Depict the Life of the Waste Landers (বাংলায়)

Question: Depict the life of the Waste Landers. Or Comment on the life of the Waste Landers.

“The Waste Land” কবিতায় টি.এস. ইলিয়ট এমন একটি বিরান ও বিবর্ণ ভূমির কথা বলেছেন যেখানে ওয়েস্ট ল্যান্ডার্সরা বাস করে। এখানে ওয়েস্ট ল্যান্ডার্সরা মুলত প্রথম বিশ্বযুদ্ধের পর মোহমুক্ত ও ছন্নছাড়া মানুষদের প্রতিনিধিত্ব করে, যাদের জীবন শূন্যতা, একাকিত্ব, এবং মূল্যবোধের অবক্ষয় ইত্যাদিতে ছেয়ে আছে। 

এই কবিতায় ইলিয়ট কিছু বিচ্ছিন্ন চরিত্রের মাধ্যমে ওয়েস্ট ল্যান্ডার্সদের চারিত্রিক বৈশিষ্ট্য চিত্রিত করেছেন। কবিতাটি তাদের বিশৃঙ্খল জীবন-যাপনের প্রতিচ্ছবিকে তুলে ধরে।

আরো পড়ুনঃDiscuss the Significance of the Character of Madame Sosostris in The Waste Land (বাংলায়)

Isolated and Disconnected: ওয়েস্ট ল্যান্ডার্সদের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন। তারা খুবই একা, আশেপাশের মানুষদের সাথে তারা পরিপূর্ণভাবে যোগাযোগ স্থাপনে ব্যর্থ। এটি নিচের লাইনগুলো দ্বারা বোঝা যায়,

লাইনগুলো তাদের শূন্য ও একাকী জীবন থেকে বেরিয়ে অন্যান্য লোকদের সাথে যোগাযোগ স্থাপনের সংগ্রামকে তুলে ধরে।

Spiritual Crisis: ওয়েস্ট ল্যান্ডার্সরা মূল্যবোধ অবক্ষয়ের চরম পর্যায়ে পৌঁছেছে। তাদের ধর্মজ্ঞানহীনতা তাদেরকে এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে তারা উদ্দেশ্যহীনতা এবং নৈতিক সংকটে ভুগছে। তাদের এই নৈতিক অবক্ষয় “A Game of Chess” এ স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে, যেখানে যৌনাচার অন্তঃসারশূন্য এবং জঘন্য  হিসেবে উপস্থাপিত হয়েছে। 

আরো পড়ুনঃWhat are the Different Stages of the Journey in Plath’s Poem “Crossing the Water”? (বাংলায়)

Unfulfilling: এছাড়াও ওয়েস্ট ল্যান্ডার্সরা অপূর্ণতা এবং ধ্বংসাত্মক আচরণে আচ্ছন্ন। তারা কৃত্রিম উন্মাদনায় মশগুল, অথচ এগুলো তাদেরকে দীর্ঘস্থায়ী কোনো আনন্দ এনে দিতে পারে না। তারা সবসময় বাস্তবতা থেকে পালাতে চায়। 

“I read, much of the night, and go south in the winter.”

লাইনগুলোতে কবির বই পড়া এবং শীতে ভ্রমণের মাধ্যমে বাস্তবতা থেকে পালানোর মনোভাব ফুটে উঠেছে। 

অতএব, এখানে ওয়েস্ট ল্যান্ডার্সদের জীবনের মাধ্যমে বিংশ শতাব্দীর মানুষের মোহমুক্ত এবং নৈতিকতাহীন জীবনের চিত্র অঙ্কিত হয়েছে। “The Waste Land” কবিতার মাধ্যমে কবি আধুনিকতা এবং একটি ধ্বংসপ্রায় পৃথিবীর তীব্র সমালোচনা করেছেন।

Share your love
Riya Akter
Riya Akter

Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

Articles: 747

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *