To His Coy Mistress Bangla Summary (বাংলায়)

To His Coy Mistress ব্রিটিশ কবি Andrew Marvell এর একটি বিখ্যাত কবিতা। কবিতাটি যথাসম্ভব লেখা হয়েছিল ১৬৫০-এর দশকে। তবে এটি প্রকাশিত হয় কবির মৃত্যুর পরে অর্থাৎ ১৬৮০ সালের পরে। এই কবিতাটি একটি Carpe Diem (কার্প ডিয়েম) কবিতা, অর্থাৎ ভবিষ্যত সম্পর্কে না ভেবে বর্তমান সময়কে উপভোগ করা। কবি Andrew Marvell রোমান কবি Horace কে অনুকরণ করে কবিতাটি লিখেছেন। এখানে কবি বা স্পিকার তার প্রেমিকাকে মৃত্যু আসার আগেই জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করার আহ্বান জানিয়েছে। এটি মূলত একটি প্রেমের কবিতা ও কবির তাঁর প্রেমিকাকে কাছে পাওয়ার দুষ্টু ইচ্ছা।

earn money

Themes

Love and Death

Bangla Summary

[সামারিটি মনে রাখার সুবিধার্থে কিছু পয়েন্টে ভাগ করে আলোচনা করা হয়েছে]

এক, কবির ব্যস্ততা ও প্রেমিকার রুপের বর্ণনা 

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


কবিতার শুরুতেই আমরা কবির মাঝে ব্যাস্ততা বা আর্জেন্সি দেখতে পাই। তিনি তার প্রেমিকাকে বলছেন যে তারা যদি এই পৃথিবীতে অনেক বেশি সময়ের জন্য আসতেন, তবে সময়গুলো কিভাবে কাটাবেন তা নিয়ে ভালোভাবে পরিকল্পনা করতে পারতেন। তার প্রেমিকা হয়ত ভারতের গঙ্গা নদীর কিনারা দিয়ে হাঁটতো আর মুক্তা কুড়াতো। আর কবি ইংল্যান্ডের হাম্বার নদীর কিনারা দিয়ে হাঁটতেন আর তার প্রশংসায় কবিতা লিখতেন। প্রেমিকা তাকে যতবার ইচ্ছা রিজেক্ট করলেও সমস্যা হত না। কবি কোনো অভিযোগ জানাতেন না।

সময় যদি বেশি থাকতো, তবে কবি তার প্রেমিকার শরীরের প্রতিটা অঙ্গের প্রশংসা করতে শত শত বছর অতিবাহিত করে দিতেন। তার চোখের বর্ণনা দিতেই কবির দুইশতবছর কেটে যেতো। এরপর তার কপালের বর্ণনাতে একশত বছরেরও বেশি সময় লাগতো। কবি তার প্রেমিকার প্রতিটি স্তনের প্রশংসা করতে একশত বছর করে কাটাতেন। এছাড়াও কবি তার প্রেমিকার শরীরের অন্যান্য অঙ্গের প্রশংসায় ত্রিশ হাজার বছর কাটিয়ে দিতেন। তবুও তার প্রশংসা শেষ হতো না।

অবশেষে প্রেমিকা কবির প্রেমের ডাকে সাড়া দিত। কবি আরও নিশ্চিত করেন যে, তার প্রেমিকা ঠিক এরকম প্রশংসা পাবার যোগ্য দাবিদার।

দুই, ক্ষণস্থায়ী জীবন / মৃত্যু 

এবার কবি তার প্রেমিকাকে বাস্তবতার কথা মনে করিয়ে দেন। কবি বলেন একদিন তার প্রেমিকার এই সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তখন তার প্রশংসায় গাওয়া কবির গানগুলো আর শোনা যাবে না। কবির প্রেমিকা তার যে কুমারীত্ব সুরক্ষিত অবস্থায় রেখেছে, সেই কুমারীত্ব আর থাকবে না। কবরের মাটিতে মিশে যাবে সেই কুমারীত্ব। আর প্রেমিকার প্রতি কবিরর কামনাগুলো ছাই হয়ে যাবে। কবর হলো এমন একটি যায়গা যেখানে প্রেমিক-প্রেমিকা শারিরীক সম্পর্কে লিপ্ত হতে পারে না।

যাহোক, কবিতার এই কথাগুলোর মাধ্যমে কবি তার প্রেমিকাকে শারীরিক সম্পর্ক স্থাপনে অনুপ্রাণিত করছেন।

তিন, আহ্বান

শেষ স্তবকে আমরা কবির প্রচন্ড এরোটিক আকাঙখা দেখতে পাই। এবার তিনি তার প্রেমিকাকে একে অপরকে উপভোগ করার আহ্বান জানান, সময় শেষ হবার আগেই। তিনি বলেন, তাদের উচিত শরীরের সমস্ত শক্তি এবং আবেগ দিয়ে শারীরিক চাহিদা পূরণ করা ও সময়কে কাজে লাগানো।

Read Also: The Sun Rises Bangla Summary

Mr. Abdullah
Mr. Abdullah
This is Mr. Abdullah, a passionate lover and researcher of English Literature.

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক