fbpx

Narrate the Circumstances Leading to the Death of Hippolytus (বাংলায়)

Question: Narrate the circumstances leading to the death of Hippolytus.

earn money

সেনেকান ট্রাজেডি “Phaedra” তে হিপোলিটাসের মৃত্যুই প্রধান ট্রাজিক ইভেন্ট (মুহুর্ত)। এই নাটকে রাজা থেসিয়াসের স্ত্রী ফেড্রার মিথ নিয়ে আলোচনা করা হয়েছে, যিনি নিজের সৎ ছেলে হিপোলিটাসের প্রেমে পড়েন। এখানে হিপোলিটাসের মৃত্যুর পেছনে বেশ কিছু বিষয় দায়ী।

Phaedra’s Unrequited Love: ট্রাজেডির শুরুতেই ফেড্রা তার কাজের লোকের কাছে হিপোলিটাসের জন্য তার অনুভূতি ব্যক্ত করেন। ফেড্রার এই নিষিদ্ধ আকাঙ্খা তাকে কষ্ট দিতে থাকে।

আরো পড়ুনঃ Classics in Translation Suggestion Exam 2022

ফেড্রার সম্মান রক্ষার্থে ওয়েনান তার এই অনুভূতি হিপোলিটাসকে জানানোর সিদ্ধান্ত নেন। তিনি ভাবেন হিপোলিটাস হয়তো ফেড্রাকে গ্রহণ করবে। যাহোক, হিপোলিটাস একজন সম্মানিত ব্যক্তি। সে ফেড্রার এমন পাপী আকাঙ্খাকে প্রত্যাখ্যান করে।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


False Accusation: ফেড্রা এই প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে হিপোলিটাসের বিরুদ্ধে  মানহানির অপবাদ দেন। তিনি হিপোলিটাসের অপরাধ সম্পর্কে তার বাবা থেসিয়াসের কাছে চিঠি লেখেন।

Theseus’ Curse: ফেড্রার চিঠি পড়ার পর থিয়েসাস রাগে, দুঃখে ফেটে পড়েন। তিনি হিপোলিটাসকে অভিশাপ দেন। থিয়েসাস সমুদ্রের দেবতা পোসেইডনের কাছে হিপোলিটাসের শাস্তি হিসেবে মৃত্যু কামনা করেন।

আরো পড়ুনঃ Classics in Translation Brief Question

পোসেইডন থিয়েসাসের প্রার্থনা শোনেন এবং হিপোলিটাসকে ভয় দেখাতে একজন দৈত্যকে পাঠান। হিপোলিটাস ঘোড়ার গাড়ি চালাচ্ছিলেন, দৈত্যকে দেখে ঘোড়া ছোটাছুটি শুরু করে। নিয়ন্ত্রণ হারিয়ে হিপোলিটাস ঘোরার গাড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করে।

সেনেকান মিথে চারিত্রিক ত্রুটি এবং দৈবিক শক্তি মিলিয়ে মর্মান্তিক (ট্রাজিক) ঘটনা ঘটায়। ফেড্রার নিষিদ্ধ ভালোবাসা-ই শেষ পর্যন্ত হিপোলিটাসের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক