Requiem for the Croppies Bangla Summary (বাংলায়)

Requiem for the Croppies Bangla Summary (বাংলায়)

এই কবিতায় কবি ১৭৯৮ সালের আইরিসদের যুদ্ধের বর্ণনা দিয়েছেন। সেই যুদ্ধে যে সকল দেশপ্রেমিকরা তাদের জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন এবং জীবন উৎসর্গ করেছেন তাদের বিদ্রোহী মনোভাবের বর্ণনা করতে গিয়ে কবি বটল অফ ভিনেগার হিল এর কথা উল্লেখ করেছেন। যুদ্ধ ইংরেজদের বিরুদ্ধে হলেও কবি তাদেরকে নিয়ে কবিতা লিখেছেন শুধুমাত্র তাদের প্রতি সম্মান জানিয়ে এবং তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে।

earn money

যুদ্ধের দিনগুলোতে আইরিশরা কতটা কষ্টে জীবন কাটিয়েছে সেটা তার কবিতায় খুব সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন। আইরিশ সৈনিকেরা বলেছে যে তারা তাদের কোটের পকেট থেকে শস্য দানা বের করে খেয়ে তাদের ক্ষুধা মিটিয়েছে কারণ রান্নাঘরে রান্না করা কিংবা আগুন জ্বালানোর মত সুযোগ তাদের ছিল না। ব্রিটিশরা তাদেরকে সব সময় তাড়িয়ে বেড়াতো এবং এই যুদ্ধ চলাকালীন সময়ে আয়ারল্যান্ডের ধর্মযাজক থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত গৃহহীন হয়ে পড়েছিল এবং আশ্রয় নিয়েছিল পরীখার আড়ালে। 

সাধারণ মানুষ মার্চ করেছিল অর্থাৎ তারা সেনাবাহিনীতে যোগ দিয়েছিল যুদ্ধ করে তাদের দেশের মানুষকে মুক্তি প্রদানের উদ্দেশ্যে। প্রতিদিনই তারা নতুন নতুন উপায় আবিষ্কার করছিল যাতে করে এই যুদ্ধে তারা জয়ী হতে পারে। 

শেষ পর্যন্ত ভিনেগার হিলে তাদের শেষ সভা অনুষ্ঠিত হয়েছিল যেখানে আয়ারল্যান্ডের মানুষজন কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল এবং হাজার হাজার আইরিশ মারা গিয়েছিল। কামানের মুখোমুখি দাঁড়িয়ে যুদ্ধ করেছিল তারা এবং তাদের রক্তে আয়ারল্যান্ডের পাহাড়ের ঢাল গুলো লাল হয়ে গিয়েছিল।

সবশেষে ব্রিটিশরা সেসব মৃতদেরকে গণ কবর দিয়ে দেয় এবং সেই গণকবর থেকেই যেন আইরিসদের বিদ্রোহী আত্মার বার্লি অঙ্কুরিত হতে থাকে।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


কবি মূলত আয়ারল্যান্ডের স্বাধীনতা যুদ্ধে আইরিসদের আত্মত্যাগ এবং বীরত্ব কথা যুদ্ধের পক্ষে জয়গান করেছেন তার এই কবিতার মাধ্যমে।

Themes: The Powerful Spirit of Irish Resistance

Remembering and Honoring the Dead

Symbols: Barley

আরো পড়ুন: Punishment Bangla Summary (বাংলায়)

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক