Significance of The title of Shakespeare’s Sister বাংলায়

Justify the significance of the title of the essay Shakespeare’s Sister point to point discussion

তো জাস্টিফাই দা টাইটেল এমন ধরনের প্রশ্ন দুই ভাবে লেখা যায়। প্রথমত প্লেন ভাবে সম্পূর্ণ সামারি এবং থিমগুলো ধরে। দ্বিতীয়ত, মূল ইনসিডেন্ট গুলোর টাইটেল এর সাথে রিলেশন দেখিয়ে। তো চলুন শেক্সপীয়ার্স সিস্টার এই প্রবন্ধের টাইটেল এর সাথে সম্পূর্ন প্রবন্ধের মিল যথার্থতা দেখাই।

1.The title establishes a direct connection between Shakespeare and his imaginary sister 

তো এখানে মূলত শেক্সপিয়র এবং ভার্জিনিয়া ওলফের তৈরি করা শেক্সপিয়রের ইমাজিনারি বোনের কানেকশন দেখানো হয়েছে। তাদের ভেতরের এই কানেকশন দেখানো হয়েছে মূলত তাদের পার্থক্য কে কেন্দ্র করে। আসলে সেক্সপিয়র এবং তার বোন একই পরিবারের জন্মগ্রহণ করেছেন। কিন্তু শেক্সপিয়ার যেখানে সাহিত্যে সমৃদ্ধি অর্জন করেছেন, সেখানে তার বোন সেই সুযোগটা পায়নি। আর অবশেষে তাকে তো মরতেই হলো।

2. The title explores the essay’s central argument:

তো এই টাইটেল মূলত শেক্সপিয়র ও তার বোনের মধ্যে যে জেন্ডার ডিসক্রিমিনেশন রয়েছে তা প্রকাশ করে। শেক্সপিয়ার নিজেকে প্রতিষ্ঠিত করেছে, কিন্তু তার বোন সেই সুযোগ পায়নি। যদিও তার বোনের সেই এবিলিটি ছিল কিন্তু তার উপযুক্ত পরিবেশ ও সুযোগ সুবিধা তাকে দেওয়া হয়নি।

3. The title indicates inequality and dominance 

পুরুষ ও মহিলা উভয়কে সমান সুযোগ না দেওয়া এবং পুরুষদের দ্বারা মহিলাদের শাসিত হওয়াকেও, এই টাইটেল ইন্ডিকেট করে। মহিলারা সমান সুযোগ থেকে বঞ্চিত। আবার পুরুষদের দ্বারা পরিবারে, রাষ্ট্রে ও সমাজে শাসিত হচ্ছে।

4. Representation of Elizabethan era

এই টাইটেল মূলত এই এলিজাবেদান যুগকে রিপ্রেজেন্ট করে। এলিজাবেথান যুগ হচ্ছে ইংরেজি সাহিত্যের জন্য স্বর্ণযুগ। কিন্তু এই সাহিত্যে মেয়েরা কোথায়? এই স্বর্ণযুগে মেয়েদের অংশগ্রহণ নেই কেন? কোন মহিলা কি সেই সময়ে কোন সাহিত্য লিখেনি ? এমন প্রশ্ন করে ভার্জিনিয়া ওলফ আবার নিজেই উত্তর করেছেন। তিনি বলেছেন মেয়েদের সেই সুযোগ দেওয়া হয়নি। যদিও তারা কোন সাহিত্যকর্ম লিখেছে, কিন্তু তা প্রকাশ করতে পারেনি। কারণ প্রকাশকরা তা গ্রহণ করেনি, হাসি ঠাট্টা করেছে। আবার দুই একটা লেখনি প্রকাশ হলেও, পুরুষ লেখকদের প্রবল সমালোচনার মুখে পড়ে সাহিত্য লেখার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে।

5. women’s untapped potential

এই টাইটেল এটা প্রমাণ করে যে মেয়েরা অদম্য। তাদের ভেতরেও সুপ্ত প্রতিভা আছে সাহিত্যে অবদান রাখার জন্য। মেয়েদের এই সুপ্ত প্রতিভা সুন্দর একটা পরিবেশ দিলে যথেষ্ট বিকশিত হতো। তবে সাহিত্যে মেয়েদের প্রতিভাকে কোনভাবেই দমিয়ে রাখা সম্ভব নয় বলেও জানিয়েছেন ভার্জিনিয়া ওলফ।

6. opportunities and recognition

সাহিত্যচর্চা ও সাহিত্যে অবদান রাখার জন্য মেয়েদের প্রয়োজন যথেষ্ট সুযোগ এবং স্বীকৃতি। শেক্সপিয়ারের বোন জুদিথ এই সুযোগ পাননি। তাই তাকে বাড়ি থেকে বের হতে হয়েছে। কিন্তু সেখানেও তিনি নানান ভাবে হেনস্থার শিকার হয়েছেন। আর অবশেষে তিনি মারাই গেলেন। কিন্তু তাকে যদি সুযোগ দেওয়া যেত, তাহলে তিনিও কিন্তু সেক্সপিয়রের মতোই সমৃদ্ধি অর্জন করতে পারতেন।

More: The Barriers That Woman Faced to Become a Writer

Share your love
Ruhul Amin
Ruhul Amin

Hey, This is Ruhul Amin, B.A & M.A in English Literature from National University. I am working on English literature and career planning.

Articles: 84

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *