বসন্তের সুন্দর ড্যাফোডিল ফুলগুলোকে তুলনা করা জেতে পারে। 

আরো পড়ুনঃ What is the Poet’s reaction after his sister’s death? (বাংলায়)

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


তারুণ্যের আনন্দঃ এই কবিতায় আমরা দেখি সুন্দর ড্যাফোডিলের মতই মানুষএর যৌবনের শক্তি এবং আনন্দও ক্ষণস্থায়ী। চমকপ্রদ ড্যাফোডিল ফুলের ছবি গুল মানুষের জীবনের বাধাহীন প্রাণবন্ত প্রকৃতিকে ধারন করে। 

প্রকৃতির সাথে সম্পর্কঃ মানব জীবন কে ড্যাফোডিল ফুলের জীবন চক্রের সাথে তুলনা করে কবি মানুষ এবং প্রকৃতির মদ্ধে সম্পর্কের উপর জোর দিয়েছেন। এই কবিতা নির্দেশ করে যে, মানব অস্তিত্ব বৃহৎ প্রাকৃতিক নিয়মের একটি অংশ। 

“ তোমাদের মতই আমাদের সময়ও খুব অল্প,

আমাদের জীবন বসন্তের মতই ক্ষণস্থায়ী

দ্রুত বেড়ে উঠে ধ্বংস হওয়ার জন্য,

এটা  তুমি হও বা যে কিছু।” 

আরো পড়ুনঃ Comment on the imagery used in “Pike.” (বাংলায়)

“To Daffodils” কবিতায় কবি Robert Herrick এর ড্যাফোডিল ফুলের সাথে মানব জীবনের তুলনা একটি রূপক যা তাদের জীবনের সংক্ষিপ্ততার সাথে সম্পৃক্ত। এটি জীবনের ক্ষণস্থায়ীতা সম্পর্কে সচেতনতার সাথে বর্তমানকে স্বাগত জানায় ।

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক