Question: Why does Paul fail to achieve meaningful relationships with either Miriam or Clara in “Sons and Lovers”? Or Write a note on the man-woman conflict in Sons and Lovers.
ডি. এইচ.লরেন্সের Sons and Lovers (১৯১৩ সালে প্রকাশিত হয়) নোভেলের প্রোটাগনিস্ট হচ্ছে পল মোরেল যে মিরিয়াম এবং ক্ল্যারা উভয়ের সাথেই যথাযথ সম্পর্ক স্থাপনে ব্যর্থ হয়। তার এই ব্যর্থতার পেছনে অনেকগুলো কারণ দায়ী, যেমন- তার মায়ের সাথে জটিল সম্পর্ক, আবেগ প্রকাশে ব্যর্থ, এবং অভ্যন্তরীণ সংগ্রাম ইত্যাদি উল্লেখযোগ্য।
Oedipal Complex and Overbearing Mother: পলের মায়ের সাথে তার যে নিবিড় সম্পর্ক তা ইডিপাল কমপ্লেক্স সৃষ্টি করে। আর একারণেই সে অন্য মহিলাদের সাথে সম্পর্ক তৈরিতে ব্যর্থ হয়। পলের মায়ের প্রতি যে গভীর টান তা অন্য মহিলাদের প্রতি অনুভূতি সৃষ্টিতে বাঁধা দেয়। লরেন্স লিখেছেন,
আরো পড়ুনঃhat are Mrs. Ramsay’s Views on Marriage? (বাংলায়)
“He (Paul) was still a child, passionately devoted to his mother, and he hated Miriam as if it were her fault.”
সমস্ত নোভেল জুড়েই গাট্রুড ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। সে মিরিয়াম এবং ক্ল্যারা দুজনকেই প্রত্যাখ্যান করে এবং এটি পলের জন্য সম্পর্ক স্থাপন আরও কঠিন করে দেয়।
Communication Issues: পলের নিজের অনুভূতি ঠিকমতো প্রকাশ করতে না পারা তার উভয় সম্পর্কে বাঁধা হয়ে দাঁড়ায়। সে তার অনুভূতি প্রকাশ করতে ব্যর্থ হয়। যার ফলে ভুল বোঝাবুঝি এবং মানসিক নৈকট্যের অভাব দেখা দেয়। যথাযথ যোগাযোগের অভাবে ক্ল্যারা দূরে সরে যায়, এবং মিরিয়ামের প্রতি পলের যে গভীর অনুভূতি সেটা মিরিয়াম সঠিকভাবে বুঝতে পারে না।
“He could not tell her (Miriam) anything. The inarticulate incommunicableness seemed to hurt her almost as much as it hurt him.”
Fear of Intimacy: পল তার মায়ের কারণে অন্য মজিলাদের সাথে সম্পর্কে জড়াতে পারে না। সে তার মায়ের এ ধরনের আচরণে বিরক্ত এবং কোনো রোমান্টিক সম্পর্কে জড়াতে দ্বিধাবোধ করে। তার এই মানসিক দূর্বলতার কারণে সে মিরিয়াম এবং ক্ল্যারা কাউকেই আপন করে পারে না।
আরো পড়ুনঃBriefly Discuss the Role of Mrs. Ramsay. (বাংলায়)
Miriam’s Overwhelming Devotion: পলের প্রতি মিরিয়ামের তীব্র ভক্তি তাকে কিছুটা অতিষ্ঠ করে তোলে।
“She wanted him to be everything to her, a father, a husband, a lover, a child. She could not bear that he should take himself away.”
এজন্য পল মিরিয়ামের সাথে এক ধরনের দূরত্ব তৈরি করে।
Clara’s Married Status: ক্ল্যারার বৈবাহিক অবস্থা তার সাথে পলের সম্পর্কে বাঁধা সৃষ্টি করে। যদিও ক্ল্যারা তার স্বামীর থেকে আলাদা থাকে, তবুও পল তার বিয়ে বিষয়ক গ্লানি মেনে নিতে পারে না। লরেন্স পলের অনুভূতি এভাবে প্রকাশ করেন,
“The fact that she belonged to another man kept him at a distance.”
তার অপরাধবোধ এবং পাশাপাশি হিংসাও হয়। এসব বিষয় তার আর ক্ল্যারার সম্পর্কে ফাটল ধরায়।
Clash of Personalities: পলের ব্যক্তিত্ব মিরিয়াম এবং ক্ল্যারা উভয়ের সাথেই সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করে। মিরিয়ামের সাথে সে শারিরীক এবং আত্মিক সম্পর্কের মাঝে সংযোগ থাপনে ব্যর্থ হয়। সে মিরিয়ামের পবিত্রতা এবং নিজের চাহিদার মাঝে টানাপোড়েনে পড়ে। অপরদিকে, ক্ল্যারা স্বাধীনচেতা মনোভাব এবং পলের গোঁড়া মনোভাবের সংঘর্ষ বাঁধে।
Ambivalence towards Love: পলের ভালোবাসার প্রতি মিশ্র অনুভূতি এই নোভেলের একটি রিকারেন্ট থিম। সে ভালোবাসা পেতে চায়, কিন্তু এর সাথে যে কষ্ট আলিঙ্গন করা লাগতে অয়ারে তা সে গ্রহণ করতে পারে না। লরেন্স বলেন,
আরো পড়ুনঃWhat Does ‘Ivory’ Signify in Heart of Darkness? (বাংলায়)
He was afraid of love for the torture it might bring.”
তার এই মিশ্র অনুভূতি তাকে সম্পর্কে জড়াতে দেয়না। পলের এমন অনুভূতি মিরিয়াম এবং ক্ল্যারার মাঝেও হতাশা সৃষ্টি করে।
পরিশেষে বলতে পারি, পলের মানসিক এবং মনস্তাত্ত্বিক সমস্যাই তাকে মিরিয়াম এবং ক্ল্যারার সাথে সম্পর্কে স্থাপনে বাঁধা দেয়। মায়ের প্রতি তার গভীর টান, যোগাযোগ স্থাপনে ব্যর্থতা, নিকটবর্তী হওয়ায় ভয়, ক্ল্যারার বৈবাহিক অবস্থা, ব্যক্তিগত সংঘর্ষ ইত্যাদি বিষয়গুলো তাকে যেকোনো মহিলার সাথে সম্পর্ক স্থাপন জটিল করে তোলে।