Is Hamlet’s Madness Real or Feigned? – বাংলায়

Do you agree that there was a method in Hamlet’s madness? If so , why?

earn money

Or, Is Hamlet’s madness real or feigned? Justify.

তো এই প্রশ্নটা আগে আমাদের খুব ভালো করে বুঝতে হবে। এই প্রশ্নতে বলা হয়েছে যে, হ্যামলেট কি আদেও পাগল হয়েছিল, নাকি সে পাগলের অভিনয় করেছিল?

উত্তর: পাগল হওয়ার অভিনয় করেছিল।

তো চলুন পয়েন্ট টু পয়েন্ট প্রশ্নটা শুরু করা যাক।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


  1. Points of Hamlet’s madness

তো Hamlet কোন কোন জায়গায় তার Madness দেখিয়েছে এটা উল্লেখ করতে হবে।

  1. Critic’s observation of Hamlet’s
    madness.
    ( শেক্সপিয়ারের যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত অনেক critic এই বিষয়টা নিয়ে আলোচনা ও সমালোচনা করছেন যে, হ্যামলেট কি আদেও পাগল হয়েছিল, নাকি সে পাগল হওয়ার ভান করছিল। আসলে হ্যামলেটের পাগল হওয়ার অভিনয়টা অনবদ্য ছিল। তাই অনেক ক্রিটিক তাকে রিয়েল পাগল হিসেবে সম্বোধন করে)
  2. Reasons for Hamlet’s madness.

( হ্যামলেট কেন পাগল হওয়ার ভান করেছিল । তার মূলত দুইটা কারণ রয়েছে)
● His mother’s remarriage with his uncle ( কেন তার মা তার বাবার মৃত্যুর পরপরই তার আঙ্কেলকে বিয়ে করলো? তার বাবার হত্যার পেছনে তার মা দায়ী আছে কিনা, এটা জানতে সে পাগল হওয়ার ভান করেছিল)
● Revelation of the real murderer by the ghost of the Old Hamlet. ( ওল্ড হ্যামলেট তার হত্যাকারীর নাম অর্থাৎ ক্লডিয়াস এর নাম বলেছিল, তবে হ্যামলেট ক্লডিয়াসকে পরখ করে দেখার জন্য পাগলের অভিনয় করেছিল।

  1. Interview with Polonius
    ( পলোনিয়াস এর সাথে কথা বলার পরে, পলোনিয়াস মনে করে হ্যামলেট পাগল হয়ে গেছে। কিন্তু তখনই , পলোনিয়াস যাওয়ার পরেই হ্যামলেট তাকে ফুল বলে সম্বোধন করে। এতে বোঝা যায় সে পাগল হয়নি, শুধুমাত্র অভিনয় করছে)
  2. Intellectual conversation with Horatio
    ( হ্যামলেট তার বন্ধু হোরেশিওর সাথে কিন্তু তার ইন্টেলেকচুয়ালিটি দেখিয়েই কথা বলে।)
  3. The drama of the murder of Gonzalo: ( এই ড্রামাটায় খুব সুন্দরভাবে অভিনয় করে হ্যামলেট বুঝিয়ে দেয়, সে পাগল নয়। বরং অভিনয় করছে, তার বাবার খুনের বদলা নিতে)
  4. Soliloquies of Hamlet: ( হ্যামলেটের সবগুলো সলিলোকিউ প্রমাণ করে যে সে পাগল না। কারণ এখানে সে তার কথাবার্তায় বুদ্ধিমত্তার পরিচয় দেয়)

তো এই কয়েকটা পয়েন্ট দিলেই প্রশ্নটা খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ হয়ে যাবে। তো ভালোভাবে প্রশ্নটা এরেঞ্জ করতে সামারিটা খুব ভালো করে জানতে হবে। তাই আমাদের ওয়েবসাইট থেকেই সামারিটা সুন্দর করে পয়েন্ট টু পয়েন্ট পড়ে নিন।

Ruhul Amin Robin
Ruhul Amin Robin
Hey, This is Ruhul Amin, B.A & M.A in English Literature from National University. I am working on English literature and career planning.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক