Andrea Del Sarto Bangla Summary

Andrea Del Sarto Bangla Summary

earn money

Basic Information: 

  • Writer: Robert Browning (1812-89)
  • Published date: 1885
  •  Genre: Dramatic Monologue 
  • Poem’s another name: The Faultless Painter.

Theme: Multiple Perspectives on Single Events; The Relationship Between Art and Morality; The Purposes of Art.

আরো পড়ুনঃ Felix Randal Bangla Summary

বাংলা সামারি : “Andrea Del Sarto” রবার্ট ব্রাউনিং এর একটি ড্রামাটিক মনোলগ। এই কবিতাটি  “The Faultless Painter” নামেও পরিচিত। কবিতাটি প্রথম Man and Women কাব্যগ্রন্থে ১৮৫৫ সালে প্রকাশিত হয়। এই কবিতায় কবি ইতালিয়ান চিত্রশিল্পী আন্দ্রেয়া দেল সার্তো সম্পর্কে বলেছেন।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


কবিতায় সার্তো আর তার স্ত্রী ল্যিউক্রেজিয়া ফ্লোরেন্সে বাস করতেন। সার্তো ফরাসি রাজার কোর্টে পেইন্টার হিসেবে নিয়োজিত হন। রাজা তাকে একটি পেইন্টিং এর জিনিসপত্র কেনার জন্য টাকা দেন। সেই টাকা নিয়ে সার্তো ইতালি যান। তিনি পুরো টাকা একটি বাড়ি কিনে শেষ করে ফেলেন এবং আর ফ্রান্সে ফেরত যাননি। তিনি তার জীবনের সিংহভাগ সময় স্ত্রীর চাহিদা পূরণ করতে শেষ করেছেন। একজন আর্টিস্ট হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করার সময় পাননি।

আরো পড়ুনঃ Spring and Fall Bangla Summary

তাই তিনি অনুশোচনা করছেন। এই মুহূর্তে তিনি এবং ল্যিউক্রেজিয়া জানালার কাছে বসে আছেন। তিনি ল্যিউক্রেজিয়ার একটি ছবি আঁকতে চান। ছবি আঁকতে আঁকতে তিনি তার পরিচিতদের সাফল্য এবং ব্যর্থতা নিয়ে আলোচনা করেন। তিনি লিওনার্দো দ্য ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো এবং রাফায়েলের কথা বলেন। একসময় তারা একসাথে কাজ করতেন। তারা জীবনে অনেক উন্নতি করেছেন। কারণ তাদের জীবনে সার্তোর মত স্ত্রী (যে সবসময়ই কিছু না কিছুর জন্য ঘ্যান ঘ্যান করতেই থাকে) ছিল না।

তারা কাজে ফোকাস করতে পেরেছিলেন। তিনি তাদের কাজের বিভিন্ন ভুল ত্রুটি তুলে ধরেন এবং বলেন তাদের চেয়ে তিনি অনেক ভালো পেইন্টার(ফল্টলেস পেইন্টার)। কিন্তু তাদের কাজ অনেক বেশি প্রশংসিত হয়েছে।  তিনি তার এই পতনের জন্য তার স্ত্রীর প্রতি অতিরিক্ত ভালোবাসাকে দায়ী করেছেন।

এরপর তিনি তার কাজ এবং বিয়ে নিয়ে ধোঁয়াশায় ভুগতে থাকেন। না তিনি ভালো পেইন্টার হিসেবে পরিচিতি পেলেন! আর না তিনি সংসার জীবনে সুখী হতে পারলেন! তার স্ত্রী তাকে ভালোবাসেন না, শুধু নিজের স্বার্থ পূরণে ব্যস্ত থাকেন। 

আরো পড়ুনঃ Pied Beauty Bangla Summary

ল্যিউক্রেজিয়ার লাভার তাকে ক্রমাগত ডেকেই যাচ্ছে। ল্যিউক্রেজিয়াও চায় তার ডাকে সাড়া দিতে। কিন্তু সার্তো ছবি আঁকার এই মুহূর্তে তাকে তার পাশে থাকতে বলছেন। কারণ ল্যিউক্রেজিয়া তার ছবি আকাঁর অনুপ্রেরণা। সার্তো ল্যিউক্রেজিয়ার কাছে প্রমিজ করেছেন তিনি এই ছবি বা পেইন্টিং বিক্রি করে সব ঋণ শোধ করবেন। এরপর ল্যিউক্রেজিয়াকে তার প্রমিকের কাছে পাঠিয়ে দিবেন এবং তিনি তার স্বপ্নের পেইন্টিং এর জগতে হারিয়ে যাবেন। 

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক