Content and Style of “The American Scholar” বাংলায়

এই নোট পড়লে যে সকল প্রশ্নের উত্তর করতে পারবেন সেগুলো হলোঃ

earn money
  • Content and Style of “The American Scholar”
  • Evaluate the essay “The American Scholar”
  • Critical thinking of “The American Scholar”

The American Scholar প্রবন্ধটি এমারসন লিখেছেন মূলত আমেরিকার স্কলারদেরকে ইউরোপিয়ান সাম্রাজ্যবাদ থেকে মুক্ত করে নিজেদের স্বতন্ত্র বৈশিষ্ট্য প্রকাশ করার উদ্দেশ্যে। এটা মূলত একটা বক্তৃতা যা পরবর্তীতে প্রবন্ধ আকারে প্রকাশ পেয়েছিল।

প্রধান আলোচ্য বিষয়

এমার্শন মূলত আমেরিকার স্কলারদেরকে এমন কিছু ক্রিয়েটিভিটি দেখাতে বলেছেন যেখানে তারা ইউরোপিয়ান ট্রেন্ড থেকে নিজেদেরকে মুক্ত করে আমেরিকাকে স্বতন্ত্র হিসেবে বিশ্বের বুকে তুলে ধরতে পারে। এক্ষেত্রে তিনি স্কলারদের কে স্বাবলম্বী এবং নতুন কিছু আইডিয়া উদ্ভাবন করার জন্য উৎসাহিত করেছেন। তার এই বিষয়গুলো জোরদার ভাবে প্রমাণের জন্য তিনি অনেক যুক্তি প্রদান করেছেন।

প্রকৃতি এবং বই-পুস্তক

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


এমার্শন প্রকৃতিকে স্কলারদের অন্যতম একটি উৎস হিসেবে প্রকাশ করেছেন যেখান থেকে তারা সৃজনশীল কাজ কর্মের বিভিন্ন আইডিয়া গ্রহণ করতে পারে। কারণ লেখক এর মতে এই পৃথিবীতে প্রকৃতি একমাত্র উৎস যেখানে থেকে তারা গভীরভাবে বিভিন্ন বিষয়ে চিন্তা ভাবনা করার দক্ষতা অর্জন করতে পারে এবং লিটারেচার সাইন্স এবং চিত্রকর্মে আমেরিকার স্বতন্ত্রবাদ তুলে ধরতে পারে। তার মতে যদি স্কলাররা শুধুমাত্র পূর্ববর্তী লেখকদের বই-পুস্তক পড়ে তাদের সমসাময়িক সমস্যাগুলোর সমাধান করতে চায় তাহলে সেটা অন্যতম একটা বোকামি। 

Tradition and Individual Talent বাংলা সামারি

কারণ অতীতে যে সকল বই লেখা হয়েছিল সেই বইগুলো সেই সময়ের প্রেক্ষাপটকে প্রতিনিধিত্ব করে যা বর্তমান সময়ে প্রযোজ্য হতেও পারে আবার নাও হতে পারে। তাই বই-পুস্তক এর পাশাপাশি প্রকৃতিকে প্রধান উৎস হিসেবে গ্রহণ করা সবচেয়ে উত্তম। 

ব্যক্তিত্ববাদ এবং সামঞ্জস্যহীনতা

এমেরসন স্কলারদের উদ্দেশ্যে আরো বলেছেন যে যখন তারা সাহিত্যকর্ম রচনা করবে কিংবা বৈজ্ঞানিক ইনভেনশন করবে তখন তাদেরকে তাদের নিজেদের ব্যক্তিগত ইন্টারেস্টের উর্ধ্বে থেকে কাজ করতে হবে। কারণ আমেরিকার নতুন যুগের স্কলাররা হবে আমেরিকার মানুষদের জন্য। তারা কাজ করবে আমেরিকার সমস্যার সমাধান করার জন্য। তাই ব্যক্তিত্ববাদ এবং সামঞ্জস্যহীনতা থেকে স্কলারদের উর্ধ্বে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

তো এই প্রশ্নটা মূলত দুই ধাপে রয়েছে। প্রথমত এই প্রবন্ধ এ কি কি কনটেন্ট এমাররন দিয়েছেন। দ্বিতীয়ত, তিনি এই প্রবন্ধ কোন স্টাইলে লিখেছেন।

তো চলুন আগে কনটেন্টগুলো দিয়ে শুরু করা যাক, 

Content

1.The Influence of Nature

আমেরিকান স্কলারের উপরে প্রকৃতির প্রভাব সবচেয়ে বেশি। এমারসন বিশ্বাস করেন যে , প্রকৃতি হচ্ছে জ্ঞানের প্রধান উৎস। প্রকৃতি আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষা দেয়। মোরাল লেসন দেয়। এমারসন এর মতে প্রকৃত আমেরিকান স্কলার প্রকৃতি থেকে শিক্ষা নেয়। সে জীবনের প্রকৃত অর্থ প্রকৃতির কাছ থেকে জানতে পারে। প্রকৃতি মানুষের সবচেয়ে বড় শিক্ষক। প্রকৃতির কাছ থেকে মানুষ সকল ধরনের শিক্ষা পায়। হতে পারে এটা মোরাল অথবা স্পিরিচুয়াল। 

2.The American Scholar’s Role in Society

এমারসন এর মতে আমেরিকান স্কলারের উচিত সমাজের কল্যাণে কাজ করা। প্রয়োজনে তার জ্ঞান কাজে লাগিয়ে সমাজের অপ্রাসঙ্গিক বিষয়গুলো সংশোধন করার চেষ্টা করা। এজন্য তিনি ইন্ডিভিজুয়ালিটি এর প্রতি জোর দিয়েছেন। 

3. Intellectual Independence

এই জায়গায় এমারসন স্কলারদের জ্ঞানের দিক থেকে নিজেদের সমৃদ্ধ হতে বলেছেন। আর এটা বলেছেন যে, তারা যেন জ্ঞান অর্জনে কোন সোর্স এর উপরে নির্ভর না করে।

4. The Importance of Books

এমারসন বিশ্বাস করেন ইন্টেলেকচুয়াল গ্রোথ ও ডেভেলপমেন্ট অফ আইডিয়া এর জন্য বই খুব গুরুত্বপূর্ণ। বই মানুষকে ক্রিটিক্যালি কোন কিছু নিয়ে ভাবতে শেখায়। তখন মানুষ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে পারে। বই মানুষকে এমনভাবে প্রভাবিত করতে পারে যে, সমাজের প্রতি বা পৃথিবীর প্রতিটা দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে।

Style

এবার আপনারা এমারসন এর রাইটিং স্টাইল সম্পর্কে জানতে পারবেন। এগুলো writing style হিসেবে এমারসন ব্যবহার করেছেন।

1.use of metaphorical language

2.a variety of rhetorical devices

3. repetition

4. Imagery 

5.appeals to emotion and reason.

6. elevated tone and 

7. complex syntax

More:

Ruhul Amin Robin
Ruhul Amin Robin
Hey, This is Ruhul Amin, B.A & M.A in English Literature from National University. I am working on English literature and career planning.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক