Saul Bellow’s Attitude Toward Contemporary American Society. (বাংলায়)

Question: Write a note on American life and society as depicted in the novel “Seize the Day”. Or, Saul Bellow’s attitude toward contemporary American Society.

earn money

Seize the Day সল বেলোর একটি নোভেল যেখানে বিংশ শতাব্দীর আমেরিকান জীবনযাত্রা এবং প্রধান চরিত্র টমি উইলহেমের সংগ্রাম তুলে ধরা হয়েছে। নিচে নোভেলে বর্ণিত আমেরিকান জীবনযাত্রা আলোচনা করা হলো। 

Materialism: নোভেলে আমেরিকার বস্তুবাদী (materialistic) জীবনকে তুলে ধরা হয়েছে। টমি উইলহেম প্রতিনিয়ত  সাফল্যের পেছনে ছোটে। স্টক মার্কেটে তার সাফল্য পাওয়ার বিষয়টি বস্তুবাদী মানুষের চিন্তাধারাকে চিত্রিত করে। এছাড়া টমির বাবা ডাঃ এ্যাডলার তার আর্থিক অস্বচ্ছলতা নিয়ে হাসাহাসি করেন।

আরো পড়ুনঃWrite a Short Note About Mildred Douglas. (বাংলায়)

Urban Isolation: নোভেলে শহুরে জীবনের একাকীত্বকেও সুন্দরভাবে ফুটে তোলা হয়েছে। আশেপাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও উইলহেম একা। চারপাশের মানুষের সাথে যোগাযোগ স্থাপনের ধরণ দ্বারাই উইলহেমের একাকিত্ব প্রমাণিত হয়। 

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


The American Dream: টমি আমেরিকান ড্রিম ফলো করে এবং সে ধনী হতে চায়। ট্যামকিন তাকে আমেরিকান ড্রিমের পেছনে ছুটতে ম্যানিপুলেট করে। উইলহেম বোকার মত নিজের শেষ সম্বল ৭০০ ডলার ইনভেস্ট করে নিঃস্ব হয়ে যায়।

Father-Son Relationship: এই নোভেলে উল্লেখিত বাবা-ছেলের সম্পর্ক থেকেও আমরা আমেরিকান সমাজ সম্পর্কে ধারণা পাই। টমির বাবা একজন নামকরা ডাক্তার, কিন্তু টমি তার সম্পূর্ণই বিপরীত। আমরা বাবা-ছেলের মধ্যে কোনো সুসম্পর্ক দেখিনা। ডাঃ এ্যাডলার নিজের ছেলেকে বুঝতে চান না। উইলহেমের পছন্দকে প্রাধান্য না দেয়া তাদের মাঝে আরও দূরত্ব সৃষ্টি করে।

টমি আকুলভাবে তার বাবার সান্ত্বনা আশা করে, কিন্তু তার বাবা তার এই আশা পূরণে এগিয়ে আসেনা। যার কারণে উইলহেম ট্যামকিনের কাছে সাহায্যের জন্য যায়।

আরো পড়ুনঃWhat is the Significance of the Funeral Scene in ‘Seize the Day’?(বাংলায়)

Alienation and Loneliness: নোভেলটিতে একাকিত্ব দেখানো হয়েছে। সম্পূর্ণ নোভেল জুড়েই উইলহেমের তার বাবা, স্ত্রী, এবং অন্য মানুষের সাথে যোগাযোগই প্রমাণ করে যে সে কতটা একা।

Existentialism: Seize the Day তে আমরা  এক্সিসটেনশিয়ালিজমও খুঁজে পাই। এটি জীবনের উদ্দেশ্য এবং অর্থকে প্রশ্নবিদ্ধ করে। উইলহেমের ট্যামকিনের সাথে সাক্ষাত, তার জীবনের ব্যর্থতা সবকিছু মিলেই সে তার অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করে।

Financial Insecurity: নোভেলটি সে সময়ে আমেরিকানদের আর্থিক সংগ্রামকে অঙ্কিত করে। উইলহেম সব সময়ই টাকা নিয়ে চিন্তিত থাকে।

টমির নিজের বাবার কাছে সাহায্য চাওয়া, স্টক মার্কেটে ইনিভেস্টের মাধ্যমে আর্থিক স্বচ্ছলতা অর্জনের চেষ্টা সবই তখনকার সময়ের আর্থিক সংগ্রামের প্রমাণস্বরূপ। 

Time and Mortality: নোভেলে সময়ের দ্রুত চলে যাওয়া এবং জীবনে উৎকৃষ্ট কিছু করাকে জোর দেয়া হয়েছে। এখানে চরিত্রগুলোর মাধ্যমে বর্তমান সময়ে সর্বোচ্চ উপভোগ করার বিষয়টি হাইলাইট করা হয়েছে। 

আরো পড়ুনঃWhere Does Young Goodman Brown Go Wrong? (বাংলায়)

Psychological Turmoil: এখানে উইলহেমের মানসিক অশান্তি ফুটে উঠেছে। তার ইনসিকিউরিটির কারণে মানসিক অশান্তি প্রকাশ পেয়েছে। 

Seize the Day নোভেলটিতে সল বেলো বিংশ শতাব্দীর আমেরিকান জীবনযাত্রা বিভিন্ন থিম যেমন- ম্যাটারিয়ালিজম, এক্সিস্টেনশিয়ালিজম, আর্থিক স্বচ্ছলতার পেছনে ছোটা ইত্যাদির মধ্যে দিয়ে তুলে ধরেছেন। লেখন উইলহেমের মাধ্যমে আমেরিকান ড্রিম উপস্থাপন করেছেন। 

Riya Akter
Riya Akter
Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক