The Rape of the Lock Bangla Summary

The Rape of the Lock Bangla Summary

earn money

 Key Information: 

  • Title: The Rape of the Lock
  • Writer: Alexander Pope (1688-1744)
  • Published: first in 1712 and then lastly in 1717.
  • Genre: Mock Heroic Poem

Characters:

  • Belinda: A beautiful young lady whose lock is cut off. 
  • Baron: The admirer of Belinda. He cuts her lock off.
  • Ariel: A guardian spirit. He protects Belinda from Baron until he assumes Belinda’s love for earthly man.
  • Clarissa: Baron seizes the scissor from Clarissa.
  • Umbriel: A spirit who goes to the underworld to bring Belinda a sigh and tears. 
  • Sir Plume: Suitor of Belinda. 

আরো পড়ুনঃictorian Poetry Previous Years Brief

Themes: The Triviality of Court Life; Beauty vs Poetry; Gender; Religion and Morality.

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


Bangla Summary: The Rape of the Lock আলেকজান্ডার পোপের একটি বিশ্ববিখ্যাত মক এপিক। এই মক এপিকটি সর্বপ্রথম ১৭১১ সালে লেখা হয় এবং ১৭১২ সালে প্রথম প্রকাশিত হয়। তখন এটির ২ টি ক্যান্টো ছিলো। এরপর এটি অনেকবার বিভিন্নভাবে পরিবর্তন হয়ে বর্তমান রূপে এসেছে। নতুন ভার্সনটির কাজ ১৭১৭ সালে শেষ হয়। এর মোট ৫ টি ক্যান্টো আছে। পরে পোপ এই এপিকে সুপারন্যাচারাল এলিমেন্ট যোগ করেন। 

বেলিন্ডার আভিজাত্য : কবিতার শুরুতেই বেলিন্ডা নামক একজন সম্ভ্রান্ত সুন্দরী ঘুমিয়ে থাকে। এরিয়েল (গার্ডিয়ান স্পিরিট) তাকে ঘুমের মধ্যে একটি স্বপ্ন দেখায় যে এসব স্পিরিটদের কাজ কি। স্পিরিটদের প্রধান কাজই হচ্ছে সতী নারীদের বিপদ থেকে রক্ষা করা। এরিয়েল একটা বিপদের আভাস পায়, কিন্তু আসলে কি ঘটতে যাচ্ছে, সেটা সে এখনও জানে না। তাই সে বেলিন্ডাকে স্বপে পুরুষ মানুষ সম্পর্কে সতর্ক করে দেয়। এরপর বেলিন্ডার ঘুম ভাঙে। সে একটা অনুষ্ঠানের জন্য তৈরি হতে থাকে। তার কাজের লোক বেটি (Betty) তাকে সম্পূর্ণভাবে তৈরি হতে সাহায্য করে।

বিপদের আশংকা : বেলিন্ডাকে অসম্ভব সুন্দর দেখাচ্ছিলো। সে লন্ডন থেকে হ্যাম্পটন কোর্টের দিকে রওনা হয়। এসময় তার সৌন্দর্য দেখতে অনেক মানুষ এসে ভিড় করে। বেলিন্ডার মাথার চুলের লক দুটো এত সুন্দর যে ব্যারন তা থেকে চোখ সরাতে পারে না। সে চিন্তা করে যে, জোর করেই হোক আর চুরি কর্‌, সে একটা লক নিবেই। ব্যারন সুর্যোদযয়ের পূর্বে ভালোবাসার গডের প্রশংসা করে নেয়। এদিকে এরিয়েল খুব ভয়ংকর কিছুর আভাস পায়। সে একদল স্পিরিটকে একত্রিত করে তাদেরকে তার আশংকার কথাটি বলে। হতে পারে বেলিন্ডা তার ভার্জিনিটি হারাবে, অথবা তার ড্রেসে দাগ লাগা, অলংকার হারিয়ে যাওয়া বা ল্যাপডগ মারা যাওয়ার মত হতে পারে। এরিয়েল তার স্পিরিটের দলকে বেলিন্ডার বিভিন্ন জিনিসের উপর পাহারা দিতে বলে। কেউ বেলিন্ডার লকের উপর খেয়াল রাখে, কেউবা তার ঘড়ি বা কুকুরের উপর।

আরো পড়ুনঃSpeech on East India Bill Bangla Summary

বেলিন্ডার সর্বনাশ: নৌকা হ্যাম্পটনে পৌঁছে যায়। সবাই যে যার মত পার্টি উপভোগ করতে থাকে। বেলিন্ডা দুজন পুরুষের সাথে অম্ব্রে গেইম (Ombre Game) খেলতে বসে। প্রথম দিকে স্পিরিটদের সাহায্যে বেলিন্ডা গেইম ভালোই খেলে। সে জিতবে এর ঠিক আগ মুহুর্তে ব্যারন গেইম নিজের আয়ত্ত্বে নেয়। কিন্তু শেষ পর্যন্ত বেলিন্ডা জিতে যায়। এরপর ব্যারনের তার লক চুরির প্ল্যানের কথা মনে পড়ে। বেলিন্ডার চুলের গোছা কাটার জন্য ক্ল্যারিসার কাছ থেকে ব্যারন কাঁচি কেড়ে নেয়। স্পিরিটরা বেলিন্ডার চুল টুইস্ট করে তাকে বিপদের সংকেত দেয়। এর ফাঁকেই ব্যারন বেলিন্ডার কাছাকাছি চলে আসে। এই মুহুর্তে এরিয়েল বেলিন্ডার মনের মধ্যে ভালোবাসার মানুষের জন্য অনুভূতি দেখতে পায়। অর্থাৎ বেলিন্ডা আর আগের মতো সতী নেই৷ তাই এরিয়েল আর বেলিন্ডার দায়িত্বে থাকে না, সে চলে যায়। যখন এরিয়েল নিজের দায়িত্ব থেকে পদত্যাগ করে ঠিক সেই মুহূর্তেই অঘটন ঘটে যায়। ব্যারন বেলিন্ডার লক কেটে দিয়েছে। 

এদিকে আম্ব্রিয়েল আন্ডারওয়ার্ল্ডে চলে যায়, বেলিন্ডার জন্য কষ্ট আর অশ্রু আনার জন্য যেন এটি তাকে একটু স্বস্তি দেয়।  ক্ল্যারিসা বেলিন্ডাকে শান্ত করার চেষ্টা করে কিন্তু তাতে কোনো কাজ হয়না। এরপর বেলিন্ডা স্যার প্লিউমের কাছে বিচার দেয়। এই ঘটনার প্রেক্ষিতে আম্ব্রিয়েল একটা বক্তব্য রাখে। সে বলে যদি বেলিন্ডা বাসায় থাকতো বা এরিয়েলের সতর্কবার্তা উপেক্ষা না করতো তাহলে হয়তো এই দূর্গতি আসতো না। বেলিন্ডা ব্যারনের দিকে ক্ষিপ্র দৃষ্টিতে তাকায়। লোকজন দুটি দলে ভাগ হয়ে যায় এবং একটা যুদ্ধ শুরু হয়। যার হাতে যে খাবার বা কোনো জিনিস যা থাকে সেটাই ছুঁড়ে মারে। এক পর্যায়ে যুদ্ধ থামলেও চুলের গোছা আর কোথাও পাওয়া যায়না। অতঃপর ন্যারেটর বলেন যে, বেলিন্ডার লক হয়তো স্বর্গে চলে গেছে যেখানে লন্ডনের লোকেরা ও জ্যোতির্বিজ্ঞানীরা এটিকে দেখতে পাবে। এই লক বা চুলের গোছা অন্যান্য চুলের মতো পেঁকে যাবে না। এই লক বেলিন্ডার সৌন্দর্যের প্রতীক হয়ে আকাশে উজ্জ্বল হয়ে থাকবে।

Riya Akter
Riya Akter
Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

3 COMMENTS

  1. The Rape of The lock is a symbolic and satirical poem by Alexander Pope. It is a tragedious poem also. Yet in our society so many belinda suffered victim by like baron.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক