fbpx

Does the Character Faith Bear Faith in ‘Young Goodman Brown’?(বাংলায়)

Question: Does the character Faith really bear faith in ‘Young goodman brown’?

earn money

Faith চরিত্রকে ঘিরে নায়কের বিসাসের বিভিন্ন দিককে এই গল্পে তুলে ধরে হয়েছে।

Religious Faith: প্রথমে দেখতে পাই ফেইথ একজন ধর্মীয় বিস্বাসে আড়ষ্ট একজন গুণী মহিলা। খৃষ্ট ধর্মের প্রতি তার অনুরাগ ই তার ধর্মীয় বিশ্বাসকে তুলে ধরে.

Innocence and Purity: Faith innocence এবং Purity এর প্রতীক। তার pink ribbon তার নিষ্পাপ চরিত্র কে নির্দেশ করে.

আরো পড়ুনঃWrite a Short Note About Mildred Douglas. (বাংলায়)

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


Allegorical Significance: Faith একটি রূপক চরিত্রও বটে. তাকে একজন ধার্মিক মহিলা মনে হলেও মন্ধ কাজের প্রতি তার একটা প্রবল টান রয়েছে।

Loss of Innocence: Faith’s pink ribbons, যা তার Purity কে নির্দের্শ করে, যখন জঙ্গলের মধ্যে পাওয়া যায় তখন গুডম্যান ব্রাউন তার বিশ্বাস হারিয়ে ফেলে।

আরো পড়ুনঃChrist, Where. Do I Get Off? Where Do I fit in?”  -Explain. (বাংলায়)

সবশেষে বলতে পারি, Faith ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি তার সম্পর্কে তার স্বামীর যে নিষ্পাপ ধারণা রয়েছে সেই বিশ্বাসকে প্রতিনিধিত্ব করে. অবশ্য এই বিশ্বাস গুলি পরিশেষে ভেঙে যায়।

Riya Akter
Riya Akter
Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক