সংস্কৃতি ও সভ্যতার পার্থক্য নিরুপন করো।

প্রশ্নঃ সংস্কৃতি ও সভ্যতার পার্থক্য নিরুপন করো।

earn money

সংস্কৃতি ও সভ্যতাঃ সংস্কৃতি হচ্ছে সভ্যতার বাহন। মানুষের দীর্ঘদিনের আবহমান আচার, ব্যবহার, প্রথা, অনুষ্ঠান, অভ্যাস ইত্যাদি হচ্ছে সংস্কৃতি; আর এই সংস্কৃতি গড়ে তোলে সভ্যতা। মানুষের দীর্ঘদিনের লালিত জীবন প্রণালি সংস্কৃতির গতিকে সচল রেখেছে। সংস্কৃতির পথপরিক্রমার মধ্যদিয়ে সভ্যতা বিকাশ লাভ করে।

সংস্কৃতি ও সভ্যতার পার্থক্যঃ সংস্কৃতি ও সভ্যতার মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান, তাই এদের মধ্যে তেমন পার্থক্য লক্ষ্য করা যায় না। এ প্রসঙ্গে ম্যাকাইভার বলেন, Our culture is that we are, our civilization is that we use. তবে সংস্কৃতি ও সভ্যতার মধ্যে সূক্ষ্ম পার্থক্য বিদ্যমান। নিম্নে পার্থক্যসমূহ তুলে ধরা হলাে।

আরো পড়ুনঃ সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও। এর প্রকৃতি ও স্বরূপ বা পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো।

সংস্কৃতি সভ্যতা
১. সংস্কৃতি একটি জীবনপ্রণালি১. সংস্কৃতির প্রতিফলনই সভ্যতা
২. সংস্কৃতি প্রধানত অবস্তুগত সৃষ্টি২. সভ্যতা হলো বস্তুগত সৃষ্টি
৩. মৌলিক কাঠামাের ওপর ভিত্তি করে গড়ে ওঠে সংস্কৃতি৩. সংস্কৃতিকে ভিত্তি করে গড়ে ওঠে সভ্যতা
৪. দার্শনিক কান্ট বলেন, সংস্কৃতি হলে মানুষের ভেতরের আচরণ৪. আর সভ্যতা হলাে মানুষের বাইরের আচরণ
৫. সংস্কৃতি দ্বারা মানুষের রুচিবোধ ও রীতিনীতি বুঝায়৫. সভ্যতা দ্বারা মানুষের বুদ্ধিবৃত্তির পূর্ণ বিকাশ বুঝায়
৬. সাধারণত সংস্কৃতি সমভাবাপন্ন ব্যক্তিদের মধ্যে বিস্তার লাভ করে৬. জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সভ্যতার অংশীদার হতে পারে

উদাহরণস্বরূপ, মিসরীয় জাতির প্রথা, অনুষ্ঠান, ধর্মবিশ্বাস ইত্যাদি সংস্কৃতি তাদের সভ্যতাকে রুপ দিয়েছে। আর মিসরিয় সভ্যতার অন্যতম নিদর্শন হলো পিরামিড; যেটি দেখে আজও আমরা অভিভূত হই এবং সে জাতির সংস্কৃতি সম্পর্কে ধারণা পাই।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


আরো পড়ুনঃ নারীর ক্ষমতায়ন বলতে কি বুঝ? নারীর ক্ষমতায়নে বাধা এবং করণীয় সমূহ আলোচনা করো। 

উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে, সংস্কৃতি ও সভ্যতার মধ্যে নানা পার্থক্য থাকা সত্বেও তারা ওতপ্রােতভাবেই জড়িত। যেকোনাে দেশের সাংস্কৃতিক উন্নয়নের ওপরই নির্ভর করে সভ্যতার বিকাশ। অন্যদিকে অবস্তুগত সংস্কৃতির বস্তুগত রূপায়ণই সভ্যতা।

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক