Preposition এর পরে Verb এর ব্যবহার
Look forward to, with a view to, would you mind, mind, worth, can not help, could not help, feel like, be verb / get + used to এবং preposition এর পরে verb + ing হয় ।
[N.B. শুধু used to এর পূর্বে verb এর based form হয়।]
Read More: Relative pronoun এর ব্যবহার
Examples:
- I look forward to (প্রতীক্ষায় থাকা / চেয়ে থাকা) meeting you.
- He went to the library with a view to (উদ্দেশ্য বুঝায়) borrowing a book.
- Would you mind ( অনুরোধ করা বুঝায়) taking a cup of tea?
- The book is worth (উপযুক্ত / যোগ্য) reading.
- We can not help (কোন কিছু না করে পারাই যায় না) laughing.
- I feel like ( কোন কিছু করার তারও না বোধ করা কিন্তু সেটা করা হয়নি) crying.
- He is used to (অভ্যস্ত বুঝায়) smoking.
- He used to (অতীতের অভ্যাস) smoke.