Death of a Naturalist Bangla Summary (বাংলায়)

Death of a Naturalist Bangla Summary (বাংলায়)

এই কবিতায় কবি তার শৈশবকালের কিছু ঘটনার বর্ণনা দিয়ে শৈশব থেকে ম্যাচিউরিটিতে পৌঁছানোর ধাপগুলো তুলে ধরেছেন। যুবক বয়সে অর্জিত অভিজ্ঞতা এবং শৈশবে ঘটে যাওয়া ঘটনাগুলো বর্তমানে এসে মনের ভেতরে উপচে উঠছে।

earn money

তিনি এখানে প্রকৃতির কিছু ঘটনা বর্ণনা করেছেন যেগুলোর মধ্যে উড়ে যাওয়া মশা মাছি, শক্ত মাটি ভেদ করে যাওয়া সূর্যের কড়া রোদ এবং ব্যাঙের চক্রাকার বৃদ্ধি উল্লেখযোগ্য। সিমাস হিনে ছোটবেলায় একজন বিজ্ঞানের ছাত্র ছিলেন এবং বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে তিনি শিক্ষা লাভ করেন। সেই সুবাদে তিনি একদিন পোকামাকড় ও ফ্লেক্সডেম পচা দুর্গন্ধযুক্ত ও বুদবুদ ওঠা পানির পুকুর পরিষ্কার করতে গিয়েছিলেন। সেই সময়ে তার স্কুল শিক্ষিকা ব্যাংকের রিপ্রোডাকশন সিস্টেম সম্পর্কে তাদেরকে পড়াচ্ছিলেন।

সেখান থেকেই কবি তার এই কবিতায় ব্যাংকের রিপ্রোডাকশন সিস্টেম সম্পর্কে কিছুটা বর্ণনা তুলে ধরেন। ঋতু পরিবর্তনের সাথে সাথে ব্যাঙ রা তাদের শরীরের রং পরিবর্তন করে ফেলে। এ সময় বাচ্চা ফুটানোর পাশাপাশি তারা পুকুরের ভেতরে ফ্রিগ স্পান নামে এক ধরনের জেলি ছেড়ে দেয় এবং সেখান থেকেই তাদের বাচ্চা ফোটে। এই ঘটনা দেখতে গিয়ে পুকুরে থাকা বড় বড় ব্যাং গুলোকে কবি মাম্মি ফ্রগ এবং ড্যাডি ফ্রগ বলে সম্বোধন করেন। 

এরপর ঘাসের উপরে পড়ে থাকা গোবরের উপরেও কবি কিছু ব্যাঙ দেখতে পায় যা দেখে তিনি ভয় পেয়ে যান। তখন কবি মনে করেন যে পুকুরে তাদের ছেড়ে দেওয়া সেই জেলি চুরির অপরাধে হয়তো পুকুরের ব্যাঙগুলো কোভিদ উপর প্রতিশোধ নিতে এসেছে। এটা ভেবে কবি সেখান থেকে দৌড়ে পালিয়ে যান এবং পালানোর সময়ে তিনি ইনোসেন্স অর্থাৎ শৈশব থেকে ম্যাচিউরিটিতে প্রবেশ করেন অর্থাৎ তিনি যৌবনপ্রাপ্ত হন।

কবিতায় যে সকল থিম ব্যবহার করা হয়েছে সেগুলো হল

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


  • Innocence and Experience
  • Human Beings and Nature

এই কবিতায় যে সকল Symbol ব্যবহার করা হয়েছে সেগুলো হল

  • Bluebottles
  • Frogspawn
  • Enjambment

আরো পড়ুন: The Skunk Bangla Summary (বাংলায়)

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

3 COMMENTS

  1. আমি সত্যিই আনন্দিত এমন বাংলায় আলোচনা পেয়ে।
    স্যারদের অনুরোধ করবো কিছু জায়গায় ভুলবশত হয়ে যাওয়া ভুল বানান গুলো শুধরে নিতে।

    সর্বোপরী, আমি ২০-২১ মাস্টার্স শিক্ষার্থী। গাইবান্ধা সরকারি কলেজ। আমাকে আপনাদের দোয়ায় রাখিবেন❤️❤️❤️

  2. খুব ভালো হয়েছে স্যার তবে লাইন বাই লাইন ব্যাখ্যা করলে আরো ভালো লাগতো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক