Bog Queen Bangla Summary (বাংলায়)
বগ কুইন কবিতাটি বগ কালেকশনের অন্যতম একটি কবিতা যেখানে কবি তার নিজ মাতৃভূমি আয়ারল্যান্ডকে যে কতটা ভালোবাসেন তার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। কবিতাটিতে তার ভালোবাসার বহিঃপ্রকাশ প্রকাশের পাশাপাশি আয়ারল্যান্ডের মানুষের দুঃখ কষ্ট দন্দ কলহ অতীত বর্তমান ও ধর্মের চিত্র তুলে ধরেছেন।
তার মাতৃভূমিকে গ্লোরিফাই করতে গিয়ে তিনি বগ কুইন নামক একটা ক্যারেক্টারের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন। তার মতে আয়ারল্যান্ড ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছে না এবং সেই কারণেই তারা আস্তে আস্তে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে।
তার মতে আয়ারল্যান্ডকে ধ্বংসের জন্য ইংরেজদেরকে দায়ী করা হলেও প্রকৃতপক্ষে আইরিশ রাই তাদের নিজ মাতৃভূমিকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি বলেন যে ইতিহাস কখনো মুছে যায় না বরং এটি সংরক্ষণ করা যায়। আর এই ইতিহাস একদিন দুর্দশা গ্রস্থ ধ্বংসপ্রাপ্ত আয়ারল্যান্ডের কথা বলবে এটাই তিনি বিশ্বাস করেন।
তিনি মূলত আয়ারল্যান্ডের দুরবস্থার কারণে এই কবিতার মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন এবং চেয়েছেন আয়ারল্যান্ডকে এই পরিস্থিতি থেকে বাঁচাতে।
আরো পড়ুন: The Hunchback in the Park Bangla Summary (বাংলায়)