প্রশ্নঃ AIDS রোগের লক্ষণ গুলো কি কি?
উত্তর: ভূমিকা: যে সকল যৌন সঙ্গমজনিত রোগ রয়েছে (AIDS) তার মধ্যে অন্যতম। সাধারণত HIV ভাইরাস দ্বারা মানুষ এ রোগে আক্রান্ত হয়ে থাকে। মাত্র ২৫ বছরে এ রোগটি সাড়ে চার কোটি মানুষকে আক্রান্ত। বর্তমান বিশ্ব এইডস বা HIV তে আক্রান্ত বাক্তিগণ বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে।
এইডস (AIDS) এর পরিচয়ঃ AIDS ভাইরাস জনিত রোগ। এ রোগে মানুষের মৃত্যু অবশ্যম্ভাবী। ইংরেজী বর্ণমালার AIDS পূর্ণ রুপ হলো Acquired Immune Deficiency Syndrome. (অ্যাকোয়ার্ড ইমিডিন ডেফিসিয়েনসি সিন্ড্রোম।) একে বিশ্লেষণ করলে পাওয়া যায়।
A = Acquired (অর্জিত) I = Immune (রোগ প্রতিরোধ ক্ষমতা) D = Deficiency (অভাব) S= Syndrome (লক্ষণ, লক্ষণ সমষ্টি)।
আরো পড়ুনঃ বিশ্বায়ন কি? উন্নয়নশীল দেশ বা তৃতীয় বিশ্বের উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো।
AIDS রোগের লক্ষণ সমুহঃ HIV ভাইরাস শরীরে প্রবেশ করার পর দ্রুত বংশ বিস্তার করে। এটি মস্তিষ্কের ক্ষতি সাধন করে এবং দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রমান্বয়ে হ্রাস করে। HIV ভাইরাস দেহে প্রবেশ করে ৬ মাস থেকে ২ বছরের সাধারণত উপসর্গ বা লক্ষণ প্রকাশ পেতে শুরু করে। AIDS এর চূড়ান্ত লক্ষণ প্রকাশ পেতে ৭থেকে ৮ বছর সময় লেগে যেতে পারে। তবে এ লক্ষণ বেশির ভাগ সময়ই জ্বর, পাতলা পায়খানা, মাথাব্যথা, কাঁশি ও দুর্বলতা রুপে প্রকাশ পায় এমনকি HIV আক্রান্ত হবার ১০ বছরের মধ্যেও এর কোনো লক্ষণ বা উপসর্গ দেখা দেয় না তাই বিপদের মাত্রা বেড়ে যায় এবং সংক্রমণের হার বেড়ে যায়। নিম্নে কতিপয় লক্ষণ তুলে ধরা হলঃ
১। এক মাসের উপরে বেশি জ্বর থাকা,
২।এক সপ্তাহ বা এক মাসের উপরে ডায়রিয়া
৩। স্বরণশক্তি হ্রাস পাওয়া,
৪। শুকনো কাশি
৫।কোনও কাজ না করেও ক্লান্তি অবসাদ অনুভব করা
৬। দ্রুত ওজন হ্রাস পাওয়া
৭। বারবার জ্বর আসা
৮। বুকের উপরিবাগ ফুসকুড়ি ওঠা।
আরো পড়ুনঃ সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা কর।
৯। ঘাড়ে বা বগলের কাছে ফোলাভাব
১০। মানসিক অবসাদ দেখা দেওয়া,
১২। গলা খুশখুশ
১৩। স্মৃতি হারিয়ে ফেলা
১৪। চর্মরোগ দেখা দেওয়া,
১৫। শরীরের নানা স্তানে অস্বাভাবিক আচিল উঠা,
১৬। নিমোনিয়া
উপসংহার: পরিশেষে বলা যায় যে, উপরোক্ত কারণগুলো দেখা দিলে অভিলম্বে চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে এবং রোগ কিভাবে ছড়ায় এবং এ থেকে রক্ষা পাওয়ার উপায় সম্পর্কে জন সচেতনতা বৃদ্ধি করতে হবে। পরিকল্পিত জীবন যাপন এবং নিজস্ব ধর্মীয় অনুশাসন অনুসরনের মাধমে আমরা খুব সহজেই এইডস নামক মরন ব্যাধি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো।