How Does Harold Pinter present the theme of ‘love for Power’ in “The Caretaker”?(বাংলায়)

Question: How does Harold Pinter present the ‘love for power’ theme in “The Caretaker”? Or. How does Pinter illustrate his idea of ‘love for power’ in “The Caretaker”?

হ্যারল্ড প্রিন্টারের নাটককে The Caretaker (১৯৬০ সালে মঞ্চস্থ হয়) বিভিন্ন চরিত্রের মাধ্যমে ক্ষমতার প্রতি মোহ থিমটিকে তুলে ধরে। নাটকটি প্রাথমিকভাবে তিনটি চরিতের উপর ফোকাস করে- অ্যাস্টন, মিক, এবং ডেভিস। নাটকের প্রতিটি চরিত্রের মাঝেই ক্ষমতার জন্য রেষারেষি দেখা যায়।

Mick – Dominant and Manipulative: অ্যাস্টনের ছোট ভাই মিক অন্যের উপর প্রভাব বিস্তারের চেষ্টা করে। সে ডেভিসের উপর কতৃত্ব খাটাতে চায়। ডেভিস দূর্বল এবং আশ্রয়হীন হওয়ায় মিক তার সেই দূর্বলতার সুযোগ নেয়। যেমন- ডেভিস যখন প্রথম আসে তখন মিক তাকে বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে নিচু দেখানোর চেষ্টা করে। 

আরো পড়ুনঃ Comment on W. B. Yeats’ Treatment of History and Myth in his Poetry (বাংলায়)

Mick: (to Davies) “Where’d you sleep last night?”

Davies: “What?”

Mick: “I said, where’d you sleep last night?”

Davies: “I told you—”

Mick: “I asked you where you slept last night.”

তাদের ফ্ল্যাট মেরামত করতে চাওয়া হচ্ছে মিকের ক্ষমতালোভী হওয়ার আরেকটি প্রমান। এর দ্বারা তার আশেপাশের সবার উপরে কতৃক খাটানো প্রকাশ পায়।

আরো পড়ুনঃ Special Brief Suggestion of 20th Century Poetry (বাংলায়)

 Aston’s Silence: অ্যাস্টনের ক্ষমতার উপর মোহ তুলনামূলক কম হলেও সে তার নিরবতা এবং রাগান্বিত ব্যবহার দিয়ে একটু ভিন্নভাবে প্রভাব দেখায়। অ্যাস্টনের এই রহস্যময়ী চরিত্র মিক এবং ডেভিসকে অবাক করে দেয়। অ্যাস্টনের এই চারিত্রিক বৈশিষ্ট্য তাকে মিক এবং ডেভিসের উপর কতৃত্ব খাটানোর সুযোগ করে দেয়। 

Davis – Seeks Security and Stability: বৃদ্ধ ডেভিস নিজের নিরাপত্তা খোঁজার মধ্যে দিয়ে ক্ষমতা চর্চা করে। সমস্ত নাটক জুড়েই ডেভিস অ্যাস্টন এবং মিকের সহানুভূতিশীলতার সুযোগ নিয়ে তাদেরকে বোকা বানাতে থাকে। ডেভিস একেক সময় একেকজনের পক্ষ নেয় এবং মিথ্যা বলতে থাকে। সে অ্যাস্টন এবং মিক দুজনকেই দুজনের বিরুদ্ধে মিথ্যা বলে এবং দূরত্ব সৃষ্টির চেষ্টা করে। 

Davies: “He’s a bit touched, ain’t he?”

Mick: “Who?”

Davies: “Your brother.”

Mick: “He’s all right.”

Davies: “He’s a bit funny though.”

ডেভিস তার জীবনযাত্রার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চায়, ফ্ল্যাটের উপর আধিপত্য বিস্তারের চেষ্টা করে, কিন্তু মিক এবং অ্যাস্টনের মধ্যে ক্ষমতার লড়াইয়ে সে একজন খেলনা হয়ে ওঠে।

আরো পড়ুনঃ hat are the Misfortunes in Alison’s life in ‘Look Back in Anger’?(বাংলায়)

অতএব বলতে পারি যে হ্যারল্ড প্রিন্টার তার The Caretaker নাটকে দক্ষতার সাথে চরিত্রগুলোর মাঝে ক্ষমতা এবং আধিপত্য বিস্তারের মনস্তাত্ত্বিক বিষয়টি তুলে ধরেছেন। নাটকটি মানব সম্পর্কের উপর ক্ষমতার কলুষিত প্রভাবকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে।

Share your love
Riya Akter
Riya Akter

Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

Articles: 747

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *