প্রশ্নঃ অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক লিখ। অথবা, “কর্তব্য অধিকারের পূর্বশর্ত” উক্তিটি সংক্ষেপে ব্যাখ্যা কর।
ভূমিকাঃ আধুনিক রাষ্ট্রের মূল্যায়ন নির্ধারিত হয়ে থাকে এর নাগরিকদের প্রদত্ত অধিকারের মাধ্যমে। অধ্যাপক লাস্কি যথার্থই বলেছেন, “Every state is known by the right that it maintains.” মানুষ সামাজিক ও রাষ্ট্রীয় জীব। সমাজ ও রাষ্ট্রের মধ্যেই মানুষের জন্ম-মৃত্যু, বৃদ্ধি এবং বিকাশ সাধিত হয়। সমাজ ও রাষ্ট্রের বাইরে মানুষ সুন্দর জীবন যাপন করতে পারে না।
অধিকার ও কর্তব্যের সম্পর্কঃ Prof. Laski তাই বলেছেন, অধিকার ও কর্তব্য একই বিন্দুর দু’টি দিক। নিম্নে অধিকার ও কর্তব্যের সম্পর্ক আলোচনা করা হলো–
(১) উৎপত্তিগত সম্পর্কঃ সমাজ থেকেই অধিকার ও কর্তব্যের উৎপত্তি। সমাজ হলো অধিকার ও কর্তব্যের অভিভাবক। সমাজ প্রদত্ত অধিকারের বিনিময়ে আমরা কর্তব্য পালন করি। উদাহরণস্বরূপ, সমাজ যদি আমাকে শিক্ষকতা করার অধিকার প্রদান করে, তাহলে আমি শিক্ষকতার মাধ্যমে সমাজের কল্যাণ করব।
(২) অধিকার ও কর্তব্য একই বস্তুর দু’টি দিকঃ অধিকার ও কর্তব্য পরস্পর সম্পর্কযুক্ত। আলোছায়া যেমন নিবিড় সম্পর্কযুক্ত ঠিক তেমনি সম্পর্ক হলো অধিকার ও কর্তব্যের মধ্যে। অধিকার ভোগ করতে হলে কর্তব্য পালন করতে হয়। অধিকারের মধ্যেই কর্তব্য নিহিত। অধিকার উপভোগ করতে যেসব কার্যাবলী সম্পাদন করবে তাদের সমষ্টিকে কর্তব্য বলে। উদাহরণস্বরূপ শিক্ষালাভ করার অধিকার, আবার সন্তানদের শিক্ষিত করা কর্তব্য।
আরো পড়ুনঃ আইনসভা কি? আইনসভার ক্ষমতা হ্রাসের কারণসমূহ আলোচনা কর
(৩) কর্তব্য পালনের জন্য অধিকার প্রয়ােজনঃ আইন মান্য করা, কর প্রদান করা,রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন ইত্যাদি কর্তব্য নাগরিকগণ পালন করেন। এসব কর্তব্য পালনের জন্য নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের দরকার। আর ব্যক্তিত্ব বিকাশের জন্য অধিকার অপরিহার্য। সুতরাং অধিকার চর্চার মাধ্যমেই নাগরিক কর্তব্য পালন করে।
(৪) একজনের অধিকার অন্যের কর্তব্যঃ একজনের যা অধিকার অন্যের তা কর্তব্য। রাস্তায় স্বাধীনভাবে চলাফেরা করা আমার অধিকার; আবার অন্যজনের কর্তব্য হচ্ছে আমাকে স্বাধীনভাবে চলতে দেয়া। তাই হব হাউস বলেন, “ধাক্কা না খেয়ে পথ চলার অধিকার যদি আমার থাকে, তাহলে তােমার কর্তব্য হলো আমাকে প্রয়ােজনমতো পথ ছেড়ে দেয়া।”
(৫) নৈতিক অধিকারঃ নৈতিক কর্তব্যের সম্পর্ক নৈতিক অধিকারের সাথে নৈতিক কর্তব্যের একটা সুসম্পর্ক রয়েছে। যেমন- পিতা-মাতার সন্তানদের লালন-পালন ও শিক্ষা দেয়া নৈতিক কর্তব্য। আবার পিতা-মাতা বৃদ্ধ হলে তাদের সেবা-যত্ন করা সন্তানের নৈতিক কর্তব্য। অর্থাৎ সেবাযত্ন পাওয়া পিতা-মাতার নৈতিক অধিকার।
আরো পড়ুনঃ রাজনৈতিক দলের সংজ্ঞা দাও | আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের গুরুত্ব ও ভূমিকা আলোচনা কর।
উপসংহারঃ পরিশেষে বলা যায় যে, অধিকার ও কর্তব্য ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। একটিকে বাদ দিয়ে অপরটিকে ভোগ করা সম্ভবপর নয়। রাজনৈতিক চেতনার ফলে নাগরিকগণ কখনও অধিকার ও কর্তব্যের চুলচেরা বিশ্লেষণ করতে পারেন না। সুতরাং অধিকারের মধ্যে কর্তব্য নিহিত।
Hey, This is swapan barman B.A(Hons)&M.A
in political science