I Too Sing America Bangla Summary

Key Information

earn money
  • Title: “I, Too, Sing America”
  • Poet: Langston Hughes (1910-1967)
  • Published: 1926

Theme: Racism and American Identity.

Literary Device: Alliteration, Allusion, Extended Metaphor. 

Bangla Summary

“I, Too, Sing America” কবিতাটি ল্যাংস্টন হিউজেসের একটি খুবই গুরুত্বপূর্ণ কবিতা যেখানে তিনি রেসিজম নিয়ে আলোকপাত করেছেন। এটি তিনি হার্লেম রেনেসাঁন্সের সময় লিখেছেন। এই কবিতায় তিনি তার কালো বর্ণের কারণে আমেরিকায় যে হীনমন্যতার স্বীকার হয়েছেন সেটি তুলে ধরেছেন। এই ছোট্ট কবিতাটিতে তিনি তার মনের ক্ষোভ প্রকাশ করেন। তিনি নিজেও আমেরিকার নাগরিক, তবুও তিনি তথাকথিত সমাজব্যবস্থা ও হোয়াইট আমেরিকানদের দ্বারা শাষিত ও শোষিত হয়েছেন।

কবিতার প্রথমে স্পীকার পৃথিবীবাসির কাছে বলছেন যে তিনিও একজন আমেরিকান। তিনিও আমেরিকার গান গাইতে পারেন। তিনি নিজেকে আমেরিকানদের “নিগ্রো ভাই” হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন, যদিও হোয়াইট আমেরিকানদের সাথে সমানতালে চলার কোনো সুযোগ তার নেই। যদিও তিনি আমেরিকার একটি অবিচ্ছেদ্য অংশ, তবুও তিনি সংখ্যাগরিষ্ঠ হোয়াইট আমেরিকানদের দ্বারা অবহেলিত। এই কবিতার প্রতিটি লাইন কবির মনের সেই আক্ষেপকে তুলে ধরেছে। তিনি আমেরিকান হওয়া সত্ত্বেও যেভাবে নিপীড়িত হয়েছেন তারই বহিঃপ্রকাশ এখানে ঘটেছে। কিন্তু তিনি আশাবাদী হয়ে কবিতার সমাপ্তি করেন। তিনি স্বপ্ন দেখেন, একদিন এই ভেদাভেদ ঘুচে যাবে। হোয়াইট আমেরিকানরা তাদের করা এই বৈষম্যের জন্য একদিন লজ্জিত হবে। সেদিন আর কোনো বৈষম্য থাকবে না। ব্ল্যাক আমেরিকানরাও এই দেশেরই অংশ হিসেবে বিবেচিত ও সম্মানিত হবে।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


Read Also: The Weary Blues Bangla Summary

Mr. Abdullah
Mr. Abdullah
This is Mr. Abdullah, a passionate lover and researcher of English Literature.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক