What Does the Forest Represent in the Story “Young Goodman Brown”?(বাংলায়)

Question: What does the forest represent in the story “Young Goodman Brown”? Why must the protagonist make his journey into the forest?  -Explain Briefly.

earn money

সিম্বল এমন একটি লিটারারি ডিভাইস যার মাদ্ধমে ছোট জিনিস দিয়ে বড় কিছু বুঝানো হয়. এই গল্পে ‘The Forest’ তেমনি ভূমিকা রাখে।

Danger and Uncertainty: এই বোনটি একটি ভয়ঙ্কর অনিশ্চয়তার জায়গা। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আবার কোথাও কোথাও আগুন জলে. মতের উপরে এক ভয়ংকর পরিস্থিতি বিরাজ করে. এখানে আবার শয়তানের আড্ডাখানও বসে।

আরো পড়ুনঃCompare Jake’s Relationship With Brett and Cohn’s Relationship with Frances in “The Sun Also Rises”.(বাংলায়)

Loss of Innocence: এই বন নিষ্পাপ অবসথা হারানোর প্রতীক। এখানে এসে গল্পের সকল চরিত্র তাদের স্বাভাবিক অবস্তাহ হারিয়ে ফেলেসে।

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


A Place for Adventure: এটি এমন একটি জায়গা যেখানে মানুষ adventure এ বের হতে পারবে। গল্পের নায়ক গুডম্যান ব্রাউন তেমনি একটি জার্নি এখানে করেছেন।

আরো পড়ুনঃHow does “The Importance of Being Earnest” Convey a Serious Message Through Comic Situations? (বাংলায়)

মোটের উপরে বন সিম্বলটি এই গল্পও মানুষের দিতো চরিত্র এবং মন্দে এর প্রতি এক প্রবল টান দেখিয়েছে।

Riya Akter
Riya Akter
Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক