Dover Beach Bangla Summary

Dover Beach Bangla Summary

earn money

Basic Information:

  • Writer: Matthew Arnold (1822-88)
  • Published date: 1867
  •  Genre: lyric poem

Theme: Loss of Faith and Certainty; Nature and Alienation; Love.

Literary Device: Alliteration, Allusion, Metaphor, Simile

Bangla সামারিঃ “Dover Beach” ম্যাথিউ আর্নল্ডের একটি অসাধারণ ড্রামাটিক মনোলগ। কবিতাটি ১৮৬৭ সালে প্রকাশিত হয়। ধারণা করা হয়, কবি এই কবিতাটি তার হানিমুনে গিয়ে লিখেছেন। এই কবিতায় কবি বৈজ্ঞানিক আবিষ্কারের প্রভাবে মানুষ যেভাবে ধর্মীয় বিশ্বাস থেকে দূরে সরে যাচ্ছে তার চিত্র তুলে ধরেছেন এবং গভীরভাবে শোক প্রকাশ করেছেন।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


আরো পড়ুনঃ Restoration and Eighteenth Century Fiction Quotations

কবিতার শুরুতেই কবি ডোভার বিচের রাতের বর্ণনা দিয়েছেন। রাতের বেলা বিচে এক রকম নিরবতা ও শান্তি বিরাজ করছে। চাঁদের আলোয় সমুদ্রের ঢেউগুলো চিকচিক করছে। এই ডোভার বিচটি ইংলিশ চ্যানেলে অবস্থিত, যার এক পাশে ইংল্যান্ড আর অন্যপাশে ফ্রান্স অবস্থিত।  কবি এই ডোভার বিচে দাঁড়িয়ে ওপাশে ফ্রান্সের আলোগুলোকে দেখছেন। হঠাৎ করেই তিনি একজনকে সম্বোধন করে জানালার কাছে আসতে এবং বিচের সেই মনোরম দৃশ্য উপভোগ করতে বলেন। এই নিস্তব্ধ রাতেও একটা শব্দ তিনি শুনতে পাচ্ছেন। নুড়িপাথরের গায়ে সমুদ্রের ঢেউয়ের ধাক্কা লেগে এই শব্দ তৈরি করছে। নুড়িপাথরগুলো ঢেউয়ের সাথে সমুদ্রের যাচ্ছে এবং ঢেউয়ের ঝটকায় আবার তীরে ফেরত আসছে। শব্দের এই পুনরাবৃত্তি কবিকে মানবজাতির চিরন্তন দুঃখ-দূর্দশার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। 

এরপরে তিনি সফোক্লিসের কথা উল্লেখ করেন। কবি ধারণা করেন সফোক্লিসও এজিয়ানের তীরে দাঁড়িয়ে একই ধরনের দূর্দশার ধ্বনি তিনি শুনেছিলেন, ঠিক যেমনটা এখন আর্নল্ড শুনছেন। অর্থাৎ মানুষের দুঃখ দুর্দশা সেই আদিকাল থেকেই সমুদ্রের ঢেউয়ের মত নিরন্তরভাবে প্রবাহিত হচ্ছে। 

কবি মানুষের ধর্মীয় বিশ্বাসকে সমুদ্রের সাথে তুলনা করেছেন যা একসময় জোয়ারের মত পরিপূর্ণ ছিলো।  কিন্তু ধীরে ধীরে সেই পরিপূর্ণতা কমে যাচ্ছে। জোয়ার চলে গেলে যেমন পানি কমে যায় ঠিক সেভাবেই মানুষের বিশ্বাস হ্রাস পাচ্ছে। 

আরো পড়ুনঃ ictorian Poetry Previous Years Brief

এবার কবি তার সঙ্গীকে “লাভ” বলে সম্বোধন করেন। তিনি বলেন তাদের দুজনের একে অপরের সাথে সততা এবং সত্যতার সাথে কথা বলা দরকার। কারণ পৃথিবীর সৌন্দর্য ও নতুনত্বতা থাকলেও তা মানুষকে প্রকৃত ভালোবাসা দিতে পারে না। না পারে নিশ্চয়তা বা শান্তি দিতে। তারপর কবি নিজেদের পরিস্থিতিকে বিশৃঙ্খল অবস্থার সাথে তুলনা করেন এবং ভাবতে থাকেন যে তারা একটি অন্ধকার ও সমতল ভূমিতে দাঁড়িয়ে আছেন। আর তাদের চারপাশে যোদ্ধারা এলোপাথাড়িভাবে যুদ্ধ করছে।

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক