প্রি এস্টাবলিশড হারমনি একটা ফিলোসফিক্যাল কনসেপ্ট। এই এই কনসেপ্ট অনুযায়ী জার্মান ফিলোসফার লেইবনেজ বলেছেন যে পৃথিবী যখন সৃষ্টি হয় ঠিক তখন থেকেই প্রত্যেকটি বিষয় একে অন্যের সাথে সম্পর্কিত।
এখানে প্রত্যেকটি বিষয় বলতে মূলত একটা ফিজিক্যাল এবং আরেকটা নন ফিজিক্যাল বিষয়কে বোঝানো হয়েছে। আর এই রেফারেন্স ধরে সরাসরি বোঝানো হয়েছে মাইন্ড এবং বডিকে।
আরোঃ প্রোজ পড়ুন বাংলায়
মাইন্ড এবং বডি একে অন্যের সাথে কিন্তু কোন ফিজিক্যাল কানেকশন এর মাধ্যমে যুক্ত নয় কিন্তু তারপরেও তারা দুইজন একে অন্যের ওপরে ডিপেন্ড করে পরিস্থিতি অনুযায়ী রিয়াক্ট করে থাকে।
আরোঃ আমেরিকান স্কলার
তারা অনেকটা সমান্তরাল ভাবে চলাচল করে। আর এটা পৃথিবীর সৃষ্টির শুরু থেকেই চলে এসেছে। কেন বডি এবং মাইন্ড একে অন্যের উপর ডিপেন্ড করে সমান্তরালভাবে রিয়াক্ট করে তার উত্তরে মনে করা হয় এটা সৃষ্টিকর্তা কর্তৃক একটা বিশেষ শক্তি দ্বারা নির্ধারিত।
এই দুইটা জিনিসই পৃথিবীর সৃষ্টির শুরুতে ঠিক যেমনভাবে চলছিল পৃথিবী সৃষ্টির শেষ পর্যন্ত ঠিক সেভাবেই চলতে থাকবে।