Question: What does the forest represent in the story “Young Goodman Brown”? Why must the protagonist make his journey into the forest? -Explain Briefly.
সিম্বল এমন একটি লিটারারি ডিভাইস যার মাদ্ধমে ছোট জিনিস দিয়ে বড় কিছু বুঝানো হয়. এই গল্পে ‘The Forest’ তেমনি ভূমিকা রাখে।
Danger and Uncertainty: এই বোনটি একটি ভয়ঙ্কর অনিশ্চয়তার জায়গা। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আবার কোথাও কোথাও আগুন জলে. মতের উপরে এক ভয়ংকর পরিস্থিতি বিরাজ করে. এখানে আবার শয়তানের আড্ডাখানও বসে।
Loss of Innocence: এই বন নিষ্পাপ অবসথা হারানোর প্রতীক। এখানে এসে গল্পের সকল চরিত্র তাদের স্বাভাবিক অবস্তাহ হারিয়ে ফেলেসে।
A Place for Adventure: এটি এমন একটি জায়গা যেখানে মানুষ adventure এ বের হতে পারবে। গল্পের নায়ক গুডম্যান ব্রাউন তেমনি একটি জার্নি এখানে করেছেন।
মোটের উপরে বন সিম্বলটি এই গল্পও মানুষের দিতো চরিত্র এবং মন্দে এর প্রতি এক প্রবল টান দেখিয়েছে।