Look Back in Anger
Key Facts:
- Writer: John Osborne (1929-94).
- Original Title: Look Back in Anger.
- Genre: Dark Comedy/Tragicomedy.
- Published date: 1956.
- The number of acts: Thee.
- Setting: Time Setting: 1950s England.
- Place Setting: A one-room attic apartment in the Midlands of England.
Themes:
- Class and Education
- Suffering and Anger vs. Complacency
- Disillusionment and Nostalgia
- Love and Innocence
- Gender
Characters:
1. Jimmy: Protagonist and angry young man.
2. Alison Porter: Wife of Jimmy. She is an upper-class lady.
3. Cliff Lewis: Friend of both Jimmy and Alison.
4. Helena Charles: Alison’s best friend.
5. Colonel Redfern: Alison’s father.
বাংলা সামারি
তো সম্পূর্ণ সামারি আমরা ৫টি পয়েন্টের মাধ্যমে খুব সহজেই জানতে পারবো।
Jimmy এবং Alison এর মধ্যে ঝগড়া:
” Look Back In Anger” নাটকটি শুরু হয় Jimmy Porter এবং Alison Porter এর এপার্টমেন্ট থেকে। এর সেটিং ১৯৫০ এর শেষের দশকের মাঝামাঝি সময়ে ইংল্যান্ডের একটি ছোট শহরে। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে মানুষজনের হাতে কোন কাজ ছিল না। Jimmy এবং Alison এর সাথে Jimmy এর বেস্ট ফ্রেন্ড Cliff Lewisও থাকে। Cliff Lewis একজন ওয়ার্কিং ক্লাস মানুষ। Jimmy এবং Cliff Lewis দুজনেই ওয়ার্কিং ক্লাস ব্যাকগ্রাউন্ড থেকে আসলেও Jimmy Cliff Lewis এর তুলনায় বেশি লেখাপড়া করেছে। তারা দুইজন একসাথে একটি মিষ্টির দোকান চালায়। Alison এর পারিবারিক ও সামাজিক অবস্থা অনেক ভালো। কিন্তু নাটকের শুরু থেকেই দেখা যায় Jimmy এই বিষয়টাতে বেশ বিরক্ত।
নাটকের প্রথম এক্ট শুরু হয় এপ্রিল মাসের এক রবিবারে। Jimmy আর Cliff Lewis রবিবারের খবরের কাগজ পড়ছে আর Alison ঘরের কাপড় আয়রন করছে। খুব ঝাজালো মেজাজের মানুষ Jimmy। সে সব সময় রেগে থাকে। এজন্য তাকে “Angry Young Man” বলা হয়। সে Alison ও Cliff Lewisকে বিভিন্ন রকম অসন্তুষ্টিজনক কথা বলছে। সে Cliff Lewis এর ওয়ার্কিং ক্লাস ব্যাকগ্রাউন্ডকে একদমই পছন্দ করেনা এবং তার কম বুদ্ধিমত্তা নিয়ে হাসাহাসি করে। Cliff Lewis শান্ত স্বভাবের মানুষ।
সে Jimmy এসব কথায় কিছু মনে করেনা। Jimmy তার ওয়াইফ Alison এর পরিবার এবং বিয়ের আগের Alison এর আরামদায়ক জীবন নিয়েও হাসাহাসি করে।এ সময় ক্ষমতাশীল ইংল্যান্ডের উপর Jimmy এর স্মৃতি কাতরতা দেখা যায়। সে লক্ষ করে পৃথিবী এখন একটা বিষণ্ণ আমেরিকান যুগে প্রবেশ করেছে। বিষয়টা মেনে নিতে Jimmy এর বেশ কষ্ট হয়। Jimmy এর এসব বকবকানিতে Alison বিরক্ত হয়ে Jimmyকে থামতে বলে। Jimmy আরো জোর দিয়ে অপমানজনক কথাবার্তা বলতে শুরু করে। Cliff Lewis পরিস্থিতি নিয়ন্ত্রন করতে গিয়ে Jimmy এর সাথে একটা বন্ধুত্বপূর্ণ ধস্তাধস্তি শুরু করে দেয়। তাদের এই ধস্তাধস্তিতে Alisonকে ধাক্কা লাগে এবং Alison পড়ে যায়। ঘটনার জন্য Jimmy সরি বলে কিন্তু Alison তাকে রুম থেকে বের করে দেয়।
এই জায়গায় Alison আঘাত পায়। Cliff Lewis তাকে সান্তনা দিতে থাকে এবং একপর্যায়ে তারা কিস করে। Jimmy চলে যাওয়ার পরে Alison Cliff Lewisকে বলে সে প্রেগনেন্ট ( Jimmy এর দ্বারা)। কিন্তু সে Jimmyকে এখনও বলেনি। Cliff Lewis Jimmyকে কথাটা বলতে বলে। সেই সময় Jimmy চলে আসে এবং তাদেরকে এই অবস্থায় দেখেও কিছু বলে না। এখন Cliff Lewis রুমের বাইরে যায় এবং Jimmy রুমের ভেতরে আসে। Alison Jimmyকে কথাটা না বলে দুজনে একটা খেলা খেলতে শুরু করে।
এই গেমের নাম Bear and Squirrel. Jimmy একটা খেলনা ভালুকের ভূমিকায় অভিনয় করে আর Alison একটা খেলনা কাঠবিড়ালির ভূমিকায় অভিনয় করে। Cliff Lewis ফিরে এসে Alisonকে বলে তার পুরোনো বান্ধবি Helena Charles ফোন করেছে। Alison কথা বলতে যায় এবং ফিরে এসে বলে Helena তাদের এখানে বেড়াতে আসছে। Jimmy Helena কে মোটেও পছন্দ করেনা এবং রেগে যায় তার আসার কথা শুনে। রাগে সে বলে, সে চায় Alison যেনো কষ্ট করে উপলব্ধি করে যে, একজন প্রকৃত মানুষের কষ্ট কেমন হয়। সে বলে Alison এর যেনো বাচ্চা হয়েও মারা যায় তাহলে সে বুঝবে।
আরও পড়ুন:Bangla summary The Caretaker
Helena এর আগমন:
দুই সপ্তাহ পরে, Helena চলে আসে এবং Alison Helena এর সাথে Jimmy এবং তার সম্পর্ক নিয়ে কথা বলে। সে বলে কিভাবে তাদের দেখা হয়েছিল এবং কিভাবে তারা আগের দিনগুলোতে তাদের বন্ধু হিউ ট্যানারের সাথে বিভিন্ন পার্টিতে গিয়ে সবাইকে বিরক্ত করতো। বর্তমানে হিউ এবং Jimmy এর মধ্যকার সম্পর্ক তেমন ভাল না হলেও Jimmy এখনও তার মাকে ভালোবাসে। হিউ আর Jimmy এর সম্পর্ক খারাপ হয় যখন হিউ পৃথিবী ঘুরতে চলে যায় আর Jimmy Alison এর সাথে থেকে যায়। হিউ এর সাথে যেতে না পেরে Jimmy এর খারাপ লাগে। আবার হিউ তার মাকে একা ফেলে চলে গেছে তাই হিউয়ের উপর রাগও হয়। Helena Alison কে Alison ও Cliff Lewis এর মধ্যকার সম্পর্কের কথা জিজ্ঞেস করলে Alison বলে তাদের মধ্যে শুধুমাত্র একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। এর বেশি কিছু না।
Cliff Lewis এবং Jimmy ফিরে আসলে Helena তাদের বলে যে সে এবং Alison চার্চে যাচ্ছে। Jimmy এবার অধার্মিক কথাবার্তা শুরু করে এবং আবারোও Alison এর পরিবার নিয়ে বিদ্রুপ করে। Helena রেগে যায় এবং Jimmy এর সাথে তার রাগারাগি হয়। Jimmy বলে ছোট বেলায় সে তার বাবাকে নিজের চোখের সামনে মরতে দেখেছে। Jimmy এর বাবা স্পেনিশ সিভিল ওয়ার এ যুদ্ধ করার সময় আহত হয়ে ইংল্যান্ডে ফিরেছিল এবং কিছুদিন পরে মারা যান। এখন Helena ও Alison চার্চের দিকে রাওনা হলে Jimmy ভাবতে থাকে যে, সে তার স্ত্রীর দ্বারা প্রতারিত হয়েছে।
Jimmy এর জন্য একটা ফোন কল আসে এবং Jimmy বাইরে চলে যায়। Helena Alison কে বলেছে যে, সে Alison এর বাবাকে ফোন করেছে এবং Alison কে এখান থেকে নিয়ে যেতে বলেছে। Alison তার কথায় সায় দেয় এবং বলে যে, পরের দিন তার বাবা তাকে নিতে আসলে সে এখান থেকে চলে যাবে। এদিকে Jimmy এসে জানায় যে হিউ এর মা খুব অসুস্থ এবং যে কোন সময় মারা যাবে। Jimmy তাকে দেখতে যেতে চায়। সে Alisonকে জানায় Alison তার সাথে যাবে, নাকি Helena এর সাথে চার্চে যাবে? Alison তার জিনিসপত্র গুছিয়ে Helena এর সাথে চার্চে চলে যায়। তার এমন সিদ্ধান্তে Jimmy এর মন ভেঙে যায় এবং সে বিছানার উপর হতাশ হয়ে বসে পড়ে।
Alison ও Jimmy এর সাময়িক বিচ্ছেদ:
পরেরদিন বিকেলে Alison জিনিসপত্র গোছাচ্ছে এবং বাবা কর্ণেল রেড ফার্ণের সাথে কথা বলছে। কর্ণের শান্ত স্বভাবের মানুষ। তিনি উপলব্ধি করেন যে, তিনি Jimmy ও Alison এর মধ্যকার ভালোবাসার ধরণটা বোঝেন না। তিনি স্বীকার করেন তার এবং তার স্ত্রীর আচরণ তার সন্তান Alison ও তার স্বামী Jimmy এর এই বিচ্ছেদের জন্য অনেকাংশেই দায়ী। কর্নেল ভারতে ব্রিটিশ আর্মি অফিসার ছিলেন এবং অতীতের সময়গুলোর জন্য তার একধরণের স্মৃতিকাতরতা কাজ করে। Alison দেখে তার বাবা অতীতের কথা মনে করে কষ্ট পায়। তাই সে ভাবে সে চলে গেলে Jimmy ও কষ্ট পাবে। আর এটাই সে চায়। Alison প্রথমে তার খেলনা কাঠ বিড়ালিটা নিয়ে যেতে চায়, কিন্তু পরে সিদ্ধান্ত বদলায় এবং কাঠবিড়ালিটা রেখেই চলে যায়।
Cliff Lewis ও Helena কে এবার দেখানো হয়। Allison কেনো চলে যাচ্ছে তার কারণ লিখে Alison একটা চিঠি Cliff Lewis এর হাতে দেয় Jimmyকে দেওয়ার জন্য। Alison চলে যাওয়ার পর Cliff Lewis রেগে যায় এবং এই পরিস্থিতির জন্য Helena কে দায়ী করে। আর তার হাতে চিঠিটা দিয়ে চলে যায়। Jimmy ফিরে এসে কিছুটা হতভম্ব হয়ে যায়। রাস্তায় কর্ণেলের গাড়ির সাথে অল্পের জন্য সে ধাক্কা খায় নি। আর Cliff Lewis এর সাথে দেখা হওয়ার পরেও সে তার সাথে কথা বলেনি। সে এবার Alison এর চিঠিটা সে পড়ে এবং প্রচন্ড রেগে যায়। Helena বলে Alison প্রেগনেন্ট। উত্তরে Jimmy বলে এতে তার কিছু যায় আসেনা। এবার Jimmy Helena কে অপমান করলে Helena তাকে চড় মারে এবং পরে আবেগাপ্লুত হয়ে কিস করে।
Jimmy ও Helena এর একসাথে থাকা:
কয়েক মাস পরেই তৃতীয় এক্ট শুরু হয়, Jimmy এবং Cliff Lewis আগের মত রবিবারের পত্রিকা পড়ছে আর Helena ঘরের কোণায় কাপড় আয়রন করছে। Jimmy আর Cliff Lewis এর মধ্যে এখনও খুনসুটি চলে এবং Helena এর ধর্মীয় বিষয়গুলো Jimmy এর দ্বারা কঠোরভাবে সমালোচিত হয়। Jimmy এবং Cliff Lewis মিউজিকালস ও কমেডি শো থেকে কিছূ দৃশ্য পারফর্ম করে কিন্তু Cliff Lewis বলে সে এখান থেকে চলে যেতে চায়। Jimmy বিষয়টা শান্ত ভাবে গ্রহণ করে Cliff Lewis কে বলে, সে একজন ভালো বন্ধু ছিল এবং Jimmy এর কাছে তার মূল্য যে কোনো মেয়ের থেকেও বেশী। Helena ফিরলে তিনজন বাইরে যাওয়ার পরিকল্পনা করে।
Alison এর ফিরে আসা:
এবার এরকম সময় আবারও Alison ফিরে আসে। Alison ও Helena কথা বলতে শুরু করে আর Jimmy রুম থেকে বের হয়ে যায়। Jimmy জোরে জোরে ট্রাম্পেট বাজাতে শুরু করে। Alison এর বাচ্চা মারা গেছে এবং তাকে অসুস্থ দেখাচ্ছে। Helena Alisonকে বলে সে তার সাথে যা করেছে Alison এর উচিত তার উপর রাগান্বিত হওয়া। কিন্তু Alison এর মনে তখন সন্তান হারানোর বেদনা বিদ্যমান। Jimmy এর ট্রাম্পেট বাজানোর শব্দে Helena বিরক্ত হয়ে যায় এবং Jimmyকে তাদের রুমে আসতে বলে। যখন সে রুমে আসে এবং শোনে যে Alison এর বাচ্চা মারা গেছে, সে খুবই কষ্ট পায়। কিন্তু দ্রুতই নিজেকে ঠিক করে নেয়। Helena এবার Jimmy ও Alisonকে বলে যে তার মধ্যে এখনও নৈতিকতা বোধ আছে এবং এখন তার উচিত এখান থেকে চলে যাওয়া। এদিকে Alisonই আবার Helena কে বোঝানোর চেষ্টা করে থেকে যাওয়ার জন্য।
কিন্তু Helena চলে যায়। Jimmy আগের মতো আবার Alisonকে রাগানোর চেষ্টা করতে থাকে। কিন্তু Alison তাকে বলে যে, Jimmy চাইতো যে Alison যেন খুব কষ্ট পায়। আর সন্তান হারিয়ে সে শারীরিক ও মানষিক দুভাবেই খুবই কষ্ট পেয়েছে। Jimmy ব্যাপারটা অনুধাবন করতে পারে। তার মনে হয় এদিক দিয়ে সে আর Alison এখন একই হয়ে গেছে। সে Alison এর সাথে নরম আচরণ করতে শুরু করে। নাটকের শেষে Jimmy ও Alison পরস্পরকে আলিঙ্গন করে এবং তাদের আগের ভালুক ও কাঠবিড়ালী/ Bear and Squirrel খেলা খেলতে শুরু করে।
আরও পড়ুন:Bangla summary Look Back in Anger