The Duchess of Malfi Bangla Summary – বাংলা সামারি

The Duchess of Malfi is a Jacobean revenge tragedy, written by John Webster (1580-1634). Here we bring you The Duchess of Malfi Bangla Summary, characters, themes, symbols, and a moral lesson.

earn money

যা থাকছে

Key Information

Author: John Webster (1580-1634) 

Full Title: The Tragedy of the Duchess of Malfi.

First Performed: At Globe Theatre 1614

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


Publish Date: 1623

Genre: Revenge Tragedy, Decadent Play.

Decadent play shows the destruction of standards, morals, honor, religious faith, and discipline.

Time Setting: 16th century Europe. The play opens in 1504 at the court of Malfi, Italy.

Place Setting: Malfi, Rome, Ancona, Loreto, Milan

Acts: 5, Scene: 18

Symbols

The Court: The court is the general symbol of a corrupted society.

The Duchess: The Duchess is a symbol of motherhood and light.

Ring: The ring functions as symbolic of accomplishment and virtue as well as a pledge of fidelity.

Darkness: Darkness symbolizes crime, evil, madness, ignorance, and diabolical or devilish forces.

Insanity: Insanity signifies the loss of pure love and relative.

Themes

  • Corruption
  • Disguise and deception
  • The fertile woman
  • The class distinction
  • Cruelty and heroism

Character

Daniel de Bosola

He is the villain of the tragedy. He is a criminal hired by Ferdinand to spy on the Duchess. He is corrupted, cynical, melancholic, deceptive, and cunning.

Ferdinand

Ferdinand is the Duke of Calabria and the twin brother of the Duchess. He hires Daniel de Bosola as a spy. He is terribly furious, greedy, lustful, corrupted, and powerful. Finally, he himself is overtaken by insanity.

Cardinal

Cardinal is a cynical and calculated elder brother of the Duchess and Ferdinand. He keeps an illegal mistress named Julia who is the wife of Castruccio.

Duchess

The Duchess is the widowed Duchess of Malfi. She is disappointed because of the premature death of her Duke and her brothers have imposed a prohibition on her for remarriage.

Antonio Bologna

Antonio Bologna is the loyal steward of the Duchess. He is loved by the Duchess and married secretly.

Delio

A good-hearted gentleman, he remains loyal to Antonio and the Duchess.

Castruccio

He is a courtier under Ferdinand and Julia’s husband.

Bangla Summary

“The Duchess of Malfi” জন ওয়েবস্টারের একটি বিখাত নাটক। এর পুরো নাম “The Tragedy of Duchess of Malfi”.

[সামারিটি কিছু পয়েন্টে ভাগ করে আলোচনা করা হয়েছে যেন ঘটনাপ্রবাহ মনে রাখা সহজ হয়]

এক, ডাচেসকে বিয়ে করতে নিষেধাজ্ঞা জারি ও ডাচেসের অ্যান্টনিওকে বিয়ে করা

নাটকটি রোমান ক্যাথলিক ইতালির মালফি শহরের ডাচেসকে কেন্দ্র করে লেখা। এই শহরের ডাচেস অল্প বয়সে বিধবা হন। তিনি যথেষ্ট সুন্দরী ও বুদ্ধিমতি একজন মহিলা। নাটকের প্রথমেই ডাচেসের দুই ভাই তার প্রাসাদে আসেন। তারা কেউ-ই চান না যে ডাচেস আরেকটা বিয়ে করুক। এতে তাদের বংশীয় সম্মান নষ্ট হবে। প্রকৃতপক্ষে, ডাচেসের বিয়ে না হলে তার বিপুল পরিমাণ সম্পত্তির ভাগ তার ভাইয়েরা পাবে। এজন্য তারা তাদের বোনকে বিয়ে শাদী থেকে দূরে থাকতে বলেন।

এদিকে ডাচেসের স্ট্যুঅর্ড (রক্ষণাবেক্ষণকারী, যে কোনো বিশেষ দায়িত্বে নিয়োজিত থাকে) অ্যান্টনিও ফ্রান্সের একটি কাজ সেরে প্রাসাদে ফিরেছেন।

অপরদিকে ডাচেসের ভাই ফার্ডিনান্ড বোজোলাকে ডাচেসের উপর নজরদারি করার জন্য প্রাসাদে রেখে যায়। এই বোজোলা আগে কার্ডিনালের চাকর ছিলো। সে একটা খুনের আসামী হয়ে জেল খেটে মাত্র বেরিয়েছে। ডাচেসের দুই ভাই মালফি থেকে বিদায় নেয়ার পূর্বে আবারও তাকে বিয়ের ব্যাপারে সতর্ক করে দেয়। কিন্তু ডাচেস তার দাসী ক্যারিওলাকে জানান যে তিনি গোপনে অ্যান্টনিওকে বিয়ে করবেন। এরপর ডাচেস অ্যান্টনিওকে পটিয়ে বিয়ে করেন।

দুই, স্পাই বোজোলা

বিয়ের নয় মাস পর ডাচেস গর্ভবতী হয়ে যান। তারা এই বিষয়টা সবার থেকে লুকিয়ে রাখেন। কিন্তু বোজোলার সন্দেহ হতে শুরু করে। এরপর সন্দেহ দূর করার জন্য বোজোলা ডাচেসকে এ্যাপ্রিকট নামের একটি ফল খাইয়ে দেয়। এতে ডাচেস অসুস্থ হয়ে পড়েন। ডাচেস ও অ্যান্টনিও কোনোমতে পরিস্থিতি সামলে নেন। অ্যান্টনিওর সন্দেহ হয় এই কাজ বোজোলা করেছে। তখন তাকে জিজ্ঞাসা করলে সে অস্বীকার করে।

এরপর বোজোলা একটি কাগজ পায় ও বুঝতে পারে যে কাগজটি ডাচেসের বাচ্চার হরোস্কোপ। সে এই হরোস্কোপ ডাচেসের দুই ভাইয়ের কাছে রোমে পাঠিয়ে দেয়। ডাচেসের দুই ভাই ক্ষিপ্ত হয়ে বাচ্চার বাবাকে খোঁজার চেষ্টা করে।

এরপরে কয়েক বছর পেরিয়ে যায়। ডাচেস ও অ্যান্টনিও আরও দুইটি সন্তানের জন্ম দেয়।

এদিকে ফার্ডিনান্ড রেগে গিয়ে ডাচেসের রুমে প্রবেশ করে। তাকে একটি ছুরি দেয় এবং সেটা দিয়ে নিজেকে শেষ করে দিতে বলে। কারণ ডাচেসের অপকর্মের দ্বারা তাদের বংশের সম্মানহানি হয়েছে। তখন ডাচেস জানান যে তিনি বিয়ে করেছেন। এই কথা জানার পর ফার্ডিনান্ড ডাচেসের মুখ না দেখার প্রতিজ্ঞা করে সেখান থেকে চলে যায়।

তিন, ডাচেস ও অ্যান্টনিওর সম্পর্ক ফাঁস

ডাচেস ও অ্যান্টনিও অন্য কোথাও পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এজন্য ডাচেস অ্যান্টনিওকে কৌশলে অপবাদ দিয়ে চাকরি থেকে ছাটাই করতে চান। কিন্তু ডাচেস যখন অ্যান্টনিওকে অপবাদ দেয়, ঠিক তখন বোজোলা অ্যান্টনিও-এর পক্ষ নেয়। এথেকে ডাচেস ভাবেন বোজোলা হয়তো ভালো মানুষ। তাই ডাসেচ বোজোলাকে জানায় যে তার স্বামী হচ্ছে অ্যান্টনিও। ধূর্ত বোজোলা এসব জানার পর ফার্ডিনান্ড ও কার্ডিনালকে জানায়।

চার, ডাসেচকে হত্যা

ফার্ডিনান্ড কৌশলে অ্যান্টনিওকে তার প্রাসাদে দাওয়াত দেয়। কিন্তু অ্যান্টনিও তার এই কুচক্র বুঝতে পেরে বড় ছেলেকে নিয়ে মিলান পালিয়ে যান। এদিকে বোজোলা ডাচেসের দুই ভাইয়ের কথামত ডাচেসকে এবং তার দুই ছেলেকে গ্রেফতার করে মালফির জেলে বন্দী করে রাখে। রাতের অন্ধকারে ফার্ডিনান্ড জেলে ডাচেসের সাথে দেখা করতে যায়। সে ডাচেসকে জানায় যে তার স্বামী ও সন্তান মারা গেছে। এরপর তাকে শাস্তি দেয়ার জন্য তার চারপাশে পাগলদের ছেড়ে দেয়া হয়। কিন্তু এই শাস্তি দেখে বোজোলার মায়া হয়।

ঠিক সেই মুহূর্তে কিছু খুনিরা এসে ডাচেস, তার দুই সন্তান, এবং দাসীকে খুন করে। ফার্ডিনান্ড ডাচেসের মৃতদেহ দেখার পর অপরাধবোধে উন্মাদ হয়ে যায়। বোজোলাও অনুশোচনা বোধ করে।

Read Also: Volpone Bangla Summary

পাঁচ, অ্যান্টনিও, কার্ডিনাল্, বোজোলা, ও ফার্ডিনান্ড

অপরদিকে অ্যান্টনিও এসবের কিছুই জানেন না। তিনি ভাবেন কার্ডিনালের কাছে গিয়ে আলোচনা সাপেক্ষে সব ঝামেলা ঠিক করে ফেলবেন। কিন্তু কার্ডিনাল বোজোলাকে হুকুম দেয় অ্যান্টনিওকে মেরে ফেলার। নাটকের শেষের দিকে বোজোলা সিদ্ধান্ত নেয় সে অ্যান্টনিওকে বাঁচাবে আর ডাচেসের ভাইদের উপর প্রতিশোধ নিবে।

অপরদিকে কার্ডিনাল অ্যান্টনিওকে হত্যা করার জন্য প্ল্যান করে। সে বোজোলাকে নির্দেশ দেয় অ্যান্টনিও প্রাসাদে আসলে তাকে হত্যা করতে, এবং প্রাসাদের সবাইকে বলে দেয় যে যতই চিৎকার চেচামেচি হোক না কেন কেউ যেন রুম থেকে না বের হয়। কার্ডিনাল মনে মনে আরও প্ল্যান করে যে অ্যান্টনিওকে হত্যা করার পর সে বোজোলাকেও মেরে ফেলবে। বোজোলা এই প্ল্যানের কথা গোপনে জেনে যায়। 

তখনই অ্যান্টনিও কার্ডিনালের সাথে সমঝোতা করার জন্য তার রুমে প্রবেশ করে। কিন্তু অন্ধকারের মধ্যে বুঝতে না পেরে বোজোলা কার্ডিনাল ভেবে অ্যান্টনিওকেই মেরে ফেলে। এরপরে বুঝতে পারার পর সে কার্ডিনালকে হত্যা করতে যায়। কার্ডিনাল তখন অনেক চিৎকার চেচামেচি করলেও কেউ তাকে সাহায্যের জন্য এগিয়ে আসে না। কারণ সে আগেই নিষেধ করেছিলো। অবশেষে বোজোলা কার্ডিনালকে হত্যা করে।

এমতাবস্থায় সেখানে মানসিক ভারসাম্যহীন ফার্ডিনান্ড হাজির হয় এবং বোজোলার উপর হামলা করে দেয়। হাতাহাতিতে ফার্ডিনান্ড ও বোজোলা দুজনই মারা যায়। ফার্ডিনান্ড মৃত্যুর আগে বলে, তাদের অপকর্মই নিজেদের মৃত্যুর জন্য দায়ী।

নাটকের শেষে অ্যান্টনিওর বন্ধু ডেলিও তার বড় ছেলের দায়িত্ব নেয়। সে হয়ত তাকে বড় করে মালফির ডিউক (রাজা) বানাবে।

Moral Lesson

Human passion and necessity must be evaluated. If Ferdinand and Cardinal pay hid to the happiness of their sister, they will find a suitor for her.

Read Also: Macbeth Bangla Summary

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক