Tree At My Window Bangla Summary (বাংলায়)

Tree At My Window Bangla Summary (বাংলায়)

Poet: Robert Frost (1874- 1963)

earn money

Publish: 1928

Volume: West-Running Brook

Themes: Similarity and Dissimilarity Between Humans and Nature.

কবির শোবার ঘরের জানালায় একটা গাছ আছে। রাতে, কবি তার শোবার ঘরে শীতল বাতাস প্রবেশ করতে না দেওয়ার জন্য জানালার কাঁচ টেনে দেন । কিন্তু তিনি দৃঢ়তার সাথে বলেন যে তার এবং গাছের মধ্যে কোনো পর্দা থাকবে না। তার কাছে গাছটিকে মনে হয় অস্পষ্ট স্বপ্নের মতো  মাটি থেকে মাথা তুলে দাঁড়িয়ে আছে ।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


আরো পড়ুন: Fire and Ice Bangla Summary (বাংলায়)

গাছের নড়াচড়ার ফলে তৈরি হওয়া শব্দগুলি একটি শিশুর অর্থহীন বকবক বলে মনে হয়। এটি  তুলে ঝড়ো বাতাসে নিক্ষেপ করা হয়। বৃক্ষটি হয়তো কবিকে স্বপ্নে টেনে নিয়ে যাওয়া, পরাভূত এবং প্রায় হারিয়ে যেতে দেখেছে। ভাগ্য সিদ্ধান্ত নিয়েছে যে গাছটি বাইরের আবহাওয়ার সাথে সম্পর্কিত এবং কবি ভিতরের আবহাওয়ার সাথে সম্পর্কিত। যা মূলত  মনের যুদ্ধরত  বা প্রতিযোগিতাপূর্ণ অবস্থাকে ইঙ্গিত করে।

আরো পড়ুন: Out Out Bangla Summary (বাংলায়)

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক