Key Information
- Title: “When Lilacs in the Dooryard Bloom’d”
- Poet: Walt Whitman (1819-1892)
- Published:
Theme: Death as a Natural Part of Life; Public and Private Grief.
Literary Device: Imagery, Allusion, Rhetorical Question, Personification, Repetition, Metaphor.
Bangla Summary
“When Lilacs Last in the Dooryard Bloom’d” কবিতাটি ওয়াল্ট হুইটম্যান আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের হত্যাকাণ্ডের উপর ভিত্তি করে লিখেছেন। এটি একটি প্যাস্টোরাল এলিজি। সাধারণত এলিজিতে কবি একজন মৃত ব্যক্তির জন্য শোক প্রকাশ করেন। আর প্যাস্টোরাল এলিজির একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, কবি সেই মৃত ব্যক্তিকে একজন শেপহার্ড বা রাখাল বালক হিসেবে কল্পনা করেন। এখানে সেই শেপহার্ড হচ্ছে আব্রাহাম লিংকন। এতে রুরাল (গ্রাম্য) ব্যাকগ্রাউন্ড রয়েছে। এই কবিতায় কবি আব্রাহাম লিংকনের গৌরব ও মহিমা প্রকাশ করেছেন। কবিতাটির মূল বিষয় হচ্ছে আব্রাহাম লিংকনের ফিউনারেল প্রসেস এবং তার মৃত্যুতে শোকাহত প্রকৃতি।
কবিতার প্রথমেই আব্রাহাম লিংকনের ফিউনারেল দেখানো হয়েছে। তার মরদেহ কফিনে করে ফিউনারেল প্রসেসের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। প্রথমে তিনি লিংকনকে লায়লাক ফুলের সাথে তুলনা করেছেন। লায়লাক ফুল এপ্রিল মাসে ফোটে, আর এ মাসেই প্রিয় নেতা মৃত্যু বরণ করেছেন। তাই লায়লাক ফুল দেখলেই কবির লিংকনের কথা মনে পড়ে। এরপর কবি বলেন, যখন লিংকনকে কবরস্থ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিলো তখন তিনি পশ্চিম আকাশের তারকাকে (western star) ঝরে পড়তে দেখেন। এই ওয়েস্টার্ন স্টারের ঝরে পড়াকে আব্রাহাম লিংকনের মৃত্যুর সাথে তুলনা করেছেন। ফিউনারেল চলাকালীন সময়ে কবি হার্মিট থ্রাস্ট পাখির গান শুনতে পান। এই গান যেন সেই নেতার মৃত্যুতে পুরো জাতির শোক ও কান্নাকে তুলে ধরে।
Read Also: O Captain My Captain Bangla Summary
এরপরে কবি আব্রাহাম লিংকনের কফিনটি কবরস্থানে নিয়ে যাওয়ার পথে যে প্রাকৃতিক দৃশ্য এবং ইন্ডাস্ট্রিয়াল শহরগুলোর বর্ণনা করতে থাকেন। এর বর্ণনা দ্বারা তিনি তৎকালীন আমেরিকার যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হয়েছিলো সেগুলোর কথা উল্লেখ করেছেন।
সবশেষে কবি আব্রাহাম লিংকনের কবরকে কিভাবে সাজাবেন তা নিয়ে আলোচনা করেছেন। কবরেরে দেয়ালকে কিভাবে সাজানো যায় সেই বিষয় এখানে তুলে ধরেছেন। এসময় তিনি আমেরিকার সিভিল যুদ্ধে মারা যাওয়া সকল মানুষকে স্মরণ করছেন এবং তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এরপরে তিনি মৃত্যু যে অনিবার্য সে কথা তুলে ধরেছেন। মৃত্যু হচ্ছে স্বাভাবিক জীবনেরই একটি অংশ। জীবনের সকল দুঃখ, কষ্ট ও দূর্দশার অবসান এই মৃত্যুর মাধ্যমেই ঘটে।
Read Also: I Taste a Liquor Never Brewed Bangla Summary
Just Amazing 😇