West Running Brock Bangla Summary (বাংলায়)

West Running Brock Bangla Summary (বাংলায়)

“West Running Brook” রবার্ট ফ্রস্টের একটি ফিলোসোফিক্যাল কবিতা। এই কবিতায় দেখা যায় এক নববিবাহিত দম্পতি পশ্চিমে ধাবমান একটি নদী বা জলধারা (Brook) নিয়ে কথা বলছে। সাধারণত সকল জলধারাই পূর্ব দিকে প্রবাহিত হয়ে সমুদ্রে মিলিত হয়। কিন্তু এই জলধারাটি ব্যতিক্রমধর্মী এবং পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। ব্যতিক্রমী জলধারাটি এই দম্পতির মধ্যে চলমান মতবিরোধ, এবং অমিলকে ইঙ্গিত করে।

earn money

আরো পড়ুন: Mowing Bangla Summary (বাংলায়)

কিন্তু স্ত্রী তার স্বামী ফ্রেডকে বোঝানোর চেষ্টা করে যে এই পশ্চিমে ধাবমান জলধারাতেও একটি ডুবন্ত পাথরখণ্ড (Sunken Stone) রয়েছে যা পশ্চিমগামী প্রবাহকেও বাঁধা দিচ্ছে। এই পাথরটি হচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জের প্রতীকি স্বরূপ, যা শত অমিল থাকা শর্তেও পারস্পারিক সম্পর্ক টিকিয়ে রাখতে জরুরী ভূমিকা পালন করতে পারে।

Theme: Tension Between a Married Couple

Symbol: Sunken Rock, West Running Brook

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


আরো পড়ুন: Tree At My Window Bangla Summary (বাংলায়)

Shihabur Rahman
Shihabur Rahman
Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক