Why did Paul’s Relationship With Miriam fail? (বাংলায়)

Question: What is the significance of the Paul-Miriam episode? Or, Why did Paul’s relationship with Miriam fail?

earn money

ডি.এইচ.লরেন্সের Sons and Lovers নোভেলে পল মোরেল এবং মিরিয়ামের সম্পর্ক বিভিন্ন কারণে যেমন- পলের মায়ের প্রতি মাত্রাতিরিক্ত আসক্তি, মিরিয়ামের অতিরিক্ত ধার্মিকতা, এবং তাদের দুজনেরই নিজেদের মধ্যে বোঝাপড়ার অভাব ইত্যাদির জন্য সফল হয়না। 

Paul’s Unresolved Feelings: পলের মায়ের প্রতি অতিরিক্ত আসক্তি তার আর মিরিয়ামের সম্পর্কে ফাটল ধরায়। পল তার মায়ের স্নেহে নিবিড়ভাবে আবদ্ধ থাকায় সে অন্য যেকোনো মহিলার প্রতি রোমান্টিক অনুভূতি প্রকাশ করতে পারে না। তার মায়ের প্রতি তীব্র আবেগ প্রকাশ পায় যখন সে ক্ল্যারাকে বলে,

আরো পড়ুনঃWrite a Critical Appreciation of the Poem “Crossing the Water”.(বাংলায়)

Miriam’s Religious Nature: উপরন্তু মিরিয়ামের অতিরিক্ত ধার্মিকতা তার আর পলের প্রেমের মাঝে বাঁধা হয়ে দাঁড়ায়। মিরিয়ামের এমন ধার্মিকতা নিয়ে পলের হাতাশা সম্পর্কে লরেন্স বলেন, 

ইউটিউবে ভিডিও লেকচার দেখুনঃ


তারা দুজন নিজদের কাছাকাছিও আসতে পারে না। পলের পক্ষে মিরিয়ামের সাথে ঘনিষ্ঠ হওয়া বেশ কষ্টসাধ্য হয়ে যায়। 

আরো পড়ুনঃComment on Sylvia Plath’s Poetic Technique. (বাংলায়)

Paul’s Independent Nature: এছাড়াও পল স্বাধীনচেতা, অপরদিকে মিরিয়াম বিয়ের মাধ্যমে একটি সুন্দর সম্পর্ক গড়তে চায়। কিন্তু পল বিয়ে করে তার স্বাধীনতা হারাতে ভয় পায়। পলের স্বাধীনচেতা চিন্তাভাবনা মিরিয়ামের ট্রেডিশনাল চিন্তাধারার সাথে সংঘর্ষ বাঁধে।

অতঃপর পলের প্রতিশ্রুতি দেয়ার অক্ষমতা এবং মিরিয়ামের একটি পবিত্র সম্পর্কের প্রত্যাশাই তাদের করুণ বিচ্ছদের জন্য দায়ী।

Riya Akter
Riya Akter
Hey, This is Riya Akter Setu, B.A (Hons) & M.A in English from National University.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ফেসবুক পেইজ

কোর্স টপিক