The Forge Bangla Summary (বাংলায়)
এই কবিতায় কবি মূলত তার এলাকার একটি কামারশাল আর কামারের কাজের বর্ণনা করেছেন যেটি তার স্কুলে যাওয়ার রাস্তায় অবস্থিত। তিনি প্রতিদিন কামারশালার পাশ দিয়ে যাওয়ার সময় সেটি খুব মনোযোগ দিয়ে দেখতেন যে স্থানীয় এক কামার তার ভেতরে কাজ করছে আর বাহিরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধাতব জিনিসপত্র। এই কামারের বাবাও অতীতে কামারের কাজ করত এবং তিনি বর্তমানে তার বাবার জায়গা দখল করে রয়েছেন।
কামার শালার বাইরের জিনিসপত্রগুলো একেবারে ময়লা যুক্ত হলেও ভেতরে আগুনের স্ফুলিঙ্গের পাশে লোহার পাতের ওপর রেখে পিটানো জিনিসপাতিগুলো একেবারে যেন চকচক করে উঠছে। জীবন্ত আগুনের স্ফুলিঙ্গের ওপরে লোহা রেখে কামার দিনের পর দিন তৈরি করে চলেছে বিভিন্ন রংবেরঙের জিনিসপত্র। আর এজন্যই তিনি কামারকে ক্রিয়েটিভ আর্টিস্ট এবং ক্রাফটম্যান হিসেবে উল্লেখ করেছেন তার কবিতায়। কবিতার শেষে তিনি নিজেকে কামারের সাথে তুলনা করেছেন এবং বলেছেন যে কামার যেভাবে প্রতিদিন নিত্যনতুন জিনিসপাতে তৈরি করছে তিনিও তার কলম দ্বারা অভাবনীয় সব জিনিসপত্র লিখে চলেছেন দিনের পর দিন।
আরো পড়ুন: Bog Queen Bangla Summary (বাংলায়)