O Captain My Captain Bangla Summary

Key Information

earn money
  • Title: “O Captain! My Captain!”
  • Poet: Walt Whitman (1819-1892)
  • Published: 1865, The Saturday Press

Theme: Victory and Lose; Grief and Isolation; The Individual vs The Nation.

Literary Device: Extended Metaphor, Alliteration, Personification, Irony, Juxtaposition.

Bangla Summary

“O Captain! My Captain!”, ওয়াল্ট হুইটম্যানের একটি অসাধারণ এলিজি। এটি তিনি ১৮৬৫ সালে আব্রাহাম লিংকনের হত্যাকাণ্ডের উপর ভিত্তি করে লিখেছেন। এখানে কবি প্রিয় নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। আমেরিকার সিভিল যুদ্ধের সময় আব্রাহাম লিংকন ব্ল্যাক আমেরিকানদের নেতৃত্ব দিয়েছিলেন। এই যুদ্ধে কবি ওয়াল্ট হুইটম্যানও ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছিলেন। তাই আব্রাহাম লিংকনের প্রতি কবির  এক তীব্র টান ছিল। আর এজন্যই এই নেতার মৃত্যু কবিকে খুব বেশি নাড়া দিয়েছিল। কবিতায় কবি আব্রাহাম লিংকনকে ক্যাপ্টেন বলে সম্বোধন করেছেন। 

কবিতার শুরুতেই কবি প্রকাশ করেন কিভাবে তারা একটি ভীতিকর যাত্রা পাড়ি দিয়ে এসেছেন। তারা তাদের যাত্রায় জয়লাভ করেছেন। ভয়ংকর সে সমুদ্রযাত্রা শেষে তারা প্রায় তীরের কাছে পৌঁছে গেছেন এবং খুব কাছেই তারা উচ্ছাসিত মানুষের জয়ধ্বনিও শুনতে পাচ্ছেন। ঠিক সেসময় স্পীকার দেখেন তাদের সেই প্রিয় ক্যাপ্টেন ডেকের উপর নিথর দেহে শুয়ে আছেন। ক্যাপ্টেনের শরীর থেকে রক্ত ঝরে পড়ছে। 

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


দ্বিতীয় স্ট্যাঞ্জাতে কবি ক্যাপ্টেনকে জেগে ওঠার আকুতি জানান। তিনি ক্যাপ্টেনকে তার এই বিজয়ের দৃশ্য উপভোগ করতে বলেন। ক্যাপ্টেনের অগাধ ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমেই যে এই জয়ের পতাকা উড়ছে সে কথাও তিনি উল্লেখ করেন। তার জন্য যে জয়মালা আর ফুলের শুভেচ্ছার ব্যবস্থা করা হয়েছে সেগুলো গ্রহণ করার জন্য তাকে অনুরোধ করতে থাকেন। এবার কবি ক্যাপ্টেনকে “ফাদার” বলে সম্বোধন করেন এবং তার বাহুতে ক্যাপ্টেনের মাথাটা তুলে নেন। তার কাছে ক্যাপ্টেনের এই মৃত্যু যেন দুঃস্বপ্নের মত। তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছেন না। 

তৃতীয় স্ট্যাঞ্জাতে কবি বলেন যে ক্যাপ্টেন তার কথার কোনো উত্তর দিচ্ছেন না। তার ঠোঁটগুলো যেন ফ্যাকাসে আর শান্ত হয়ে গেছে। ক্যাপ্টেন অনুভূতিহীন অবস্থায় পড়ে আছেন। তাদের সেই বিজয়ী জাহাজ নিরাপদভাবে কিনারায় পৌঁছেছে। তাদের ভীতিকর যাত্রা শেষ পর্যন্ত বিজয়ের মালা বরণ করেছে। এখন চারদিকে শুধু উচ্ছাস আর আনন্দ। কিন্তু স্পীকার অনেক বেশি শোকাহত। তিনি এই বিজয় উপভোগ করতে পারছেন না।

Read Also: When Lilacs Last at the Dooryard Bloom’d Bangla Summary

Mr. Abdullah
Mr. Abdullah
This is Mr. Abdullah, a passionate lover and researcher of English Literature.

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক